|
|
|
|
সরব সিপিএম সভাধিপতি |
নতুন বলে ঘোষণা হচ্ছে পুরনো প্রকল্প |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কোনও নতুন প্রকল্প, বাম আমলে গৃহীত প্রকল্পগুলিই নতুন করে ঘোষণা করছে রাজ্যের নতুন সরকার। এমনই অভিযোগ তুলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। বিশেষ করে জেলায় যে ক’টি রাস্তা তৈরির কাজ শুরু হবে বলে তৃণমূল সরকার ঘোষণা করেছে, সেগুলির প্রক্রিয়া পুরনো সরকারের আমলেই শুরু হয়েছে। জেলা পরিষদের দাবি, একমাত্র লালগড় থেকে নেতাই পর্যন্ত রাস্তা তৈরির উদ্যোগ রাজ্যের নতুন সরকারের। কিন্তু বাকি ১৯টি রাস্তা তৈরির তোড়জোড় বাম আমলেই শুরু হয়েছিল। সভাধিপতি অন্তরা ভট্টাচার্য বলেন, “পুরনো প্রকল্পের কথা ফের নতুন করে ঘোষণা করা হচ্ছে। মানুষের মন পেতেই এই কৌশল।” এ প্রসঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদার বক্তব্য, “জঙ্গলমহলের উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এই সময় মানুষকে বিভ্রান্ত করতেই এমন কথা বলা হচ্ছে।” সেই সঙ্গে তাঁর কটাক্ষ, “গত ৩৫ বছরে তো খাতায়-কলমে অনেক প্রকল্পই হয়েছে। কিন্তু, মানুষ তার সুফল পাচ্ছেন না!” রাজ্যে এখন তৃণমূলের সরকার। আর পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদে ক্ষমতায় রয়েছে সিপিএম। অধিকাংশ গ্রাম পঞ্চায়েতও বামেদেরই দখলে। এই পরিস্থিতি নতুন প্রকল্পের নতুনত্ব নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। মুখ্যমন্ত্রী হওয়ার পর ইতিমধ্যে দু’বার জঙ্গলমহল সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাওবাদীদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ‘পিছিয়ে পড়া’ জেলার উন্নয়নে একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাসও করেছেন নিজের হাতে। গত ১৫ অক্টোবর ঝাড়গ্রামে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে নতুন রাস্তা, স্টেডিয়াম, সেতু তৈরির ঘোষণার পাশাপাশি তফসিলি ছাত্রীদের সাইকেল বিলি করা হয়। এ ক্ষেত্রেও সিপিএম পরিচালিত জেলা পরিষদের বক্তব্য, এই সাইকেল বাম আমলেই কেনা হয়েছিল। তখন বেশ কিছু সাইকেল বিলিও হয়। যে ক’টি সাইকেল বিলি হয়নি, এখন সেগুলিই বিলি করা হচ্ছে। তৃণমূলের অবশ্য অভিযোগ, জেলার অধিকাংশ পঞ্চায়েত, যেখানে ক্ষমতার রয়েছে বামেরা, সেখানে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। ইচ্ছে করে কাজ ফেলে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের দুর্বলতা আড়াল করতেই অপপ্রচার করছে জেলা পরিষদ। পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রীর কথায়, “মানুষকে বিভ্রান্ত করতেই এমন কথা বলা হচ্ছে। তবে সিপিএমের এই কৌশল কাজে লাগবে না।” |
|
|
|
|
|