এক ঝলকে...
পৃথিবী

লুক্সেমবার্গ সিটি লন্ডন আআআ ইসলামাবাদ ব্যাঙ্কক
• বেকায়দায় পড়লে গরিব মানুষ বড়লোকের কাছে হাত পাতবেই তো। কাজেই দেনার দায়ে জর্জরিত ইউরোপ ‘বড়লোক’ চিনের কাছে হাত পেতেছে! ত্রাণ-প্রকল্পের কর্ণধার ক্লাউস রেগলিং বেজিং-এর কাছে ধার চেয়েছেন। বেজিং থেকে এখন ৭০,০০০ কোটি ইউরো পাওয়া যেতে পারে, পরে নাকি তা বেড়ে ১,০০,০০০ কোটি ইউরোও হতে পারে। তবে, চাওয়া আর পাওয়ার মধ্যে বিস্তর ফারাক। চিন বলেছে, যদি টাকা মার না যাওয়ার নিশ্চিত গ্যারান্টি মেলে, তবেই ধার দেওয়া হবে, নচেৎ নয়। মহাজন মেজাজ বলে কথা!

• ওহায়োর সেই জীবপ্রেমিকের আত্মহত্যার পর তাঁর পোষা সিংহ-ব্যাঘ্র-সমূহ সকলে তো রাস্তায় টহল দিচ্ছিল। তাদের অনেককেই ইতিমধ্যে গুলি করে মারা হয়েছে। সঙ্গত ভাবেই অত্যন্ত ক্ষুব্ধ পশুপ্রেমিক শিবির। যে কয়টি জন্তু রক্ষা পেয়েছে, তাদের আপাতত ঠাঁই হয়েছে ওহায়ো চিড়িয়াখানায়।

• সাময়িক নীরবতার পর পাকিস্তানের সামরিক দফতর এক সাক্ষাৎকারে জানিয়েছে, মার্কিন অভিযোগ সম্পূর্ণ ভ্রান্ত। আফগানিস্তানের তালিবানদের সঙ্গে পাক সামরিক বাহিনীর কোনও সংশ্রব নেই।

• খোদ ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে বন্যা পরিস্থিতি ক্রমশ আরও ঘোরালো হয়ে উঠছে। খাবার নেই, জল নেই। ত্রাণের যথেষ্ট ব্যবস্থা নেই। মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। বহু নাগরিক ব্যাঙ্কক ছেড়ে পালাতে শুরু করেছেন।

