ধোনি হাত না বাড়ালে হরভজন বাদ
প্রিয় ইডেনে একশোতম টেস্ট খেলার স্বপ্ন অধরাই থেকে যাওয়ার সম্ভাবনা হরভজন সিংহের। আজ শুক্রবার শহরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের (দিল্লি, ৬-১০ নভেম্বর) দল নির্বাচন। এক নম্বর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ সদ্য ভারত-ইংল্যান্ড এক দিনের সিরিজে ভালরকম উতরে যাওয়া রবিচন্দ্রন অশ্বিন। ইডেনের নির্বাচনী বৈঠকে অঘটন কিছু না ঘটলে বা ধোনি শেষ মুহূর্তে অঙ্ক বদলে না দিলে হরভজনের পক্ষে দলে থাকা কঠিন। পাল্লা ভারী অশ্বিনের দিকে। বোর্ড সচিব শ্রীনিবাসনের ভোটও পাবেন অশ্বিন। সে ক্ষেত্রে ৯৮ টেস্টে ৪০৬ উইকেট পাওয়া ভাজ্জির ইডেনে শততম টেস্ট খেলা হবে না। শুধু ধোনি হরভজনের পাশে দাঁড়ালে অফস্পিনার হয়তো থেকে যাবেন।
ইংল্যান্ড সফরে ০-৪ হোয়াইটওয়াশ হওয়া টেস্ট দল থেকে প্রচুর বদল হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নজর কাড়া পারফম্যান্স করা বিরাট কোহলির টেস্টের ১৫ জনের দলে ঢোকা প্রায় নিশ্চিত। সে ক্ষেত্রে বাদ পড়বেন ইংল্যান্ড সফরে দলে থাকা সুরেশ রায়না। সাত বিশেষজ্ঞ ব্যাটসম্যান রাখতে চাইছেন নির্বাচকরা। সহবাগ নিজেকে সুস্থ বলে দাবি করেছেন, সচিন তেন্ডুলকরের ব্যাপারটা তাঁর উপরই ছেড়ে রেখেছেন নির্বাচকরা। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে সচিন নিয়মিত প্র্যাক্টিস করছেন বলেই তাঁর দলে থাকার প্রবল সম্ভাবনা। নিতান্ত না পারলে ইডেন টেস্ট থেকে খেলবেন। সহবাগ, গম্ভীর, দ্রাবিড়, সচিন, লক্ষ্মণ, যুবরাজ, কোহলি বিশেষজ্ঞ ব্যাট। আট নম্বর ব্যাট হিসেবে দলে ঢুকতে পারেন আজিঙ্ক রাহানে ও রোহিত শর্মার মধ্যে একজন। বাদ পড়বেন ইংল্যান্ডে ব্যর্থ হওয়া রায়না। দ্বিতীয় কিপার নিলে অবশ্য আট নম্বর ব্যাটসম্যান থাকবে না। সে ক্ষেত্রে আট নম্বর জায়গায় থাকবেন ইংল্যান্ড সফরে দলে থাকা ঋদ্ধিমান বা পার্থিবের মধ্যে একজন।
রাঁচির কাছে দেওরি মন্দিরে পুজো দিচ্ছেন ভারতের বিশ্ব
চ্যাম্পিয়ন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই
বোলারদের মধ্যে জাহির খান এখনও ফিট নন। সে ক্ষেত্রে চার পেসার হওয়ার দৌড়ে থাকছেন প্রবীণ কুমার, ইশান্ত শর্মা, শ্রীসন্থ, অভিমন্যু মিঠুন, উমেশ যাদব ও বরুণ অ্যারন। ডিসেম্বর-জানুয়ারির অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে উমেশ যাদব ও বরুণ অ্যারনের মতো জুনিয়রদের একজনকে সুযোগ দিতে চান নির্বাচকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, টেস্ট দলে অলরাউন্ডার হিসেবে ভাবা হচ্ছে রবীন্দ্র জাডেজাকে। সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে ব্যাটে-বলে চোখে পড়েছেন জাডেজা। স্পিনিং অলরাউন্ডার হিসেবে তিনি দলে ঢোকার জোরালো দাবিদার। পনেরো জনের দলে দ্বিতীয় কিপার রাখা হবে কি না, তা নিয়ে দ্বিধায় শ্রীকান্তের কমিটি।
স্পিনার হিসেবে লড়াই অশ্বিন বনাম হরভজনের। এ ছাড়া থাকবেন প্রজ্ঞান ওঝা। সব মিলিয়ে নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণ চাইছেন। আরও গুরুত্বপূর্ণ ক্রমাগত ক্রিকেট খেলে যাওয়া অধিনায়ক ধোনির উপর চাপ কমাতে টি-টোয়েন্টিতে অন্য অধিনায়কের ভাবনাও আছে নির্বাচকদের একাংশের। কিন্তু এত বড় সিদ্ধান্ত অস্ট্রেলিয়া সফরে আগে নিতে চাইছেন না বোর্ড কর্তারা। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টেস্টের পরে পাঁচটি ওয়ান ডে আছে।

সম্ভাব্য পনেরো জনের দল: ধোনি, সহবাগ, গম্ভীর, দ্রাবিড়, সচিন, যুবরাজ, লক্ষ্মণ, কোহলি, প্রবীণ, ইশান্ত, শ্রীসন্থ/অভিমন্যু মিঠুন, উমেশ যাদব/বরুণ অ্যারন, রবীন্দ্র জাডেজা/রাহানে, অশ্বিন/হরভজন, ওঝা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.