অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা চালুর লক্ষ্যে সমীক্ষা চালাবে ম্যাক্স বুপা। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে তাঁদের এ নিয়ে কথা হয়েছে বলে জানান এই স্বাস্থ্য বিমা সংস্থার সিইও ডামিয়েন মার্মিয়ন। কী রকম স্বাস্থ্য বিমা জরুরি, কী ধরনের প্রকল্প বাণিজ্যিক সাফল্য পেতে পারে, এই সব খতিয়ে দেখবে সমীক্ষা।
সম্প্রতি কলকাতায় নতুন অফিস খুলল ম্যাক্স বুপা। যেটির উদ্বোধন করেন অমিতবাবু। মার্মিয়ন বলেন, “পূর্ব ভারতে ব্যবসা বৃদ্ধির অঙ্গ এটি।” প্রসঙ্গত, ম্যাক্স বুপায় ম্যাক্স ইন্ডিয়ার ৭৪% ও ব্রিটেনের বুপার ২৬% অংশীদারি আছে।
অমিতবাবুই অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা আনার ওই প্রস্তাব দিয়েছেন বলে জানান মার্মিয়ন। এতে ব্যবসা বাড়ানোর সুযোগ আছে বলে মত মার্মিয়নের নিজেরও।
দেড় বছর আগে ভারতে ব্যবসা শুরু করে ম্যাক্স বুপা। কর্তৃপক্ষের আশা, এই অর্থবর্ষ শেষে নতুন প্রিমিয়াম বাবদ আয় ৭০ কোটি ছোঁবে। এ পর্যন্ত তাঁরা ১ লক্ষ পলিসি বেচেছে। মার্মিয়নের দাবি, তাঁরাই প্রথম ভারতে থার্ড পাটি অ্যাডমিনিস্ট্রেটর (টিপিএ) ছাড়া স্বাস্থ্য বিমা পরিষেবা এনেছে। ম্যাক্স বুপা সরাসরি হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে চুক্তি করে গ্রাহকদের নগদবিহীন চিকিৎসার ব্যবস্থা করে।
এ দিকে, বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আই আর ডি এ-র নিয়মের জন্য ব্যাঙ্ক মারফত তাঁরা ‘পলিসি’ বেচার সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ মার্মিয়নের। নিয়ম অনুযায়ী, কোনও ব্যাঙ্ক ‘পলিসি’ বেচতে একটি জীবন বিমা ও একটি সাধারণ বিমা সংস্থার সঙ্গে চুক্তি করতে পারে। প্রতিটি ব্যাঙ্কেরই সাধারণ বিমা সংস্থার সঙ্গে চুক্তি আছে। এই সংস্থাগুলি স্বাস্থ্য বিমাও বেচে। তাই ম্যাক্স বুপা কারও সঙ্গেই চুক্তির সুযোগ পাচ্ছে না। মার্মিয়ন বলেন, ‘‘শুধু স্বাস্থ্য বিমার ব্যবসা করে, এমন সংস্থাকেও চুক্তি করার সুযোগ দিতে আইআরডিএর কাছে আর্জি জানিয়েছি।” |