রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একই সুরে তোপ দাগছে সিপিএম এবং বিজেপি।
সিপিএমের রাজ্য সম্পাদক তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শনিবার আলিমুদ্দিনে প্রশ্নের জবাবে বলেন, “বি সি রায় শিশু হাসপাতাল ছাড়াও জেলায় শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। রাজ্য সরকার তাদের দায়িত্ব পালন করছে না।” এ দিনই বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ এক প্রেস বিবৃতিতে বলেন, ‘একের পর এক শিশুমৃত্যুর ঘটনা স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।...মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের হাতে রাখা স্বাস্থ্য দফতর আগেও যা ছিল, এখনও তা-ই আছে।” তবে সিপিএমের সঙ্গে নিজেদের ‘পার্থক্য’ দেখাতে রাহুল ওই বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থা বাম জমানাতেও ‘বেহাল’ ছিল। এখনও তার ‘পরিবর্তন’ হয়নি। রাজ্যে শিশুমৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ, রবিবার কলকাতায় বিক্ষোভ মিছিল করবে বিজেপি-র যুব এবং মহিলা মোর্চা। বিজেপি সাংসদ অভিনেত্রী স্মৃতি ইরানির নেতৃত্বে এক প্রতিনিধি দল আগামিকাল, সোমবার বি সি রায় শিশু হাসপাতালে যাবে।
প্রসঙ্গত, কলকাতার বি সি রায় শিশু হাসপাতালে চার দিনে ১৭ জন এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এক দিনে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাভাবিক ভাবেই বিষয়টিকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতার সরকারের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছে সিপিএম এবং বিজেপি। যদিও সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের আমলেও রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসায় গাফিলতির জন্য শিশুমৃত্যুর বহু অভিযোগ আছে। তৎকালীন বিরোধী দল তৃণমূলও সিপিএমের বিরুদ্ধে ওই ঘটনাগুলিকে হাতিয়ার করত।
এ দিন বিমানবাবু আরও বলেন, “রাজ্য সরকারকে শিশুমৃত্যুর বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে। বাড়িতে থাকা শিশুর মৃত্যু আর চিকিৎসা না হওয়ায় হাসপাতালে শিশুমৃত্যু এক নয়। হাসপাতাল থেকে অন্যত্র স্ক্যান করাতে নিয়ে যাওয়ার পথেও শিশু মারা যচ্ছে। এই বিষয়টি রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। কারণ দায়িত্ব তাদের।” |