তৃণমূল পরিচালিত একটি অটো ইউনিয়নের নেতাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল পাঁচ জন। সোমবার ব্যারাকপুরের মুনিরামপুরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার রাতে মুনিরামপুরে যুব কংগ্রেসের এক স্থানীয় নেতা শিবু যাদব এবং তার কয়েক জন সঙ্গী ওই নেতা লাল্টু ঘোষকে গুলি করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ। লাল্টুবাবুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে শিবুর পাঁচ জন সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। শিবু এখনও পলাতক। এর পর সোমবার দুপুরে মুনিরামপুরে কংগ্রেসের দু’টি ছোট দলীয় অফিসে ভাঙচুর হয় এবং আগুন লাগানো হয়। এই ঘটনার সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত বলে অভিযোগ ওঠে। যদিও তৃণমূল নেতারা তা অস্বীকার করেছেন। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব দাবি করেছেন, খুনের চেষ্টার ঘটনাটি ব্যক্তিগত শক্রতার জেরে ঘটেছে। তাতে জোর করে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে।
|
ডাকাতির মালপত্র বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার পুলিশ। ধৃতদের নাম কণিকা রায় ও সুষমা ঘোষ বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার শ্যামবাজার থেকে কয়েক লক্ষ টাকার তেল, চিনি-সহ মুদিখানার অন্যান্য মালপত্র নিয়ে যাওয়া হচ্ছিল স্বরূপনগরের বাসিন্দা মুকুনন্দ পালের দোকানে। রাত ৮টা নাগাদ মগরাবাজারের কাছে মালবোঝাই লরিটিকে আটকায় তিন বাইকআরোহী। এর পরে চালকের মাথায় রিভলভার ঠেকিয়ে লরিটিকে হারবায় নিয়ে যাওয়া হয়। সেখানে সমস্ত মালপত্র নামিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। রবিবার সকালে মসলন্দপুরের রাঘবপুরে ওই দুই মহিলার বাড়ি থেকে লুঠ হওয়া মালপত্রের বেশিরভাগই উদ্ধার হয়। জেরায় তারা জানায়, স্থানীয় দুষ্কৃতী উজ্জ্বল চক্রবর্তী ও তার দলবল ভয় দেখিয়ে তাদের কাছে মালপত্র রাখতে বাধ্য করেছিল।
|
গত বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ায় কংগ্রেস নেতা দেবকুমার অধিকারীকে গুলি করে খুনের ঘটনায় এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। তারই মধ্যে ফের বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করার ঘটনা ঘটল। রবিবার রাতে বসিরহাট থানার উত্তর বাগুন্ডি গ্রামে সুমঙ্গল মণ্ডল নামে ওই যুবকের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুমঙ্গলবাবুকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে কংগ্রেস। পর পর গুলির ঘটনায় সোমবার দোষীদের গ্রেফতারের দাবিতে মহকুমাশাসকের দফতরের সামনে ও বোটঘাটে ইটিন্ডা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকেরা। পরে এসডিপিও আনন্দ সরকার বলেন, “তদন্ত চলছে। শীঘ্রই খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।”
|
নিখোঁজ বধূর দেহ উদ্ধার হল বাড়ি লাগোয়া পুকুর থেকে। পুলিশ জানিয়েছে, গত শনিবার থেকে শম্পা ঢালি (২২) নামে মহিলা নিখোঁজ ছিলেন। রবিবার বিকেলে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, কোনওভাবে পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। |