বিধানসভা ভিত্তিক স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। মঙ্গলবার দুপুরে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে দলের কর্মী, সমর্থকেরা জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। জেলাশাসককে ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হয়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ বিশ্বাস বলেন, “স্বচ্ছতা বজায় রেখে নির্ভূল ভোটর তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে।” প্রশাসনিক সূত্রের খবর, গত ১২ অক্টোবর থেকেজেলার নয়টি বিধানসভা কেন্দ্রে প্রতিটি বুথে ভোটার তালিকা সংযোজন, সংশোধন ও বিয়োজনের কাজ শুরু হয়। আগামী ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
|
যন্ত্র চুরি, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
অ্যাম্বুল্যান্সের যন্ত্রাংশ চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে ইটাহার থানার স্কুলপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নান্টু চক্রবর্তী। সোমবার রাতে ইটাহার হাসপাতাল চত্বর থাকা সরকারি অ্যাম্বুল্যান্সের যন্ত্রাংশ সে চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ। কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা টের পেয়ে চিৎকার করে সে পালায়।
|
দু’টি দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
মোটর বাইক ও ট্রাক্টরের ধাক্কায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের দুটি এলাকায় দুই ব্যক্তির মৃত্যু হয়। সোমবার রাতে খাঁপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় উদয় সরকার (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি চকমোহন গ্রামে। রাতে তিনি হেঁটে বাড়ি যাওয়ার সময়ে ট্রাক্টরটি পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। বালুরঘাটের বোল্লা এলাকায় মোটর বাইকের ধাক্কায় কিশান টুডু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
|
ঈদের মুখে কোচবিহারের বাংলাদেশ সীমান্তের সংখ্যালঘুদের পরিবার পিছু পাশ দেওয়ার দাবি জানাল ফরওয়ার্ড ব্লক। তাঁদের অভিযোগ, বাংলাদেশ সীমান্ত গ্রামের সংখ্যালঘু পরিবারের লোকেরা ঈদে ধর্মীয় রীতি পালনে উট, গরুর মতো পশু কিনে নিয়ে বাড়িতে যেতে সমস্যায় পড়েছেন। ওই সমস্যা মেটাতেই বাসিন্দাদের যে পশু কেনার জন্য বিশেষ পাস দেওয়া জরুরি। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ এ দিন বলেন, “জেলাশাসককে বিষয়টি জানিয়ে পরিবার পিছু একটি করে পাস দেওয়ার দাবি জানিয়েছি।”
|
সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুরের ধানিগছে বিষক্রিয়ায় মহম্মদ হাবিবুল (২২) নামে এক তরুণের মৃত্যু হয়। মানসিক অবসাদে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে পুলিশ। |