খেলার টুকরো খবর
জয়ী বোলপুর
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ পরিচালিত ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল বোলপুর টাউন ক্লাব। ২৯ অক্টোবর ফাইালে তারা সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ২-১ গোলে হারায়। ম্যাচের সেরা নির্বাচিত হন বোলুপুরের রবীন্দ্রনাথ টুডু। সাঁইথিয়ার ইন্দ্রজিৎ বাউরি টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। মহম্মদবাজারের স্থানীয় শান্তি সঙ্ঘের মাঠে ৮ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। যোগদানকারি দলগুলি হলবোলপুর টাউন ক্লাব, রামপুরহাটকোচং সেন্টার, পুরন্দরপুর কেশরী সঙ্ঘ, দুমকা সারদা সংস্থা, আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন, চাপাডঙা আদিবাসী ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রামচন্দ্র ডোম, জেলা পরিষদ সদস্য সুশীল ধাঙর, আধিবাসী অধিকার মঞ্চের সম্পাদক বলাই বেসরা, সিউড়ি মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক রাইহান ইকবাল প্রমুখ।

নকআউট ফুটবল
ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব আয়োজিত মকর্দ্দম হোসেন স্মৃতি স্বর্ণ ও রৌপ্য পদক নকআউট ফুটবল প্রতিযোগতার ফাইনালে উঠল হুমায়ুন কবীর পরিচালিত মালদহ জনি এন্টার প্রাইজ। ৩০ অক্টোবর তারা প্রথম সেমিফাইনালে বীরভূমের মল্লারপুর নঈশুভ একাদশকে ২-১ গোলে পরাজিত করে। ২৬ অক্টোবর আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে ৩-১ গোলে পরাজিত করে দ্বিতীয় সেমিফাইনালে উঠেছে পারুলিয়া তরুণ সঙ্ঘ। ৬ নভেম্বর তারা মুখোমুখি হবে মুর্শিদাবাদের পাঁচথুপি মা শ্মশানকালী ক্লাবের। ২৭ নভেম্বর ফাইনাল খেলা হবে।

খরুণে ফাইনাল
খরুণ স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত শান্তিনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজয়ী এবং বসন্ত কর্মকার স্মৃতি বিজিত ৮ দলের নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। ৮ অক্টোবর প্রথম সেমিফাইনালে আয়াস নেতাজি বয়েজ ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আমোদপুর। অন্য দিকে, ৩-১ গোলে দ্বিতীয় সেমিফাইনালে রামপুরহাট কোচিং সেন্টারকে হারায় সাঁইথিয়া। ১৭ অক্টোবর এই খেলা হয়। তবে ফাইনালের দিন এখনও নির্ধারিত হয়নি।

জিতল সাঁইথিয়া
৩১ অক্টোবর থেকে স্থানীয় স্কুল মাঠে শুরু হয়েছে আমোদপুর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত নক আউট ফুটবল প্রতিযোগিতা। প্রথম দিনের খেলায় দুবরাজপুর ফুটবল অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার মুখোমুখি হয়েছে পুরন্দরপুর ইভেন গাঁওতা ও বোলপুর বয়েজ ক্লাব। আজ বুধবার সিউড়ি হাটজন বাজার ও গুসকরা স্পোর্টিং ক্লাব খেলবে। এ ছাড়া, যোগদানকারী অন্য দু’টি দল হল রামপুরহাট কোচিং সেন্টার ও নগরী সবুজ সঙ্ঘ। ৬ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা।

সংক্ষেপে

• মাড়গ্রাম থানার দুনিগ্রামে সোমবার দুপুরে একটি খেলার মাঠের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অসিত মাল। এলাকার মানুষের দান করা জায়গা ও সহযোগিতায় বিধায়ক এলাকা উন্নয়ন খাতে ওই মাঠ নির্মাণ করা হয়। স্থানীয় দুনিগ্রাম জনকল্যাণ সমিতির পরিচালনায় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা হয় সোমবার। মিঞাপাড়া টাইব্রেকারে কোড়াপাড়া ফুটবল ক্লাবকে পরাজিত করে।

