রাস্তা অবরোধ করার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ইঁদপুরের বাংলা মোড়ে রাস্তা অবরোধ করা হয়েছিল। ধৃতেরা হলেন জিড়রা গ্রামের সাধন মুখোপাধ্যায়, দেবাশিস গঙ্গোপাধ্যায়, বাংলা মোড়ের সুশীল দত্ত ও রাধানগর গ্রামের উমাশঙ্কর চক্রবর্তী। বুধবার দুপুরে তাঁদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁদের খাতড়া আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন। ইঁদপুরের একটি ক্লাবের বিরুদ্ধে কালীপুজো করার জন্য জোর করে চাঁদা আদায়ের অভিযোগে ব্যবসায়ী ও আশপাশের গ্রামের বাসিন্দারা বাংলা মোড়ে ঘণ্টা চারেক অবরোধ করেছিলেন। পরে পুলিশ লাঠি চালিয়ে অবরোধ তোলে বলে অভিযোগ। এসডিপিও (খাতড়া) নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, “বেআইনিভাবে রাস্তা অবরোধ করার ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। তাঁদের সন্ধান করা হচ্ছে।
|
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাস। জখম হলেন আট জন যাত্রী। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের কাছে ময়রাপুকুর এলাকায়। জখম যাত্রীদের বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সাত জনকে প্রাথমিক চিকিৎসা করানোর পরে ছেড়ে দেওয়া হয়। এক মহিলা যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাতড়া থেকে তারকেশ্বরগামী বাসটি দুর্ঘটনায় পড়ার পরে স্থানীয় বাসিন্দারা জখম ব্যক্তিদের উদ্ধার করেন। বাসটি আটক করা হয়েছে। বাসের চালক পালিয়েছে।
|
আগুনে পুড়ে গেল একটি মাটির দোতলা বাড়ির একাংশ। বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাইপুর থানার নতুনগড় গ্রামে। পুলিস জানিয়েছে, অনন্ত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আগুন লাগে। তখন তাঁরা বাড়িতে ছিলেন না। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ কর্মীরা আগুন নেভান। প্রাথমিকভাবে অনুমান বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। |