এক সিপিএম নেতাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইন্দাসের সিনেমাতলা এলাকায়। প্রহৃত ওই সিপিএম নেতার নাম সাগর বাগদি। তাঁর বাড়ি ইন্দাসের খোসবাগ গ্রামে। তিনি ইন্দাস ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান। মঙ্গলবার পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে। এ দিন সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সিপিএমের ইন্দাস জোনাল কমিটির আহ্বায়ক অসীম দাসের অভিযোগ, সোমবার সন্ধ্যায় সাগরবাবু বাড়ি থেকে সাইকেলে ইন্দাস যাচ্ছিলেন। ইন্দাসের সিনেমাতলা এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর উপরে হামলা চালায়। তাঁকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয়। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। অসীমবাবুর দাবি, “তৃণমূলের দুষ্কৃতীরা সাগরকে মারধর করেছে। পুলিশের কাছে সাগর অভিযোগ করলেও, সরাসরি তৃণমূলের ওই দুষ্কৃতীদের নাম উল্লেখ করেনি।” এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ইন্দাস ব্লকের সাধারণ সম্পাদক গৌতম বেরার দাবি, “ওই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। আমাদের দলের কেউ ওই ঘটনায় জড়িত নয় বলেই মনে করি।” তাঁর পাল্টা অভিযোগ, “রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের দলের কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করা এখন সিপিএমের অভ্যাস হয়ে গিয়েছে।”
|
মিড-ডে মিলের চাল পাচারে জড়িত থাকার অভিযোগে লরি চালককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি গ্রামে। ধৃত চালকের নাম রঞ্জিত কর্মকার। তিনি ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ওই লরি থেকে ২১ কুইন্টাল চাল উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা চাল ডিস্ট্রিবিউটর কমলেশ কুণ্ডুর বিরুদ্ধে চাল পাচারের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কমলেশবাবুর গুদাম থেকে চালের বস্তা ভর্তি একটি লরি বের হচ্ছিল। সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা লরিটিকে আটকায়। চাল পাচার করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে লরি-সহ চালককে থানায় নিয়ে যায়। মঙ্গলবার বাসিন্দারা কমলেশবাবু ও লরি চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরেই চালককে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে কমলেশবাবু বলেন, “ওই চাল মিড-ডে মিলের। কয়েকটি স্কুলে পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হচ্ছিল।” তাঁর দাবি, “বর্তমানে আমার ব্যবসা ভাল চলছে। সেই কারণে এলাকার কিছু মানুষের আক্রোশের শিকার হচ্ছি আমি। আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
|
বরাবাজার থানার সরষাবহাল গ্রামে সোমবার বিকেলে পুকুর পাড় থেকে এক সদ্যোজাত শিশুকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। সে দিন রাতেই জেলা শিশু কল্যাণ সমিতির আধিকারিকদের সহায়তায় সদ্যজাতটিকে পুরুলিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের শিশু বিভাগে সে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দিন দুয়েক আগে জন্মানো শিশুটি সুস্থই রয়েছে।
|
অযোধ্যা পাহাড়তলির ছোট্ট গ্রাম বড়গোড়ার বাসিন্দাদের সৌরশক্তির আলো ও রান্নার সরঞ্জাম দিতে চলেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ৫ নভেম্বর বাঘমুণ্ডি থানার বড়গোড়ায় ‘ফ্রিড’ (দ্য ফোর্স ফর রুরাল এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভলপমেন্ট) নামের ওই সংস্থা একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্থার পক্ষে সোমনাথ পাইন বলেন, “ওই গ্রামে বিদ্যুৎ নেই। প্রথমে প্রতিটি পরিবারকে সৌর-লণ্ঠন দেব। দেব সোলার-কুকার। ওয়েবরেডা সাহায্য করবে।” |