শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বুড়ি মা কালীর মেলা শুরু হল মালদহের হরিশ্চন্দ্রপুরের মোবারকপুরে। বৃহস্পতিবার সকালে মোবারকপুর কালীতলায় ওই মেলা শুরু হয়েছে। এই পুজো শুরু করেছিলেন চাঁচলের রাজা। একই সঙ্গে শুরু হয়েছিল মেলাও। এখন পুজো হয় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে। তবে রাজ আমলের এই পুজো এবং মেলা আজ সম্প্রীতির মেলা বলেই পরিচিত। চারদিন ধরে চলা ওই মেলায় শুধু চাঁচল, হরিশ্চন্দ্রপুর নয়, লাগোয়া বিহার থেকেও বাসিন্দারা আসেন। দুই সম্প্রদায়েরই মানুষ মেলায় হাজির হন। মোবারকপুর-সহ লাগোয়া এলাকায় বুড়ি মা কালী জাগ্রত দেবী হিসাবেই পরিচিত। প্রায় ১২ ফুট উঁচু প্রতিমার পুজো হয় খোলা আকাশের নিচে। শীত থেকে বাঁচতে মাথার উপর শুধু একটি চাঁদোয়া ঝুলিয়ে দেওয়া হয়। বাসিন্দারাই জানিয়েছেন, পুজো হয় স্থায়ী বেদীতে। সেই বেদী ঘিরে বাসিন্দারা একবার মন্দির তৈরির উদ্যোগ নেন। কিন্তু তা সম্ভব হয়নি। কথিত যে, দেবী এক বাসিন্দাকে স্বপ্নাদেশে জানিয়ে দেন, খোলা আকাশের নিচেই পুজো করতে হবে। যাতে বহু দূর থেকেও ভক্তরা আমাকে দেখতে পায়। তারপর থেকে আর মন্দির তৈরির উদ্যোগ নেননি বাসিন্দারা। বাসিন্দারা পাশেই একটি শিবমন্দির অবশ্য গড়ে তুলেছেন। দেবী প্রতিমা নিয়ম মেনে বেদীর পাশেই তৈরি করা হয়। পুজোর রাতে কয়েকশ পাঁঠা বলি’র রীতি আজও রয়েছে। বিসর্জনের আগে বুড়ি মায়ের জিভে জোড়া পায়রা বলি দিয়ে রক্ত দেওয়া হয়। বুড়ি মায়ের পুজোর রাত পোহাতেই জমে উঠতে শুরু করে মেলা। রাত বাড়তেই শুরু হয় দর্শনার্থীদের ভিড়। সারারাত ধরে চলে গানের আসরও। পুজো কমিটির পক্ষে প্রদীপ সাহা বলেন, বুড়ি মা কালী এলাকায় জাগ্রত দেবী হিসাবেই পরিচিত। তাই মনস্কামনা পূরণের লক্ষ্যে বহু মানুষ বহু দূর থেকে পুজোয় আসে।
|
আর্থিক লোকসানে ধুঁকতে থাকা কোচবিহার রাজবাড়ি উদ্যান অধিগ্রহণে আগ্রহী বন দফতর। বৃহস্পতিবার কোচবিহার রাজবাড়ি লাগোয়া চত্বরে গড়ে ওঠা ইকো হেরিটেজ প্রিজারভেশন সোসাইটির নিয়ন্ত্রণাধীন ওই উদ্যান পরিদর্শনে যান বনমন্ত্রী হিতেন বর্মন। সেখানেই উদ্যানটির বেহাল দশা, এমনকী, গত দু’মাস ধরে ৩৬ জন কর্মীর বেতনের টাকাও টিকিট বিক্রি করে আয় হচ্ছে না বলে কর্মীরা বনমন্ত্রীকে জানান। তার জেরেই উদ্যানটি সরাসরি বন দফতরের তরফে অধিগ্রহণের কথা জানান বনমন্ত্রী। তিনি বলেন, “রাজবাড়ি উদ্যান বেহাল হয়ে পড়ছে। তবে পরিকল্পনা মাফিক গড়ে তোলা গেলে লাভজনক হতে পারে। সোসাইটি প্রস্তাব দিলে অধিগ্রহণ বিষয়টি ভেবে দেখতে পারি।” ইকো হেরিটেজ প্রিজারভেশন সোসাইটি সভাপতি কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “সোসাইটির বৈঠকের আগে এই বিষয়ে মন্তব্য করতে চাই না।” প্রায় এক দশক আগে রাজবাড়ি চত্বরের পরিত্যক্ত এলাকা সংস্কার করে উদ্যানটি চালু করা হয়। প্রথম দিকে প্রচুর ভিড় হত। রক্ষনাবেক্ষণের অভাবে তা বেহাল হয়ে পড়েছে।
|
বৈষ্ণবনগর থানার পুলিশ পিটিসি মোড় থেকে এক নোট পাচারকারীকে গ্রেফতারের কয়েক ঘন্টা পর বৃহস্পতি বার বিকেলে চরসুজাপুরে হানা দিয়ে এক মহিলার কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। ধৃত মহিলার নাম শেফালি মন্ডল। এ দিন দুপুরে পিটিসি মোড়ের কাছে পুলিশ ফরাক্কার হাজিকুল আলম নামে এক জাল নোটকারবারীকে গ্রেফতার করে। ধৃতের থেকে ২০০টি ৫০০ টাকার জালনোট পাওয়া গিয়েছে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ চরসুজাপুরে হানা দিয়ে ওই মহিলাকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত হচ্ছে।
|
দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম অনুপ দাস (২১)। বাড়ি ওই এলাকাতেই। একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে বার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অপর বাইক আরোহী ওই হাসপাতালেই চিকিৎসাধীন। |