টুকরো খবর
জঙ্গলমহলে এখন রাতে ট্রেন নয়
জঙ্গলমহল ও অন্য মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে এখনই রাতে ট্রেন চালানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্র। রাজ্যগুলিও আপাতত রেলকে তেমন কোনও অনুরোধ করছে না। গত বছর জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ভয়াবহ নাশকতার পর থেকেই জঙ্গলমহল-সহ ওড়িশা, ঝাড়খণ্ডের মাওবাদী উপদ্রুত এলাকায় রাতে ট্রেন চলাচল বন্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিংহ ও রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল আজ এ নিয়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড পুলিশের ডিজি-দের সঙ্গে বৈঠকে বসেন। তবে এখনই রাতে ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ঠিক হয়েছে, পরিস্থিতি পর্যালোচনায় দু’মাস পরে ফের বৈঠকে বসা হবে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মতো যাত্রীবাহী ট্রেনে নাশকতা চালানোর পরে এখন মাওবাদীরা কয়লা ও লোহা বোঝাই মালগাড়িগুলিতে হামলা চালাচ্ছে। এ বছর ১৫ অক্টোবর পর্যন্ত ১৫ বার রেলে হামলা চালিয়েছে মাওবাদীরা। তাই আপাতত রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে স্টেশন, রেললাইন ও গুদামের নিরাপত্তায় বাড়তি আরপিএফ মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বসবে সিসিটিভি-ক্যামেরা। আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় রেলের নিরাপত্তার জন্য পুলিশের এক জন দায়িত্বপ্রাপ্ত অফিসারও থাকবেন।

১৪৪ ধারা জারির পরে শুরু কাজ
অশান্তির জেরে টানা ছ’দিন বন্ধ ছিল প্রকল্পের কাজ। অবশেষে প্রশাসন ১৪৪ ধারা জারি করার পরে মঙ্গলবার সকাল থেকে শুরু হল সুতাহাটা থানার নটপটিয়া গ্রামে সিইএসসি-র প্রকল্পের কাজ। ‘ক্ষতিগ্রস্ত চাষি কমিটি’র টানা আন্দোলনের জেরে গত ২৫ অক্টোবর থেকে এই প্রকল্পের কাজ থমকে ছিল। সোমবার রাতে প্রকল্প এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তারপরেই এ দিন সকালে কাজে আসেন শ্রমিকেরা। যদিও উত্তেজনা পারদ নামেনি। ক্ষতিগ্রস্ত চাষি কমিটির অভিযোগ, “প্রকল্প এলাকার জন্য আড়াই একর জমি অধিগৃহীত হয়েছিল। কিন্তু প্রশাসনের সঙ্গে সিইএসসি হাত মিলিয়ে অধিগৃহীত জমির বাইরে অতিরিক্ত দেড় একর জায়গায় কাজ করছে। যার মূল্য মেলেনি।” চাষি কমিটির সভাপতি সুশীল দাসের দাবি, ‘‘আমরা জমির খাজনা দিয়েছি এত দিন ধরে। আমাদের তথ্য ভুল হতে পারে না। প্রশাসন সঠিক পরিমাপ করছে না। নায্য মূল্য না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁধ নির্মাণের জন্য ১৯৭৪ সালে এই এলাকার ২.১১ একর জমি অধিগ্রহণ করেছিল সেচ দফতর। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে সেই জমি-সহ আরও কিছু জমি মিলে মোট ৩.৪২ একর জমি অধিগ্রহণ করা হয়। অতিরিক্ত জেলাশাসক সুমন হাওলাদারের দাবি, “অধিগৃহীত জমিতেই সিইএসসি কাজ করছে। পরিমাপে কোনও ভুল নেই।”

কংগ্রেসের নালিশ
তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার রামনগর-২ ব্লক উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দিল কংগ্রেস। রামনগর-২ ব্লকে জাতীয় গ্রামীণ সুনিশ্চিত কর্মসংস্থান প্রকল্পে পুরাতন পুকুর সংস্কার ও খননের নামে চূড়ান্ত দুর্নীতি চলছে বলে অভিযোগ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের। সজলধারা প্রকল্প, রাস্তাঘাট সংস্কার, রেশন কার্ড বিতরণ নিয়েও অভিযোগ জানানো হয়েছে। ডেপুটেশনে নেতৃত্ব দেন প্রলয় ওঝা, অশোক দাস, সঞ্জয় বর, চন্দন দাস প্রমুখ। বিডিও সুকান্ত সাহা দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।

জ্ঞানেশ্বরীর বিচার শুরু ২২ নভেম্বর
জ্ঞানেশ্বরী-নাশকতা মামলার বিচারের জন্য এজলাস চূড়ান্ত হল। বিচার-পর্ব চলবে মেদিনীপুরের অতিরিক্ত জেলা দায়রা বিচারক মধুমতি মিত্র-র এজলাসে। মঙ্গলবার এই নির্দেশ দেন পশ্চিম মেদিনীপুরের জেলা দায়রা বিচারক মির দারাশেখো। জ্ঞানেশ্বরী মামলায় মোট ২৩ জনের নামে চার্জশিট দিয়েছে সিবিআই। তাঁদের মধ্যে ২০ জন গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে একমাত্র বিমল মাহাতো জামিনে মুক্ত রয়েছেন। বাকি ১৯ জনই জেলে বন্দি। বিমল ও বন্দি ১৯ জনকে আগামী ২২ নভেম্বর অতিরিক্ত জেলা দায়রা বিচারকের এজলাসে হাজির করা হবে। জয়দেব মাহাতো, জয়ন্ত ভক্তা ও বচন মান্না নামে ৩ অভিযুক্ত এখনও ‘ফেরার’। ২০১০-এর ২৭ মে ঝাড়গ্রামের সরডিহায় রেললাইনে নাশকতার ঘটনায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ১৪৮ জন যাত্রী মারা যান। আহত হয়েছিলেন শতাধিক।

