|
|
|
|
অসুস্থতার কারণে কঙ্কাল-কাণ্ডে জামিন এক সিপিএম কর্মীর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জামিন পেলেন দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত সিপিএম কর্মী কালিদাস চৌধুরী। শারীরিক অসুস্থতার প্রেক্ষিতেই তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে মেদিনীপুর আদালত। এই মামলায় অভিযুক্তদের মধ্যে এই প্রথম কেউ জামিন পেলেন। সেই সঙ্গে বৃহস্পতিবার এই কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত ৪০ জনের বিরুদ্ধে ‘হুলিয়া’ জারি করেছে আদালত। এই ৪০ জন পলাতকের নামে ‘হুলিয়া’ জারির জন্য গত সোমবার আবেদন জানিয়েছিল সিআইডি। সরকারপক্ষের আইনজীবী অর্ধেন্দু সাহা বলেন, “ওই আবেদন এ দিন মঞ্জুর হয়েছে।”
এর আগে সুশান্ত ঘোষ-সহ কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত একাধিক জন জামিনের আবেদন জানিয়েছেন। জেলা আদালতের পাশাপাশি আর্জি জানানো হয়েছে হাইকোর্টেও। তবে কারও জামিন মঞ্জুর হয়নি। ফলে, এ দিন কালিদাসবাবু জামিন পাওয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। এ দিন আদালতে এসেছিলেন সিআইডি’র তরফে মামলার তদন্তকারী অফিসার পূর্ণশিব মুখোপাধ্যায়। তিনি সরকারপক্ষের আইনজীবীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন।
গত ৫ জুন প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের আদিবাড়ির অদূরে দাসেরবাঁধের বেনাচাপড়া থেকে হাড়গোড় উদ্ধার হয়। সুশান্তবাবু-সহ ৪০ জন সিপিএম নেতা-কর্মীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ‘গুম-খুনে’র অভিযোগ দায়ের হয়। পরে যদিও ৫৮ জনের নামে চার্জশিট পেশ করে সিআইডি। কালিদাস চৌধুরীর নাম অবশ্য প্রাথমিক এফআইআর-এই ছিল। গত ১৬ অগস্ট তাঁকে গ্রেফতার করে সিআইডি। শারীরিক অসুস্থতার জন্য আগেই জেলা দায়রা বিচারকের কাছে তাঁর জামিনের আবেদন জানানো হয়েছিল।
আদালত সূত্রে খবর, গত মঙ্গলবার ছিল ‘ভেকেশন কোর্ট’। সে দিন দায়িত্বে ছিলেন অতিরিক্ত দায়রা বিচারক (সিক্সথ কোর্ট) শুভেন্দু সামন্ত। মঙ্গলবারই কালিদাসবাবুর জামিনের আবেদনের শুনানি হয়। পরে বিচারক ওই আবেদন মঞ্জুর করেন।
তবে এ দিন সিজেএমের কাছে আবেদন পেশ করে সরকারি আইনজীবী বলেন, “মঙ্গলবার ওই জামিনের আবেদনের প্রেক্ষিতে শুনানি হয়নি বলে জেনেছি। সরকারি আইনজীবী সময় চেয়েছিলেন। তা মঞ্জুরও করা হয়।” পুরো বিষয়টি খতিয়ে দেখতে আদালতে আর্জি জানান তিনি। এ দিন বিচারকের দায়িত্বে ছিলেন এজেএম (ফাস্ট কোর্ট) অমিতাভ দাস। তিনি জেলা দায়রা আদালতের রায় বহাল রাখেন। ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কালিদাসবাবুর জামিন মঞ্জুর হয়।
এই মামলায় সুশান্ত ঘোষ-সহ এখনও পর্যন্ত ১৮ জন গ্রেফতার হয়েছেন। বাকি ৪০ জন, যাঁদের বিরুদ্ধে এ দিন হুলিয়া জারি হয়েছে, তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিআইডি। |
|
|
|
|
|