• রাজা বা রানির প্রথম পুত্রসন্তান রাজা হবে, যদি ছেলে না হয়, তবে বড় মেয়ে হবে রানি। তিন শতাব্দী ধরে এটাই ব্রিটেনের নিয়ম। শুক্রবার অস্ট্রেলিয়ার পার্থ-এ কমনওয়েলথ-এর শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে যে, অতঃপর রাজা বা রানির প্রথম সন্তান হবে উত্তরাধিকারী, সে ছেলে হোক বা মেয়ে। রানি দ্বিতীয় এলিজাবেথ কী বলছেন? এই স্ত্রী-পুরুষ সাম্যের স্বীকৃতিকে তিনি অভিনন্দন জানালেন।
রোম
এই সবে মধ্যবর্তী আস্থা ভোটে জিতে এসেছেন। তার পরই আবার তাঁকে নিয়ে হইচই। তবে এ বার তাঁর দেশের প্রচার মাধ্যম পুরোপুরি তাঁর পক্ষে। ইউরোজোনের সাংবাদিক বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি আর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কাছে সাংবাদিকরা জানতে চাইলেন: ইতালির সাম্প্রতিক আর্থিক সংকট মোকাবিলার জন্য প্রেসিডেন্ট সিলভিয়ো বার্লুস্কোনির সরকার কি যথেষ্ট আশাপ্রদ পদক্ষেপ নিতে চলেছে? সেই প্রশ্ন শুনে নাকি দুই রাষ্ট্রনায়ক পরস্পরের দিকে তাকিয়ে হাসতে শুরু করেন। এই ঘটনায় প্রবল খেপে গেছেন ইতালীয়রা। হাজার হোক, এখনও তিনি এ দেশের প্রেসিডেন্ট, তাঁর অপমান জাতীয় অপমান, এই মর্মে। ফ্রান্স ও জার্মানির সরকারি মহলের বক্তব্য, ক্ষমা প্রার্থনার প্রশ্নই ওঠে না, কেননা ‘এমন কিছু হয়নি।’
জেনিভা
ইয়োরোপিয়ান পার্লামেন্ট ‘মুক্ত চিন্তার জন্য সাখারভ পুরস্কার’ (২০১১) দিল আরব দুনিয়ার আন্দোলনের পাঁচ যোদ্ধাকে। তাঁরা হলেন মিশরের যুব আন্দোলনের অন্যতম পথিকৃৎ আসমা মাহ্ফুজ, গদ্দাফির বিরোধিতার করার অপরাধে ৩১ বছর জেলে কাটানো লিবিয়ার নাগরিক আহমেদ আল-জুবের আহমেদ আল-সেনুসি, বাশার আল-আসাদের বাহিনীর হাতে অত্যাচারিত সিরিয়ার প্রতিবাদী আইনজীবী রাজান জেতুনে ও কার্টুনশিল্পী আলি ফরজত এবং টিউনিসিয়ার মহম্মদ বুয়াজিজি। শেষোক্ত জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে নিজের গায়ে আগুন লাগিয়ে তাঁর আত্মহত্যাই জানুয়ারি মাসে টিউনিসিয়ায় এবং ক্রমে আরব দুনিয়ার বিদ্রোহের আগুন জ্বালিয়ে তোলে।
টিউনিস
তেইশ বছর ক্ষমতায় থাকার পর গণ-অভ্যুত্থানে গদিচ্যুত হয়ে দেশ থেকে পালিয়েছিলেন টিউনিসিয়ার একনায়ক জিনে এল-আবেদিন বেন আলি। সেটাই ছিল বছর-কাঁপানো ‘আরব বসন্ত’র সূত্রপাত। সে দেশে স্বৈরাচারের অবসান এবং গণতন্ত্রের অভিযান মোটের ওপর শান্তিপূর্ণ থেকেছে। সম্প্রতি নির্বাচন হল টিউনিসিয়ায়। চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়ে ২১৭ আসনের পার্লামেন্টে ৯০টি আসন দখল করেছে আন্দোলনের অন্যতম নেতা রশিদ ঘানুচি-র ইসলামপন্থী ‘এন্নাদা’ দল। ঘানুচি বলছেন, তাঁরা তুরস্কের ‘উদার’ ইসলামি শাসকদের ধাঁচে কট্টর ইসলামি নিয়মকানুন চাপিয়ে দেবেন না, এমনকী সমুদ্রতীরে বিকিনিও নিষিদ্ধ হবে না।
ডার্বি
২০০৩ সালে বাগদাদে যখন সাদ্দাম হুসেনের মূর্তি ভেঙে ফেলা হচ্ছিল, সৈনিক নাইজেল এলি কুড়িয়ে নিয়েছিলেন সেই মূর্তির দু’ফুটের এক টুকরো। মূর্তির পশ্চাদ্দেশ। সম্প্রতি সেই টুকরোটি নিলামে চড়ালেন তিনি। দাম হেঁকেছিলেন আড়াই লক্ষ ইউরো। বিক্রি হল না, কারণ নিলামে সর্বোচ্চ দাম উঠল মাত্র ২১,০০০ ইউরো। বোঝা গেল, এই আর্থিক সংকটের বাজারে নিহত একনায়কের পিছনে টাকা খরচ করতে কেউই রাজি নন।
শেষ পাত
জীবিত ব্যক্তির নামে রাস্তার নামকরণ করতেই কেমন যেন লাগে! সেখানে, জলজ্যান্ত মানুষের নামে মর্গ! তাতে আবার নিজের নামে মর্গের নামকরণের প্রতিযোগিতা! ঠিক এই ঘটনাটিই ঘটছে স্কটল্যান্ডের ডান্ডি ইউনিভার্সিটিতে। সেখানকার মেডিক্যাল কলেজের জন্য নতুন মর্গ দরকার। খরচ হবে কুড়ি লক্ষ ইউরো। অর্ধেক দিয়েছে বিশ্ববিদ্যালয়। বাকি অর্ধেক তোলার জন্য ভোট। দশ জন জনপ্রিয় ক্রাইম ফিকশন লেখক ভোটে দাঁড়িয়েছেন, নিজের নামে মর্গের নামকরণ করার জন্য। ইন্টারনেটে ভোট দেওয়া যাচ্ছে। একটি ভোট পড়লেই তহবিলে জমা পড়ছে এক ইউরো। যিনি জিতবেন, এই অ-লৌকিক সম্মান তাঁর অপেক্ষায় রয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.