• কল্যাণী বন্দ্যোপাধ্যায় (খুকু দিদিমনি) স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতা হয়েছে কাশীপুর থানার মনিহারা গ্রামে। মনিহারা হাইস্কুলের মাঠে ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের মোট ১৬টি দল। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল হয় রবিবার। বাঁকুড়ার চৌঘড়া আদিবাসী ক্লাব ২-০ গেলে কাশীপুরের রাঙ্গুনী নীলকণ্ঠ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই প্রতিযোগিতার আয়োজক প্রয়াত শিক্ষিকার স্বামী ফণিভূষণ বন্দ্যোপাধ্যায়।
• ৩১ অক্টোবর কেন্দাতে ইন্দিরা গাঁধী স্মৃতি শিল্ড ও গোপীনাথ রানার্স শিল্ড ফুটবল প্রতিযোগিতা হয়েছে। আয়োজক কমিটির সভাপতি নিত্যানন্দ পাল জানান, ২৭ বছরে পড়ল এই প্রতিযোগিতা। ২৪ সেপ্টেম্বর থেকে লিগ পর্যায়ের খেলায় ৩৮ দল যোগ দিয়েছিল। সোমবার চূড়ান্ত খেলায় টুক্যা ফুটবল দল মেটালা আজাদ হিন্দ ক্লাবকে ২-০ গোলে হারায়।
• সম্প্রতি বরাবাজারের সারগো বিবেকানন্দ ক্লাব আয়োজিত এক দিনের ফুটবল প্রতিযোগিতা হয়েছে। ১৬টি দল যোগ দিয়েছিল। চূড়ান্ত খেলায় টাইব্রেকারে তুইমা আদিবাসী ক্লাব সিন্দরির পিপিএমপি ক্লাবকে ৪-৩ গোলে হারায়। এই প্রতিযোগিতা এ বার ৩ বছরে পড়ল।
• প্রয়াত মন্ত্রী সীতারাম মাহাতোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সারাদিন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। বোরো থানার বারি হাইস্কুল মাঠে ক্রিকেট প্রতিযোগিতার ১২ ওভারে নুনা চাতরা ক্রিকেট টিম ৭ উইকেটে ৯০ রান করে। চৌকান ক্রিকেট দল ৯ উইকেট হারিয়ে ৭৬ রান তোলে। এ ছাড়া, প্রদর্শনী ফুটবল ম্যাচে বসন্তপুর আদিবাসী ক্লাব বামনি দলকে পরাজিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতো, প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি নীলকমল মাহাতো প্রমুখ।
• বীরভূমের তারাপীঠ মিলনসঙ্ঘ পরিচালিত জয়তারা উইনার্স এবং জয়বাম রানার্স নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ঝাড়খণ্ডের লোহারদাগা ফুটবল অ্যাকাডেমিকে ৬-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল বর্ধমানের পরাসিয়া আদিবাসী ডায়মন্ড ক্লাব। ৩১ অক্টোবর খেলাটি হয়েছে। কাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গতবারের বিজয়ী বর্ধমানের ইয়ং স্টার ক্লাব ও কাটোয়া কলটেক। ১৪ নভেম্বর ফাইনাল খেলা। |