|
|
|
|
মণিপুরে কুকিদের অবরোধ উঠলেও নাগারা অনড় |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অবশেষে মণিপুরের সড়ক ও অর্থনৈতিক অবরোধ উঠে গেল। গত কাল রাতে প্রশাসনের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর, মাঝরাত থেকে সদর হিল পৃথক জেলা দাবি কমিটি তাদের ৯২ দিন ব্যাপী অবরোধ তুলে নিতে রাজি হয়। অবরোধ বিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামী কাল মণিপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তার আগেই সদর হিল দাবি কমিটিকে বুঝিয়ে-সুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হওয়ায় মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন।
অবশ্য কুকিরা অবরোধ তুললেও ইউনাইটেড নাগা কাউন্সিল তাদের অবরোধ চালিয়ে যাবে বলে জানিয়েছে। সদর হিল গড়ার বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়ে নাগারা গত ২১ অগস্ট থেকে বন্ধ-বিক্ষোভ-অবরোধ চালাচ্ছে।
সদর হিলের দাবিতে কুকিদের অবরোধ ও সদর হিল গড়ার বিরুদ্ধে নাগাদের পাল্টা-অবরোধে গত তিন মাসে অন্তত ৫০টি ট্রাক পুড়েছে। জখমের সংখ্যা শতাধিক। বন্ধ রয়েছে ১১৭টি স্কুল। পেট্রোলের দাম পৌঁছেছে লিটারে একশ থেকে দেড়শো টাকা। রান্নার গ্যাস সিলিন্ডার পিছু দু’হাজার টাকায় বিকোচ্ছে। গাড়ির অভাবে পুলিশ-প্রশাসনের বড়কর্তা, শিক্ষক, আমলা, আইনজীবী----সকলকেই সাইকেলে অফিস যাতায়াত করতে হয়েছে। সরকারি সূত্রে খবর, গত কাল সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় রাজ্য সরকার ও দাবি কমিটির মধ্যে বৈঠক হয়। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ, ডেপুটি স্পিকার থংনাম লোকেশ্বর, শ্রমমন্ত্রী কে রঞ্জিৎ, মুখ্যসচিব ডি এস পুনিয়া ও মুখ্যমন্ত্রীর সচিব সুমন্ত সিংহ বৈঠকে হাজির ছিলেন। জেলা পুনর্গঠন কমিটির রিপোর্ট পাওয়ার পরে রাজ্য সরকার সদর হিলকে পূর্ণ জেলার মর্যাদা দিতে রাজি হওয়ায়, রাত ১২টা থেকে অবরোধ তুলে নেয় কমিটি। এর আগে সদর হিল গঠন প্রসঙ্গে রাজ্য সরকার ও দাবি কমিটির মধ্যে একটি চুক্তি সই হয়। দাবি কমিটির তরফে সভাপতি গামখোহাও হাওকিপ, সাধারণ সম্পাদক টংঘেন কিপজেন এবং সরকারের তরফে মুখ্যসচিব ডি এস পুনিয়া ও মুখ্যমন্ত্রীর সচিব সুমন্ত সিংহ চুক্তিতে সই করেন। বর্তমান সদর হিলে যে ক’টি মহকুমা রয়েছে, তা ভেঙে চারটি অতিরিক্ত মহকুমা গড়ার ব্যাপারেও সম্মত হয়েছে রাজ্য সরকার। |
|
|
|
|
|