দলতন্ত্রের অভিযোগ নিয়ে সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার নেতাদের তরজা চরমে পৌঁছছে। সোমবার দিনহাটায় মহকুমাশাসকের দফতরের সামনে আয়োজিত অবস্থান বিক্ষোভে দলতন্ত্র নিয়ে সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ। সিপিএমের তরফেও পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়। মঙ্গলবারও সেই তরজা জারি রয়েছে। এদিনও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক বলেন, “বামফ্রন্টের রাজ্য নেতারা মানুষের কাছে গিয়ে ভুল স্বীকারের জন্য কর্মীদের পরামর্শ দিচ্ছেন। সিপিএমে যদি দলতন্ত্র না-থাকে তা হলে কোন ভুলের জন্য তাঁদের নেতারা কর্মীদের ভুল স্বীকারের পরামর্শ দিয়েছেন তা স্পষ্ট করা হোক। আমরা আত্মসমালোচনা করছি। দলতন্ত্রের কথা তৃণমূল নেতারাও স্বীকার করছেন। মানুষের বিভ্রান্তি এড়াতেই সিপিএম নেতারা নিজেদের অবস্থান স্পষ্ট করুন।” ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকের বক্তব্যের খণ্ডন করেছেন সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বেণুবাদল চক্রবর্তী। তিনি বলেন, “কমিউনিস্টরা ফুল বিছানো পথে চলেন না। বিপর্যয়ের পরেও লড়াই, আন্দোলন করে ঘুরে দাঁড়াতে জানেন। ভিত্তিহীন অভিযোগের উত্তর দেবে সময়।”
রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলেও সিপিএমের মতো একই পথে হাঁটছে তৃণমূল বলে সোমবার অভিযোগ করেছিলেন ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক। নিজের যুক্তির স্বপক্ষে বাম জমানায় দিনহাটা কলেজের পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি মনোনয়নের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, সিপিএম তাঁদের শিবিরের শিক্ষকদের ওই সমিতির সদস্য মনোনীত করে। একই কাজ করছে তৃণমূল। অভিযোগের কড়া প্রতিক্রিয়া দেন সিপিএম নেতা বেণুবাদলবাবু। তিনি যুক্তি দেন, যে দলের হাতে দফতর থাকে সেই দফতরের মন্ত্রী পরিচালন সমিতির সদস্য ঠিক করেন। মন্ত্রী তার দলের লোকেদেরই মনোনীত করেন। ফরওয়ার্ড ব্লকও ক্ষমতায় থেকে সেটাই করেছে। তখন তৃণমূল দলতন্ত্রের যে অভিযোগ করত সেটা না-বুঝে। এখন ফরওয়ার্ড ব্লক বলছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমে দুই বাম নেতার তরজা কর্মী মহলে আলোড়ন তৈরি করে। বেণুবাদলবাবু অবশ্য দিনহাটা কলেজের পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি মনোনীত করার ব্যাপারে নিজের বক্তব্য অনড়। তিনি বলেন, “পরিচালন সমিতির সদস্য মনোনীত করবেন দফতরের মন্ত্রী। এটাই রীতি। তৃণমূল তো বহু জায়গায় নির্বাচিত কমিটিই ভেঙে দিচ্ছে। কেবল দলতন্ত্রই করাই নয়, তৃণমূল গণতন্ত্রকে ধ্বংস করছে।” এ বার বিধানসভা নির্বাচনে দিনহাটায় তৃণমূল প্রার্থী দেয়নি। আসনটি এনসিপিকে ছাড়া হয়। তার জেরে ফরওয়ার্ড ব্লক অনায়াসে আসনটিতে জয়ী হয়। তার পরেই দিনহাটায় সিপিএমের কর্মী মহলে নানা জল্পনা চলছে। |