ইউরোপীয় ইউনিয়নকে (ই ইউ) ফের মন্দার গ্রাস থেকে বাঁচাতে একমত হল ১৭টি রাষ্ট্র। ঋণ শোধের সঙ্কট থেকে ই ইউ-কে বার করতে গ্রিসের ৫০% ঋণ মকুব করা যার অন্যতম। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের জেরে দু’মাসের মধ্যে সর্বোচ্চ অঙ্কে পৌঁছয় আন্তর্জাতিক শেয়ার বাজার।
ব্রাসেলসে এক শীর্ষ বৈঠকে ইইউ-র ১৭টি রাষ্ট্রের নেতারা চরম অর্থ সঙ্কটে পড়া গ্রিসের ঋণ মকুব নিয়ে ঐকমত্যে পৌঁছন। এ ব্যাপারে বেসরকারি ব্যাঙ্ক ও বিমা সংস্থার সঙ্গে তাঁদের চুক্তি অনুসারে গ্রিসের ৫০% ঋণ মকুব করতে রাজি হয়েছে তারা। এর আগে ২১%-এর বেশি ঋণ মকুব করতে চায়নি তারা।
ত্রাণ প্যাকেজের অন্যান্য শর্তের মধ্যে রয়েছে:
• আর্থিক সঙ্কটে পড়া ইউরোপীয় ব্যাঙ্কগুলিকে নতুন মূলধন জোগানো।
• ই ইউ-র স্থিতিশীলতা তহবিল ৪৪ হাজার কোটি থেকে বাড়িয়ে ১ লক্ষ কোটি ইউরো (১.৪ লক্ষ কোটি ডলার) করা।
ইউরোপীয় অর্থনীতিতে নতুন করে প্রাণ ফেরার আশায় এ দিন ইউরোপের শেয়ার সূচকগুলি এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এফটিএসই ১০০ এবং ৩০০ বেড়েছে প্রায় ৩%। গ্রিসের সূচক বেড়েছে ৬%। ইউরোপীয় ব্যাঙ্ক শেয়ারের দর বেড়ে যায় ৭%, গ্রিক ব্যাঙ্কের ১০%-এরও বেশি। চাঙ্গা ছিল এশীয় বাজারও। খোলার পর বেড়েছে ডাও জোন্স, ন্যাসডাকের মতো মার্কিন সূচকও। মার্কিন বাজারে ইন্ধন জুগিয়েছে তৃতীয় ত্রৈমাসিকে সে দেশের ২.৫% আর্থিক বৃদ্ধিও। আগের ত্রৈমাসিকের হার ১.৩%।
এ দিন দেওয়ালি উপলক্ষে বন্ধ ছিল ভারতীয় শেয়ার বাজার। |