• পাত্রসায়রের হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব পরিচালিত ‘স্পিড ট্রাস্ট চ্যালেঞ্জ ট্রফি-২০১১’ নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল কলকাতা স্পোটিং। রবিবার হাটকৃষ্ণনগর ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে কলকাতা স্পোটিং টাইব্রেকারে ৪-২ গোলে হুগলির তারকেশ্বর ফুটবল অ্যাকাডেমিকে হারায়। ফাইনালে কলকাতা স্পোটিং ফাইনালে খেলবে বেলঘরিয়া এসি ক্লাবের সঙ্গে।

• পাত্রসায়রের জামশোলা ইভনিং স্টার ক্লাব পরিচালিত গ্লোকাল চ্যালেঞ্জর্স ট্রফির ফাইনালে উঠল বালসি বিবেকানন্দ সঙ্ঘ। শনিবার জামশোলা ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বালসি টাইব্রেকারে সোনামুখীর শিবেরবাঁধ আদিবাসী ক্লাবকে হারায়। আগামী ১৩ নভেম্বর ফাইনালে বালসি বিবেকানন্দ সঙ্ঘ মুখোমুখি হবে চন্দনকেয়ারি আদিবাসী ক্লাবের।

কাশীপুরে ফুটবল। নিজস্ব চিত্র।
• কল্যাণী বন্দ্যোপাধ্যায় (খুকু দিদিমনি) স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতা হয়েছে কাশীপুর থানার মনিহারা গ্রামে। মনিহারা হাইস্কুলের মাঠে ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের মোট ১৬টি দল। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল হয় রবিবার। বাঁকুড়ার চৌঘড়া আদিবাসী ক্লাব ২-০ গেলে কাশীপুরের রাঙ্গুনী নীলকণ্ঠ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই প্রতিযোগিতার আয়োজক প্রয়াত শিক্ষিকার স্বামী ফণিভূষণ বন্দ্যোপাধ্যায়।

• ৩১ অক্টোবর কেন্দাতে ইন্দিরা গাঁধী স্মৃতি শিল্ড ও গোপীনাথ রানার্স শিল্ড ফুটবল প্রতিযোগিতা হয়েছে। আয়োজক কমিটির সভাপতি নিত্যানন্দ পাল জানান, ২৭ বছরে পড়ল এই প্রতিযোগিতা। ২৪ সেপ্টেম্বর থেকে লিগ পর্যায়ের খেলায় ৩৮ দল যোগ দিয়েছিল। সোমবার চূড়ান্ত খেলায় টুক্যা ফুটবল দল মেটালা আজাদ হিন্দ ক্লাবকে ২-০ গোলে হারায়।

• সম্প্রতি বরাবাজারের সারগো বিবেকানন্দ ক্লাব আয়োজিত এক দিনের ফুটবল প্রতিযোগিতা হয়েছে। ১৬টি দল যোগ দিয়েছিল। চূড়ান্ত খেলায় টাইব্রেকারে তুইমা আদিবাসী ক্লাব সিন্দরির পিপিএমপি ক্লাবকে ৪-৩ গোলে হারায়। এই প্রতিযোগিতা এ বার ৩ বছরে পড়ল।

• প্রয়াত মন্ত্রী সীতারাম মাহাতোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সারাদিন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। বোরো থানার বারি হাইস্কুল মাঠে ক্রিকেট প্রতিযোগিতার ১২ ওভারে নুনা চাতরা ক্রিকেট টিম ৭ উইকেটে ৯০ রান করে। চৌকান ক্রিকেট দল ৯ উইকেট হারিয়ে ৭৬ রান তোলে। এ ছাড়া, প্রদর্শনী ফুটবল ম্যাচে বসন্তপুর আদিবাসী ক্লাব বামনি দলকে পরাজিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতো, প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি নীলকমল মাহাতো প্রমুখ।

• বীরভূমের তারাপীঠ মিলনসঙ্ঘ পরিচালিত জয়তারা উইনার্স এবং জয়বাম রানার্স নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ঝাড়খণ্ডের লোহারদাগা ফুটবল অ্যাকাডেমিকে ৬-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল বর্ধমানের পরাসিয়া আদিবাসী ডায়মন্ড ক্লাব। ৩১ অক্টোবর খেলাটি হয়েছে। কাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গতবারের বিজয়ী বর্ধমানের ইয়ং স্টার ক্লাব ও কাটোয়া কলটেক। ১৪ নভেম্বর ফাইনাল খেলা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.