|
|
|
|
চোরের তরোয়ালে জখম ৪ গ্রামবাসী |
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
জলের পাম্প চুরি করেছে, এই সন্দেহে ‘চোর’ ধরতে গিয়ে তরোয়ালের কোপে জখম হলেন চার জন। শনিবার সকালে ঘটনাটি ঘটে হাবরার কামারথুবা এলাকায়। চুরি ও মারধরের অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারথুবার বাসু কুণ্ডুর বাড়ি থেকে শুক্রবার রাতে জলের পাম্প চুরি যায়। শনিবার সকালে বিষয়টি বাসুবাবুর পরিবারের লোকজনের নজরে আসে। চুরির কথা গ্রামে চাউর হয়ে যায়। প্রসঙ্গত, সম্প্রতি ওই এলাকায় পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটায় গ্রামবাসীরা ক্ষিপ্ত ছিলেন। তাঁরা এ দিন ঘটনার কথা শোনার পরে গ্রামে ‘চোর’ ধরতে বেরিয়ে পড়েন। গ্রামবাসীদের দাবি, সন্তু পাল নামে এক যুবকের কাছ থেকে তাঁরা জানতে পারেন, আগের রাতে বাসুবাবুর বাড়ির কাছে রাজু চৌধুরী নামে এক যুবক ও তাঁর দলবল মদ খেয়ে পাম্প চুরি করে। সন্তু রাজুর আর এক শাগরেদ।
এ কথা জানার পরেই বাসুবাবুর ভাই তপেশবাবু এবং তাঁদের এক আত্মীয় সুশান্ত কুণ্ডু রাজুকে বাড়ি থেকে ডাকতে যান। সেখানে তখন প্রায় দেড়শো মানুষ জড়ো হয়ে যান। অভিযোগ, ভয় পেয়ে রাজু এলোপাথাড়ি তরোয়াল চালাতে শুরু করে। তপেশবাবুর পায়ে, পেটে এবং সুশান্তবাবুর হাতে তরোয়ালের কোপ পড়ে। রাজুকে ঠেকাতে গিয়ে দুই গ্রামবাসীও জখম হন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। ঘটনায় জড়িত অভিযোগে কমল সিকদার এবং সন্তু পাল নামে দু’জনকে গ্রামবাসীরা আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাদের গ্রেফতার করে। আহতদের হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তপেশবাবুর শরীরে ২৬টি সেলাই পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। সুশান্তবাবুর হাতে ৮টি সেলাই পড়ে। পুলিশ জানায়, বাসুবাবু চুরি ও মারধরের নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। বাকি অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। |
|
|
|
|
|