প্রয়াত গনি খান চৌধুরির ৮৫তম জন্মদিন পালনকে ঘিরে জেলা কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে এল। মঙ্গলবার গনি খান চৌধুরির জন্মদিন আলাদা আলাদা ভাবে পালন করল জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরির ও দলের বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরি অনুগামীরা। যদিও গনি খানের জন্মদিনে এদিন জেলায় গরহাজির ছিলেন জেলার দুই সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরি ও মৌসম বেনজির নূর। এদিন কংগ্রেস বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি তাঁর অনুগামীদের নিয়ে বৃন্দাবনী ময়দানে গনি খান চৌধুরি মূর্তিতে মালা দিয়ে জন্মদিন পালন করেন। সেই অনুষ্ঠানে গনি পরিবারে কোনও সদস্যকেই দেখা যায়নি। অন্যদিকে, জেলা কংগ্রেস পার্টি অফিস হায়াত ভবনে গনিখান চৌধুরির জন্মদিন পালন করলেন তাঁর ভাই তথা রাজ্যের মন্ত্রী আবু নাসের খান চৌধুরি ও মন্ত্রী সাবিনা ইয়াসমিন। জেলা কংগ্রেস পার্টি অফিসের অনুষ্ঠানে কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরি যাননি। কংগ্রেসের এই গোষ্ঠী কোন্দলের মাঝেই তৃণমূলের তরফে এদিন মহাধুমধাম করে গনি খানের জন্মদিন পালন করা হয়। দলের জেলা সভাপতি তথা রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র প্রায় হাজার খানেক মোটর সাইকেলে নিয়ে র্যালি করে দুপুর ১২টা নাগাদ কোতোয়ালির বাড়িতে হাজির হন। সেখানে তিনি গনি খান চৌধুরির মাজারে ফুল চড়িয়ে শ্রদ্ধা জানান। পরে মোটর সাইকেল র্যালি গোটা শহর পরিক্রমা করে। নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “বরকতদাই আমার আদর্শ। আগামী দিনে বরকতদার আদর্শ নিয়ে মালদহের উন্নয়ন করতে চাই। সেই কারণে যতদিন বাঁচব বরকতদার জন্মদিন পালন করব, শ্রদ্ধা জানাব।” দলের মধ্যে গোষ্ঠী কোন্দল এবং গনি খান চৌধুরির জন্মদিন নিয়ে তৃণমূলের এমন বাড়বাড়ন্তে ক্ষুব্ধ রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “যাঁরা বরকতদাকে ধরে নিজেদের কেরিয়ার গড়েছেন তাঁদের সময় নেই বরকতাদে শ্রদ্ধা জানানোর। অন্যদিকে কেউ কেউ বরকতদাকে দখল করতে চাইছে।” কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরি বলেন, “বৃন্দাবনী ময়দানে বরকতদার মূর্তি বসিয়েছি। সেই কারণে প্রতি বছর ওখানে গনি খান চৌধুরির জন্মদিন পালন করি। এবারও করেছি। পুরাতন মালদহে চলে যাওয়ার জন্য জেলা কংগ্রেস পার্টি অফিসে গনি খান চৌধুরির জন্মদিনে যেতে পারিনি।” দলের গোষ্ঠী কোন্দল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি গনি খানের ভাই তথা রাজ্যের মন্ত্রী আবু নাসের খান চৌধুরি। তিনি বলেন, “দাদার জন্মদিন দু’দিন ধরে পালন করা হবে। বুধবার ডালু কলকাতা থেকে আসছেন। কালও কোতোয়ালিতে দাদার সমাধিস্থলে সর্বধর্ম গ্রন্থপাঠ হবে। পাশাপাশি গনি খান চৌধুরির জীবন, আদর্শ, উন্নয়নের জীবন দর্শন, বহুমুখি উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা হবে।” |