বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট। গ্রেটার নয়ডার ধু ধু প্রান্তরের মধ্যে জাগিয়া উঠা এই দৌড়ের ময়দানই আপাতত ভারতের যাবতীয় মনোযোগের কেন্দ্রবিন্দুতে। ফর্মুলা ওয়ানের দুরন্ত গতিসম্পন্ন দৌড় হইবে এই সার্কিটে। এবং, এই সার্কিটের দৌলতেই নাকি জগৎসভায় ভারতের ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে উত্থান ঘটিতেছে। তাহাতে বাদ সাধিয়াছে একটি কুকুর। সার্কিটে প্র্যাকটিস চলিতেছিল, এমন সময় কুকুরটি ঢুকিয়া পড়ে। তাহা নাকি মেগা-কেলেঙ্কারি। কেন? কুকুর ঢোকাই স্বাভাবিক। প্রথমত, ভারতের খেলার মাঠে চির কালই সারমেয়দের অবাধ প্রবেশাধিকার। ফর্মুলা ওয়ান কী এমন, যাহাতে এই নিয়মের ব্যতিক্রম করিতে হইবে? দ্বিতীয়ত, গাড়ির পিছনে দৌড়াইবার অধিকার সারমেয়কুলের জন্মগত। ফর্মুলা ওয়ানের গাড়িগুলি দেখিতে যথেষ্ট গাড়িসুলভ নহে, ফলে তাহার পিছনে চিৎকার করিতে করিতে দৌড়াইবার অধিকার আরও বেশি। বৃহত্তম কারণ, মহাপ্রস্থানের পথে শেষ পর্যন্ত যুধিষ্ঠিরের সঙ্গী কে ছিল? ভারতীয়ত্বের ছোঁয়া আনিতে সার্কিটের নামে ‘বুদ্ধ’ জুড়িয়া দেওয়া হইয়াছে। সারমেয়টি যদি মহাভারতকেও সমান মর্যাদা দিতে চাহে, আপত্তি কীসের? |