টুকরো খবর |
পাথর শিল্পাঞ্চল নিয়ে বামপন্থীদের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
জেলার পাথরশিল্পাঞ্চল এলাকায় আদিবাসী গাঁওতা ‘জনস্বার্থ বিরোধী’ আন্দোলন করছে। প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল সিপিআই প্রভাবিত বামপন্থী ট্রেড ইউনিয়ন এআইটিইউসি। মঙ্গলবার তারা এই দাবি-সহ ১২ দফা দাবিতে রামপুরহাট থানার কাষ্ঠগড়া পঞ্চায়েত সংলগ্ন কাষ্ঠগড়া-বটতলা মোড়ে মল্লারপুর-শালবাদরা রাস্তা ২ ঘণ্টা অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ যায়। প্রশাসনের তরফে আশ্বাস পাওয়ার পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। সংগঠনের জেলা সম্পাদক বুদ্ধেশ্বর বাউরি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সংগঠনের জেলা সহ-সম্পাদক হেমন্ত দত্ত বলেন, “জেলার পাথরশিল্পাঞ্চলগুলিতে আদিবাসী গাঁওতা যে ভাবে আন্দোলন করছে তাতে শ্রমিকেরা যথন তখন কাজ হারিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন। এর ফলে দিন আনা দিন খাওয়া শ্রমিকেরা দুশ্চিন্তায় পড়েছেন। এ ব্যাপারে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।” তাঁর আরও দাবি, “রামপুরহাট, পাঁচামি, শালবাদরা-সহ জেলার সমস্ত পাথর শিল্পাঞ্চলের সঙ্গে যুক্ত শ্রমিক ও অন্য অনুসারি শিল্প এবং ব্যবসায় নিযুক্ত শ্রমিক, ব্যবসায়ীদের জীবিকার ব্যাপারে সুনিশ্চিত করতে হবে সরকারকে। চাঁদার নামে জুলুমবাজি করে ‘চরকা’ প্রথায় ক্রাশার ও খাদান বন্ধ করা চলবে না।” এ ছাড়া, এ দিন কৃষক সংগঠনের পক্ষে ফসলের লাভজনক দর পেতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
|
সার নিয়ে আন্দোলন
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট বোলপুর |
সারের কালোবাজারি বন্ধ করা-সহ নানা দাবিতে জেলা জুড়ে আন্দোলন করল এসইউসি ও তাদের কৃষক সংগঠন জেলা কৃষক সংগ্রাম কমিটি। মঙ্গলবার রামপুরহাট শহরের মাড়গ্রাম মোড়ে ঘণ্টাখানেকের জন্য পানাগড়-মোড়গ্রাম জাতীয় সড়ক অবরোধ করেন এসইউসির রামপুরহাট লোকাল কমিটি। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে অবরোধ তুলে দেয়। দলের জেলা সম্পাদক মদন ঘটক বলেন, “রামপুরহাট, বোলপুর, সিউড়ি মহকুমার জায়গায় জায়গায় পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।” |
|
ব্লক অফিসে বিক্ষোভ। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
অন্য দিকে, এ দিন ওই দাবিগুলির পাশাপাশি বিপিএল কার্ড বিলি, রাজীব গাঁধী বিদ্যুদয়ন প্রকল্পের আওতায় থাকা সব গ্রাহকে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সহ ১০ দফা দাবিতে বোলপুর শহর ও ব্লক কংগ্রেস এবং ইলামবাজার ব্লক কংগ্রেস ১৫ দফা দাবিতে বিডিও-র কাছে স্মারকলিপি দেয়। দুই ব্লকের বিডিও তাদের দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। নলহাটি ১ ও ২ ব্লক, রামপুরহাট ১ ব্লকেও কংগ্রেস আন্দোলন করে।
|
বামফ্রন্টের স্মারকলিপি
নিজস্ব সবাদদাতা • রামপুরহাট |
তৃণমূল পরিচালিত নলহাটি পুরসভায় কংগ্রেস ‘জনস্বার্থ বিরোধী’ কাজ করছে। এই অভিযোগ-সহ ১৪ দফা দাবিতে মঙ্গলবার পুরসভায় স্মারকলিপি দিল বামফ্রন্ট নেতৃত্ব। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায়, সিপিএমের নলহাটি জোনাল সম্পাদক সনৎ প্রামানিক-সহ আরও অনেকে। তাঁদের দাবি, “২৮ লক্ষ টাকার পাইপ চুরির ঘটনায় সুনির্দিষ্ট তথ্য ও চুরি যাওয়া পাইপ উদ্ধারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে জনগণকে জানাতে হবে। এ ছাড়া, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে পূর্ত ও সমস্ত রকম কাজের দরপত্র দৈনিক কাগজে বিজ্ঞাপন দিতে হবে।” পুরপ্রধান বিপ্লব ওঝা বলেন, “তাঁদের দাবির ব্যাপারে পুরসভা যথেষ্ট সহানুভুতিশীল। পাইপ চুরির বিষয়টি খুব শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা হবে।”
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
পর পর দু’টি লরিকে ধাক্কা মেরে জখম হলেন একটি লরি চালক। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকায়, হেতমপুর বাসস্ট্যান্ডের কাছে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি কার্বন বোঝাই লরি গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাওয়ার সময়ে হেতমপুর বাসস্ট্যান্ডের আগে এবং রাস্তার ধারে হোটেলে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিকে ধাক্কা মারে। জখম অবস্থায় ওই কার্বন বোঝাই লরির চালককে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
কর্মসংস্থানের দাবি
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বিদ্যালয়স্তর ও পঞ্চায়েত ব্যবস্থায় সাংস্কৃতিক শিল্পীদের কর্মসংস্থানের দাবি জানাল বিশ্বভারতী সঙ্গীত ভবন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছে দাবিপত্রটি দেওয়া হয়। সঙ্গীত ভবনের অধ্যক্ষা ইন্দ্রাণী মুখোপাধ্যায় বলেন, “শুধু বিশ্বভারতী বা রবীন্দ্রভারতী নয়, যে কোনও প্রতিষ্ঠানের কৃতী সাংস্কৃতিক শিল্পীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া দরকার।” চন্দ্রনাথবাবুর আশ্বাস, “বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে।”
|
শিক্ষকদের আবেদন
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
সমান যোগ্যতার শিক্ষকদের বেতন বৈষম্য রয়েছে বলে অভিযোগ তুলে তা বিবেচনা করার দাবি জানাল বিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের একাংশ। তাঁরা শিক্ষামন্ত্রী ও বোলপুরের বিধায়ক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে লিখিতভাবে অনুরোধ করেন। তাঁদের অভিযোগ, তাঁদের দু’টি ‘ইনক্রিমেন্ট’ হয়নি। পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। |
|