ধর্ষণ, মারধরের অভিযোগ, দু’জনকে পেটাল জনতা |
গামছা দিয়ে মুখ বেঁধে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল দু’জন ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার আরামডাঙা গ্রামে। শোভারানি ঘরামি নামে গুরুতর জখম ওই বৃদ্ধাকে বৃহস্পতিবার সকালে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় শোভারানিদেবী থানায় অভিযোগও দায়ের করেছেন। ঘটনার পরে এ দিন সকালে পাশের রাউতারা ও বাগী গ্রাম থেকে দু’জনকে ধরে আনেন আরামডাঙা গ্রামের মানুষ। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তাঁদের আটকে রাখা হয়। পরে বেলা ১১টা নাগাদ দু’জনকে বের করে শুরু হয় গণধোলাই। মহিলারাও পিছিয়ে থাকেননি। খবর পেয়ে পুলিশ গ্রামে গেলে পুলিশের সামনেই ওই দু’জনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পরে পুলিশ দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১২টা নাগাদ শোভারানিদেবীর বাড়ির বাইরে কয়েকজন মদ্যপ অবস্থায় চিৎকার করছিলেন। গলা শুনে শোভারানিদেবী বুঝতে পারেন তাঁদের মধ্যে তাঁর ছেলে গৌতমও রয়েছে। এর পরেই তিনি ঘর থেকে বেরিয়ে ছেলের নাম ধরে ডাকাডাকি শুরু করেন। শোভারানিদেবীর মেয়ে সীমাদেবী বলেন, “ওই সময় কয়েক জন মাকে জোর করে কাছেই ধানখেতের মধ্যে টেনে নিয়ে যায়। তারপের মুখে মাটির ঢেলা পুরে গামছা দিয়ে মুখ বেঁধে মারধর করে। ভোরের দিকে কোনওরকমে মা বাড়িত ফিরে আসে। ততক্ষণে মায়ের খোঁজধবর নিতে শুরু করেছি আমরা।” স্থানীয় মানুষের অভিযোগ, এই এলাকায় চোলাইয়ের ঠেক রয়েছে। রোজই গভীর রাত পর্যন্ত সেখানে নেশাখোরদের দৌরাত্ম্য চলে।’’ এ দিন শোভারানিদেবীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা একটি চোলাইয়ের ঠেক ভেঙে আগুন ধরিয়ে দেন। বনগাঁর এসডিপিও সমরেন্দ্র দাশ বলেন, “দু’জনকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এক বৃদ্ধাকে ধর্ষণের ও মারধরের অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় চোলাইয়ের ঠেক থাকলে তা অবশ্যই ভেঙে দেওয়া হবে।”
|
|
বনগাঁ-চাকদহ সড়কে অবরোধ। নিজস্ব চিত্র |
মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। বৃহস্পতিবার সকালে ঘটনটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পোলতা গ্রামের কাছে বনগাঁ-চাকদহ সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম আনসার তরফদার (৬৫)। বাড়ি ওই এলাকাতেই। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ওই রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকগুলি সরানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। সকাল ৯টা থেকে দেড়ঘণ্টা অবরোধ চলে। পরে পুলিশ গিয়ে রাস্তার ধার থেকে ট্রাকগুলি সরানোর জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বনগাঁ-চাকদহ সড়কের ধারে একটি চায়ের দোকানে চা খেয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন আনসার। সেইসময় বনগাঁগামী একটি মিনিট্রাক তাঁকে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পেট্রাপোল সীমান্ত দিয়ে পণ্যবোঝাই ট্রাক বেনাপোলে এখন কম ঢোকার কারণে রাস্তার উপরে ট্রাক দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তবে দ্রুত ওই সব ট্রাক সরানোর ব্যবস্থা হবে।
|
মজফ্ফরকে হাতে পেল না সিআইডি |
লক্ষ্মণ শেঠ ঘনিষ্ঠ হলদিয়ার সিপিএম কাউন্সিলর শেখ মজফ্ফরকে নিজেদের হেফাজতে পেল না সিআইডি। গ্রাহ্য হয়নি অভিযুক্তের জামিনের আবেদনও। বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতের বিচারক ফের সাত দিনের জেল হাজতে পাঠান হলদিয়ার এই ব্যবসায়ীকে। আগামী ৫ নভেম্বর আদালতে তোলা হবে তাঁকে। লৌহ-আকরিকে রদবদল ও চুরির অভিযোগে গত ১৬ অক্টোবর তমলুকের ডিমারি থেকে গ্রেফতার করা হয়েছিল শেখ মজফ্ফরকে। পরদিন তাঁকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গত সোমবার আদালতে তোলা যায়নি। এ দিন দুপুর ২টো নাগাদ তাঁকে আদালতে তোলা হলে সিআইডি নিজেদের হেফাজতে চায়। এ দিকে, যে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে ইতিমধ্যে। এর পরেও কীসের ভিত্তিতে সিআইডি তাদের মক্কেলকে হেফাজতে চাইছে, জানতে চান অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক সর্বাণী মল্লিক সাত দিনের জেল হাজতে পাঠান শেখ মজফ্ফরকে। সিআইডি-র তরফে আনন্দমোহন চক্রবর্তী বলেন, “আমরা সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিলাম। তা হয়নি।”
|
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু |
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের রত্নেশ্বরপুর বাসমোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম মনোজ হালদার (১৮)। বাড়ি স্থানীয় মাধবপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৭টা নাগাদ মনোজ কালীপ্রতিমা কিনতে রত্নেশ্বরপুর মোড়ের কাছে গিয়েছিল। প্রতিমা কিনে যে সাইকেল ভ্যান ধরার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল। ফলতাগামী ২৪৬ রুটের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে গ্রেফতার করা হয়েছে চালককে।
|
সেলাই মেশিন প্রদান ক্যানিংয়ে |