এক যুবককে বিহারের কাটিহার থেকে চোর সন্দেহে ধরে এনে নিউ কোচবিহার রেল পুলিশের হাতে তুলে দিলেন এক দল যাত্রী। রবিবার সন্ধ্যায় জম্মু-গুয়াহাটি তাওয়াই এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। ওই যুবকের নাম মুন্না। তাঁর বাড়ি কাটিহার স্টেশন লাগোয়া চত্বরেই। কোচবিহার এবং আলিপুরদুয়ারের একদল বাসিন্দা জম্মু কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। ওই ট্রেনে করে করে ছুটি কাটিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। রবিবার দুপুরে ট্রেনটি কাটিহারে পৌঁছায়। ট্রেনের বাতানুকূল কামরায় ওই দলের এক সদস্য দেখেন তাঁদেরই এক সঙ্গীর ব্যাগ ট্রেন থেকে নামিয়ে নিচ্ছে এক অপরিচিত যুবক। তিনি এবং আরও কয়েক জন ওই যুবকের পিছু নেন। স্টেশনের বাইরে রিকশায় ওটার সময় মুন্নাকে ব্যাগ-সহ তাঁরা ধরে নিয়ে আসেন। পরে তাকে পুলিশের হাতে দেওয়া হয়। |
প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার পরেও বিয়ে না-করার অভিযোগ উঠল মালদহ সদর হাসপাতালের এক শল্য চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসকের সাহায্যকারী মহিলা প্রায় মাসখানেক আগে ইংরেজবাজার থানায় অভিযোগ করেন। পুলিশ মামলা শুরু করলেও অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার না-করায় ওই মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের মহিলা কমিশন ও রাজ্যের স্বরাস্ট্রসচিবের দ্বারস্থ হন। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ৩০ নভেম্বরের মধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়ার জন্য ইংরেজবাজার থানাকে নির্দেশ দেন। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি খতিয়ে দেখা হচ্ছে।” অভিযুক্ত চিকিৎসক অশোক প্রসাদ গুপ্তার দাবি, “ভিত্তিহীন অভিযোগ। ওই মহিলা আমাকে ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায় করতে চান। আমায় বদনাম করার ষড়যন্ত্র চলছে।” ওই মহিলার অভিযোগ, অভিযোগ প্রত্যাহার করে না-নিলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।”
|
স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আন্দোলনে ইসলামপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। এ দিন ৪২ অস্থায়ী সাফাই কর্মী ওই আন্দোলনে যোগ দেন। অভিযোগ, সরকারি নিয়ম মেনে বেতন দিচ্ছে না পুরসভা। বর্তমানে মাসে দেড় হাজার টাকা থেকে ২৮০০ টাকা দেওয়া হচ্ছে। ওই বেতন বৃদ্ধি এবং কর্মীদের স্থায়ীকরণের দাবি জানিয়ে লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। পুরসভার সাফাই কর্মী হরিজন সমিতির সম্পাদক সমীর বাঁশফোড় বলেন, “৮ বছর কাজ করার পরেও কর্মীদের স্থায়ী করা হয়নি। সমস্যা সমাধানে পুরসভার চেয়ারম্যানকে স্মারকলিপিও দেওয়া হয়েছে।” পুর চেয়ারম্যান কানাইলাল অগ্রবাল বলেন, “স্থায়ীকরণ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনায় বসব।”
|
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী বামফ্রন্ট। রবিবার দিনহাটা মহকুমার নাজিরহাট হরকুমারী হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয় বামেরা। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “কয়েকদিন আগে নির্বাচনের প্রচার সভায় হামলা করে অশান্তির চেষ্টা করে তৃণমূল। মানুষ ওই ঘটনার প্রতিবাদে শান্তির পক্ষে রায় দেন।” তৃণমূল নেতা পার্থ সরকার বলেন, “বামেরা ভোট কেনায় এই ফল।”
|
১০০ দিনের কাজ চালুর দাবিতে পঞ্চায়েত প্রধানের দফতরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। সোমবার হলদিবাড়ি দক্ষিণ বেরুবারি পঞ্চায়েত অফিসে ওই বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। ছয় মাস আগে যারা ১০০ দিনের কাজ করেন তারা টাকা পাননি। পঞ্চায়েত প্রধান ফরওয়ার্ড ব্লকের সারদাপ্রসাদ দাস বলেন, “১০০ দিনের কাজ চালু করা হবে। বকেয়া টাকা শ্রমিকেরা যাতে পান সে ব্যাপারে চেষ্টা হচ্ছে।”
|
গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন ইসলামপুরের মহকুমা শাসক। সোমবার দুপুরে মকুমশাসকের দফতরে ওই বৈঠক হয়। সেখানে ইন্ডিয়ান অয়েলের শিলিগুড়ি আঞ্চলিক দফতরের এক আঞ্চলিক কর্তা ছাড়াও ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল অগ্রবাল ছিলেন। দীর্ঘদিন ধরেই ইসলামপুরে গ্যাসের সঙ্কট চলছে। বুকিংয়ের ৪৫ দিনে গ্যাস মিলছে না।
|
আগুনে ৬ টি বাড়ি পুড়ে গিয়েছে। সোমবার ঘটনাটি ঘটে কোচবিহার কোতয়ালির দেওয়ানহাটের কালাচাঁদ মোড়ে। কোচবিহার থেকে দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। খবর পেয়ে এলাকায় যান বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ ও তৃণমূল নেতা খোকন মিয়াঁ। ক্ষতিগ্রস্তদের হাতে ত্রিপল, কম্বল, পোশাক ও নগদ টাকা দেওয়া হয়। শট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে ধারণা। |