টুকরো খবর
শতবর্ষের পথে উলুবেড়িয়ার মিত্রবাড়ির পুজো
হাওড়ার উলুবেড়িয়ার ফুলেশ্বর মিত্রবাড়ির শ্যামাপুজোর খ্যাতি ছড়িয়েছে আশপাশের বিস্তীর্ণ এলাকায়। ৯৬ বছর আগে ফুলেশ্বর কায়স্থপাড়ায় এই পুজোর প্রচলন হয়। তবে প্রথম চার বছর কায়স্থপাড়ার লোকজনই পুজো পরিচালনা করেন। ৯২ বছর ধরে মিত্রবাড়ির সদস্যরা তাঁদের বাড়ির পুজো হিসেবেই পুজোটি করে আসছেন। কায়স্থপাড়ার সকলে সহযোগিতা করেন। মিত্রবাড়ির সদস্যরা জানালেন, এই পুজো শাক্তমতে সম্পন্ন হয়। সেই ভাবে আড়ম্বর নেই। নিয়ম, বিধি, নিষ্ঠা-সহকারে পুজো হয়। বলিপ্রথা নেই। ভক্তি ও নিষ্ঠাই এই পুজোর বিশেষত্ব। ভক্তদের বিশ্বাস, দেবী জাগ্রত। তিনি ভক্তদের মনস্কামনা পূরণ করেন। পুজো দেখতে বহু মানুষের সমাগম হয়। এক সময় পুজো উপলক্ষে তুবড়ি প্রতিযোগিতা এবং ‘অ্যামেচার’ যাত্রাপালা, গান হত।

শহিদ বেদি ভাঙচুরে অভিযুক্ত সিপিএম
বৃহস্পতিবার সকালে খানাকুলের দৌলতচক গ্রামে তৃণমূলের একটি শহিদ বেদি ভাঙচুরের অভিযোগ উঠেছে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। এ দিন ঘটনাস্থলে পুলিশ যায়। খানাকুলের তৃণমূল নেতা শৈলেন সিংহ বলেন, “১৯৯৯ সালে আমাদের দলীয় কর্মী ইন্দ্রজিৎ মান্না খুন হন। তার পরেই ওই শহিদ বেদি নির্মাণ হয়। সেই বেদি কুড়ুল মেরে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।” তাঁর অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই এ ভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে সিপিএম। তৃণমূলের পক্ষ থেকে বেদি ভাঙার পিছনে তিন সিপিএম সমর্থক জড়িত বলে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিপিএমের খানাকুল জোনাল কমিটির সম্পাদক আজিজুল হক। তিনি বলেন, “অভিযোগ হাস্যকর। খানাকুলের সর্বত্র ওরাই সন্ত্রাস চালাচ্ছে। যতদূর শুনেছি, ওদের নিজেদের মধ্যে গোলমালের জেরে ওই ঘটনা। অযথা হয়রান করতেই আমাদের নিরীহ সমর্থকদের জড়ানো হয়েছে।” পুলিশ জানায়, তদন্ত চলছে। অভিযুক্তেরা পলাতক।

যুবকের দেহ উদ্ধার
বুধবার রাতে আরামবাগের গৌরহাটি মোড়ের একটি যাত্রী প্রতীক্ষালয় থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের ওই যুবক এলাকায় ভিক্ষা করতেন। অনুমান, অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। অন্য দিকে, বুধবার রাতে আরামবাগের গৌরহাটি মোড়ের একটি যাত্রী প্রতীক্ষালয় থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের ওই যুবক এলাকায় ভিক্ষা করতেন। অনুমান, অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

১০ দিন পরে অনশন শেষ শ্রমিক নেতার
প্রেসিডেন্সি জেলে ১০ দিনের অনশন ভাঙলেন শ্রমিক নেতা প্রফুল্ল চক্রবর্তী। তবে উলুবেড়িয়া আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। গত ১৬ অক্টোবর উলুবেড়িয়ায় গ্রেফতার করা হয় কানোরিয়া জুট মিল সংগ্রামী শ্রমিক ইউনিয়নের একটি অংশের নেতা প্রফুল্লবাবুকে। প্রথমে তাঁকে রাখা হয়েছিল উলুবেড়িয়া মহকুমা জেলে। পরে ওই নেতাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। জেল হাসপাতালে তিনি অনশন শুরু করেন। জেল সূত্রের খবর, বৃহস্পতিবার প্রফুল্লবাবুর সঙ্গে দেখা করতে যান মানবাধিকার সংগঠনের লোকজনেরা। জেল সুপার বিপ্লব দাস জানান, তাঁদের অনুরোধেই এ দিন দুপুরে এবং রাতে জেলের খাবার খেয়েছেন প্রফুল্ল চক্রবর্তী।

ভস্মীভূত কারখানা
পুড়ে ছাই হয়ে গেল একটি আলকাতরা তৈরির কারখানা। বৃহস্পতিবার, লিলুয়ার গোশালাঘাট রোডে। দমকল সূত্রে খবর, বেলা সাড়ে ১১টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। কারখানাটিতে প্রচুর রাসায়নিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আতঙ্ক ছড়ায়। রাসায়নিকের পোড়া গন্ধে কিছু বাসিন্দার শ্বাসকষ্ট শুরু হয়। অনেকে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও গলিটি সঙ্কীর্ণ হওয়ায় প্রথমে তারা ভিতরে ঢুকতে পারেনি। পরে দমকলের ৬টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই কারখানাটি পুড়ে যায়। দমকল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনের কারণ এখনও জানা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.