বকেয়ার দাবিতে স্মারকলিপি
বেতনের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেন কর্মচারীরা। মঙ্গলবার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাসের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপিও দেওয়া হয়। অক্টোবর মাসের বেতন ওই মাসেরই ২৫ তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা। কিন্তু, এই সময়ের মধ্যে ব্লক অফিসের কর্মচারীরা বেতন পাননি বলেই অভিযোগ। অবিলম্বে বেতন দেওয়ার দাবিতেই এ দিন প্রশাসনের দ্বারস্থ হয়ে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (পশ্চিমবঙ্গ)। সংগঠনের জেলা সম্পাদক সুব্রত সরকার বলেন, “জঙ্গলমহলের সরকারি কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অথচ, প্রশাসন নূন্যতম সুযোগ- সুবিধা থেকে এঁদের বঞ্চিত করছে। কেন সময়ের মধ্যে বেতন হল না, তার তদন্ত করা উচিত।” প্রশাসন জানিয়েছে, কর্মী সংকটের জেরেই এই পরিস্থিতি। ইতিমধ্যেই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বধূ হত্যার নালিশ, গ্রেফতার শ্বশুর
বধূ হত্যার অভিযোগ উঠল সবংয়ে। মৃতার নাম আলপনা সামন্ত মণ্ডল (২২)। মঙ্গলবার সকালে সবংয়ের বনাই গ্রামের বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আলপনার শ্বশুর অনন্ত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে খবর আসে, আলপনা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। পরে আলপনার বাপের বাড়ির লোক ওই বধূকে পুড়িয়ে মারার অভিযোগ জানান। শ্বশুর অনন্ত ছাড়াও শাশুড়ি কল্পনা ও স্বামী পিন্টুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

চ্যাম্পিয়ন ‘নাইন স্টার’
ট্রফি হাতে নাইন স্টারের সদস্যেরা। —নিজস্ব চিত্র।
পটাশপুরের বিশ্বনাথপুর কিশোর ক্লাব পরিচালিত গোবিন্দ-সাবিত্রী-রাজলক্ষ্মী স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নেকুড়শুনি নিউ হলদিয়া নাইন স্টার ক্লাব। তারা ১-০ গোলে হারাল ভিষিণ্ডিপুর ত্রিমুখী যুবগোষ্ঠীকে। ম্যাচের সেরা হন নাইন স্টারেরই সুকুমার হেমব্রম। টুর্নামেন্টের সেরাও ওই দলেরই শুভকান্ত শীট। এ দিনই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে এক ফুটবল প্রতিযোগিতায় এসেছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। স্থানীয় খাকুড়দা রিক্রিয়েশন ক্লাব ও ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। খেলছে ৮টি দল। সোমবার ফাইনাল।

পুলিশ সুশান্তের আয়কর রিটার্নে গরমিল পায়নি
হিসেব-বহির্ভূত সম্পত্তির মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী, তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের আয়কর রিটার্নে গরমিল খুঁজে পেল না কলকাতা পুলিশ। মঙ্গলবার লালবাজার-সূত্রে এই তথ্য জানা গিয়েছে। সুশান্তবাবুর আলিপুরের সরকারি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ পাঁচ লক্ষ টাকা পাওয়ার পরে পুলিশ মামলাটি দায়ের করেছিল। সুশান্তবাবুর ব্যাখ্যা ছিল, তিনি ওই টাকা ঋণ নিয়েছিলেন। তদন্তেও তা-ই জানা গিয়েছে। পুলিশের বক্তব্য: আয়কর দফতর জানিয়েছে, সুশান্তবাবুর পাঁচ বছরের ঘোষিত আয় ৩ লক্ষ ৩৭ হাজার টাকা। তিনি নির্বাচন দফতরে দেওয়া হলফনামায় এই তথ্যই দিয়েছেন। বিধায়ক হিসেবে সুশান্তবাবুর রোজগার কত ছিল জানতে চেয়ে বিধানসভার সচিবকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। অন্য দিকে এ দিন মেদিনীপুরে ছিল কঙ্কাল-কাণ্ডে ধৃত সিপিএম কর্মী মদন সাঁতরা ও বৈদ্যনাথ সাঁতরার শুনানি। মদনবাবু ও বৈদ্যনাথবাবুকে রাজসাক্ষী করতে চেয়ে মেদিনীপুর সিজেএম আদালতে আগেই আবেদন করেছিল সিআইডি। সরকারপক্ষের আইনজীবী অর্ধেন্দু সাহা ভারপ্রাপ্ত সিজেএম অমিতাভ দাসের কাছে আরও সময় চান। বিচারক তা মঞ্জুর করে ১১ নভেম্বর ফের শুনানির দিন ধার্য করেছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.