নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
রাস্তায় থাকা ‘স্পিড ব্রেকার’ দেখে গতি কমিয়েছিল মোটরবাইক। সেই মোটরবাইককে পিছন থেকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে উল্টে গেল যাত্রিবাহী বাস। জখম হলেন বাইক আরোহী ও বাসযাত্রী মিলিয়ে ২০ জন।
বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে খয়রাশোল থানা এলাকার ইদিলপুর বাসস্ট্যান্ডের কাছে, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। আহতদের দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক কুণাল মুখোপাধ্যায় বলেন, “জখম দু’তিন জনকে প্রয়োজনে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। বাকিদের অবস্থা স্থিতিশীল। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়েও দেওয়া হয়।” |
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আসানসোল-কুড়মিঠা (ভায়া সিউড়ি) রুটের ওই বাসটি এ দিন দুপুরে সিউড়ির দিকে যাচ্ছিল। সওয়া ১২টা নাগাদ ইদিলপুর বাসস্ট্যান্ডের কাছে ‘স্পিড ব্রেকারে’ গতি কমানো মোটরবাইকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন বাইক-চালক সঞ্জয় শিকদারের বাঁ হাত ভেঙেছে। তিনি বলেন, “বর্ধমানের গৌরবাজার থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিলাম। হঠাৎই বাসটি পিছন থেকে এসে ধাক্কা মারল। কোমর আর বুকেও চোট পেয়েছি। আর বাইকটা তো গেছেই!” আহত বাসযাত্রীদের মধ্যে দুবরাজপুরের সবলি কোঁড়া, আসানসোলের প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদের শরিফ শেখরা বললেন, “বাসটা বাইকে ধাক্কা মেরেই রাস্তার পাশের ধানখেতে উল্টে যায়। শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বাস থেকে বেরোতে পেরেছি।” বাস ও বাইকটিকে পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও কর্মীরা পলাতক। |