জেলার সর্বত্র সংগঠনকে শক্তিশালী করতে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির কাজ শুরু করতে জলপাইগুড়ি জেলার ২৪টি সাংগঠনিক ব্লকে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করেছে জেলা কংগ্রেস। গত ১৫ অক্টোবর জলপাইগুড়িতে জেলা কংগ্রেস কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রদেশ কংগ্রেসের মুখপত্র ওমপ্রকাশ মিশ্র সহ অন্য প্রদেশ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বর্ধিত সভার সিদ্ধান্তে মঙ্গলবার জেলা কংগ্রেসের তরফে ২৪টি সাংগঠনিক ব্লকে একজন করে পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হয়েছে। জলপাইগুড়ি শহর ব্লকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন জেলা সভাপতি মোহন বসু। সদর-২ ব্লকে পিনাকী সেনগুপ্ত এবং সদর ১ নম্বরে তপন বন্দোপাধ্যায়কে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। আলিপুরদুয়ার শহর ব্লকের পর্যবেক্ষক করা হয়েছে সুভাষ সরকারকে। মালবাজার শহরে রাজা দে সরকার এবং ধূপগুড়ি শহরে প্রসেনজিত কুমার সাহাকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। কংগ্রেসের বিধায়ক জোসেফ মুন্ডাকে মালবাজার ব্লক, জেলা পরিষদের বিরোধী দলনেতা মোহন শর্মাকে মেটেলি এবং বাবলু মুখোপাধ্যায়কে নাগরাকাটা ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে। ময়নাগুড়ি ব্লকে অমিত ভট্টাচার্য, ধুপগুড়ি ব্লকে নির্মল ঘোষ দস্তিদারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। জেলা কংগ্রেস সুত্রে জানা গিয়েছে, পর্যবেক্ষকদের নাম প্রকাশের পরে সংশ্লিষ্ট নেতারা কাজের দায়িত্ব বুঝে নেবেন। নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের রিপোর্ট জেলা সভাপতিকে পাঠাতে হবে। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি মোহন বসু বলেন, “গত মাসে যে বর্ধিত সভা হয়েছিল, তাতে নেতা কর্মীদের অভাব অভিযোগ, ক্ষোভের কথা শোনা হয়েছে। সবার আগে যেটা করতে হবে তা হল জেলায় সংগঠনকে মজবুত করা। সে কারণেই প্রতিটি ব্লকে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির কাজও পর্যবেক্ষকরা শুরু করে দেবেন।” |