১০০ দিনের কাজ প্রকল্পে বাধা দান এবং দুই শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল আরামবাগের কড়ুই গ্রামের চার বাসিন্দার বিরুদ্ধে। গোলমাল হয় গত রবিবার সকালে। বৃহস্পতিবার আরামবাগের বিডিও মৃণালকান্তি গুঁই এ ব্যাপারে ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ জানায়, অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিরোল পঞ্চায়েতের গোরপুকুর থেকে কুড়ুই-বাঁশতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় বোল্ডার-মোরাম ফেলার কাজ হচ্ছিল রবিবার। গ্রামবাসী শেখ ফয়জুল হক, আজিজুল হক, রেহেনা বেগম এবং আমির হামজা হাজারি নিজেদের বাড়ি সংলগ্ন এলাকাগুলিতে বেশি করে বোল্ডার-মোরাম ফেলার দাবি তোলেন বলে অভিযোগ। প্রকল্পের সুপারভাইজাররা তাঁদের জানান, সর্বত্রই সমান ভাবে ফেলা হবে। কিন্তু তাঁরা তখন শ্রমিকদের জোর করতে থাকেন। শেখ ফরজন আলি এবং শেখ আনসার আলি নামে দুই শ্রমিক প্রতিবাদ করলে তাঁদের লাঠি ও রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। দু’জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা বিষয়টি সুপারভাইজার আলাউদ্দিন খাঁ, শেখ সাইফুল রহমান, নুর মহম্মদ খাঁ প্রমুখ বিডিওকে জানিয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার কাজের ক্ষেত্রে নিরাপত্তার দাবি তোলেন।
তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শেখ ফয়জুল হক বলেন, “আমরা পুরো রাস্তাতেই পুরু করে বোল্ডার-মোরাম ফেলার দাবি করেছিলাম। রাস্তাটি বারবার বেহাল হয়ে পড়ছে। তাই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম। প্রকল্পের শ্রমিকেরাই প্রথম আমাদের হেনস্থা করে। আমরা প্রতিবাদ করি।”
বিডিও বলেন, “সুপারভাইজারদের কাছ থেকে বিষয়টি দেরিতে জানা গিয়েছে। পুলিশ ব্যবস্থা নেবে। আশা করছি, এমন ঘটনা আর ঘটবে না।” |