আদিবাসী উপদেষ্টা পরিষদকে সক্রিয় করছে সরকার
দিবাসী উপদেষ্টা পরিষদকে ফের সক্রিয় করে তুলছে রাজ্য সরকার। জঙ্গলমহলের মানুষের অভাব-অভিযোগের কথা নিরপেক্ষ মহলও যাতে সরকারকে জানাতে পারে সেই কারণেই এই উদ্যোগ।
রাজ্য সরকারের বিধিতে আদিবাসী উপদেষ্টা পরিষদ গঠনের কথা থাকলেও বাম আমলে তাকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পীড়াপীড়িতে বিগত সরকার ২০১০-এর জুন মাসে ওই পরিষদ গঠন করে। কিন্তু গোটা শাসনকালে এক বারও পরিষদের বৈঠক ডাকেনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী গত পাঁচ মাসে দু’বার জঙ্গলমহলে গিয়েছেন। ওই এলাকার মানুষের সামাজিক ও অর্থনৈতিক হাল ফেরাতে এক গুচ্ছ উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন। একেবারে নিচুতলা থেকে প্রশাসনিক পরিকাঠামোকে আরও চাঙ্গা করে তোলার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি মূলত জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বিশেষজ্ঞদের নিয়ে তৈরি আদিবাসী উপদেষ্টা পরিষদের কাছ থেকে উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছচ্ছে এবং তার পরেও আর কী করা প্রয়োজন সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চাইছে রাজ্য সরকার।
নতুন পরিষদের সভাপতি হচ্ছেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাস। এ ছাড়াও আদিবাসী এলাকা থেকে নির্বাচিত তিন সাংসদ এবং ১৫ জন বিধায়ককে রাখা হবে। থাকবেন রাজ্যপালের মনোনীত তিন প্রতিনিধিও। নতুন পরিষদে কোন সাংসদ, বিধায়ককে রাখা হবে মুখ্যমন্ত্রী তা খতিয়ে দেখছেন। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও জলপাইগুড়িতে আদিবাসীদের সংখ্যা বেশ বেশি।
উপদেষ্টা পরিষদ সারা রাজ্যের আদিবাসী মানুষের উন্নয়নের ব্যাপারেই রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ পাঠাবে। ওই পরিষদ কী ধরনের সুপারিশ করছে, তা জানতে বিগত বাম সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের উপজাতি কল্যাণ মন্ত্রক একাধিক বার্তা পাঠিয়েছিল। কারণ, কেন্দ্রীয় সরকার আদিবাসী কল্যাণে বিভিন্ন রাজ্যকে সাহায্য দেওয়ার সময় সংশ্লিষ্ট রাজ্যের আদিবাসী উপদেষ্টা পরিষদের সুপারিশকেও যথেষ্ট গুরুত্ব দেয়।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে জঙ্গলমহলের মাওবাদী প্রভাবিত ২৩ টি ব্লকে নবম থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্রীকে সাইকেল বিলির কাজ শেষ হয়ে যাবে বলে এক সরকারি মুখপাত্র সোমবার জানিয়েছেন। এর জন্য ৩৯ হাজার সাইকেল লাগবে। খরচ ধরা হয়েছে ১১ কোটি টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.