প্রায় তিন মাস ধরে আরামবাগের গৌরহাটি-১ পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজ প্রকল্প বন্ধ। তৃণমূল কর্মী-সমর্থকদের বাধায় সেই কাজ করা যাচ্ছে না বলে অভিযোগ পঞ্চায়েতের।
পঞ্চায়েতটি সিপিএম পরিচালিত। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিন মাসে নতুন কোনও প্রকল্প রচনা করে তা জানানো হয়নি। এতে ব্যাহত হচ্ছে গ্রামোন্নয়নের কাজ। প্রকল্পের সার্বিক সাফল্য নিয়ে উদ্বিগ্ন ব্লক প্রশাসন দ্রুত সমস্যা সমাধানের প্রক্রিয়া চালাতে নির্দেশ দিয়েছেন গৌরহাটি-১ পঞ্চায়েত প্রধান সিপিএমের পদ্মাবতী পালকে।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এলাকার ১৫টি সংসদে এক সঙ্গে কাজ করতে হবে বলে দাবি তুলেছে তৃণমূল। উন্নয়ন খাতে যে টাকা পাওয়া যাবে, তা ১৫টি সংসদের জন্য সমান ভাগ করে কাজ করতে হবে বলে তারা ফতোয়া দিয়েছে বলে অভিযোগ। কিন্তু তা সম্ভব না হওয়ায় প্রকল্পের প্রায় ৪ লক্ষ টাকা তিন মাস ধরে পড়ে রয়েছে। ব্লক প্রশাসন জানিয়েছে, প্রকল্প ধরে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করাই ১০০ দিনের কাজের নিয়ম।
বিডিও মৃণালকান্তি গুঁই বলেন, ‘‘অন্যায় দাবি-দাওয়া প্রকল্পটির ক্ষতি করছে। ১০০ দিনের কাজ প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কিছু জায়গায় নতুন করে সচেতনতা শিবির করার পরিকল্পনা করা হচ্ছে।” প্রধান বলেন, “সমস্যা মেটাতে তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা চলছে।” দলীয় কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত মেনে নিয়ে গৌরহাটি অঞ্চল তৃণমূল নেতা ধনঞ্জয় ঘোষ বলেন, “দলের কর্মী-সমর্থকদের দাবি যে যুক্তি সঙ্গত নয়, তা নিয়ে দলে আলোচনা চলছে। সমস্যা মিটে যাবে।”
ডাকাতি, গ্রেফতার দুই মহিলা। ডাকাতির মালপত্র বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার পুলিশ। ধৃতদের নাম কণিকা রায় ও সুষমা ঘোষ বলে পুলিশ জানিয়েছে। গত শনিবার মগরাবাজারের কাছে মালবোঝাই লরিতে লুঠ হয়। রবিবার মসলন্দপুরের রাঘবপুরে ওই দুই মহিলার বাড়ি থেকে লুঠ হওয়া মালপত্রের বেশির ভাগই উদ্ধার হয়। |