ফের বেপরোয়া গাড়ি চালিয়ে আহত করার ঘটনা ঘটল মুম্বইতে। এ বার চার জনকে আহত করার অভিযোগে অভিনেতা রণিত রায়কে গ্রেফতার করল পুলিশ। পরে অবশ্য ১২ হাজার টাকার জামিনে ছাড়া পান তিনি।
২০০২ এর সেপ্টেম্বরে মদ্যপ অবস্থায় মুম্বইয়ের রাস্তায় ঘুমন্তদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিলেন অভিনেতা সলমন খান। এই ঘটনায় এক ব্যক্তি মারা যান। সম্প্রতি পার্টি ফেরত কয়েক জন তরুণ-তরুণীও একই ঘটনা ঘটিয়েছিল। |
‘কিঁউ কী সাস ভি কভি বহু থি’-সহ বহু টেলিভিশন সিরিয়ালের সফল অভিনেতা রণিত। আজ সকাল পৌনে সাতটা নাগাদ গাড়ি চালিয়ে ভাই রোহিত রায়ের বাড়ি যাচ্ছিলেন। রোহিতও অভিনেতা হিসেবে বলিউডে বেশ পরিচিত মুখ। সামনের একটি গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে রণিতের গাড়ি। সামনের গাড়িটি রাস্তার পাশে ছিটকে যায়। গাড়িটির এক পাশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ওই গাড়িতে করে পিকনিকে যাচ্ছিলেন বাবা, মা ও দুই বোন। এই ঘটনায় মা কান্তা মাথায় ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। অবস্থা আশঙ্কাজনক। কান্তার এক মেয়ে স্নেহার অভিযোগ, ঘণ্টায় অন্তত ১০০ কিলোমিটার বেগে রণিত গাড়ি চালাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রণিত নিজেই আহতদের হাসপাতালে নিয়ে যান। কিন্তু তারপরেই পুলিশকে ঘটনার কথা না জানিয়ে হাসপাতাল থেকে চলে যান। পরে আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে রণিতকে গ্রেফতার করে পুলিশ। রণিত মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না তা জানতে তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। |