দুই ফর্মূলা ওয়ান ড্রাইভার লুই হ্যামিল্টন ও জেনসন বাটনের মন জয় করল দিল্লির দীপাবলি। মঙ্গলবার সন্ধ্যা থেকে বাজি-পটকার আওয়াজ আর আলোর রোশনাই দেখে নিজেদের ঘরে আর বসে থাকতে পারলেন না দু’জনে। সটান চলে যান ওবেরয় হোটেলের ছাদে। দু’জনকে ছাদে যেতে দেখে হোটেলের দুই নিরাপত্তারক্ষীও তাঁদের পিছু নেন। মন্ত্রমুগ্ধের মতো আকাশের দিকে হ্যামিল্টন ও বাটনকে তাকিয়ে থাকতে দেখে নিরাপত্তারক্ষীরা তাঁদের প্রশ্ন করেন, “আপনারা তুবড়ি জ্বালাবেন?” দুই ড্রাইভার হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা নিয়ে আসেন কয়েকটা তুবড়ি। এ দিন নিজেদের অভিজ্ঞতার কথা বলছিলেন হ্যামিল্টন ও বাটন। জানালেন, দীপাবলির রাতে তাঁরা দারুণ মজা করেছেন।
এ দিকে, ভারতের দর্শক সমর্থনই সহারা ফোর্স ইন্ডিয়ার ড্রাইভার আদ্রিয়ান সুটিলকে বুদ্ধ সার্কিটে সাহস যোগাচ্ছে। সুটিলের কথায়, “আমি অনেক বার ভারতে এসেছি। প্রত্যেক বার আমাদের ফ্যানের সংখ্যা বেড়েছে। এ বার আরও বাড়বে কারণ এখানে আমরাও রেসে অংশগ্রহণ করছি।” একমাত্র ভারতীয় ড্রাইভার নারায়ণ কার্তিকেয়নের থেকেও তাঁদের সমর্থন বেশি থাকবে বলে মনে করেন সুটিল। “কার্তিকেয়ন এইচআরটি ড্রাইভার হলেও ভারতের তিরঙ্গা দেখা যাবে সহারা ফোর্স ইন্ডিয়ার গাড়িতেই। বুদ্ধ সার্কিটেও আমরা প্রচুর দর্শকের সমর্থন পাব বলেই মনে করি। বেশ কয়েকটা পয়েন্ট আদায় করতেই বুদ্ধ সার্কিটে নামব,” বলেন তিনি। তবে নতুন ট্র্যাক কিছুটা চিন্তায় রাখছে সুটিলকে। বলেন, “সার্কিটটা আমাদের সবার কাছেই নতুন। সবার কাছেই বড় চ্যালেঞ্জ।” |