আচমকা সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আরামবাগ-বদনগঞ্জের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে গেল। পুজোর বোনাস নিয়ে মালিকদের সঙ্গে মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই রুটের বাস কর্মচারীরা। ফলে, এ দিন বিপাকে পড়েন বহু মানুষ। তাঁরা বিভিন্ন গাড়ি ভাড়া করে যাতায়াত করেন।
ওই রুটে ১৭টি বাস চলে। এ দিন সকাল থেকে বহু মানুষকে বাস ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই রুটের বাস মালিক সংগঠনের সভাপতি ধনঞ্জয় সিংহ বলেন, “বাস-কর্মীরা বাসপিছু ১১ হাজার ৬০০ টাকা করে বোনাস চাইছেন। তা দেওয়া সম্ভব নয়। আমরা বলেছি, বাসপিছু সাড়ে ৬ হাজার টাকা করে দিতে পারব। কেননা, তেলের দাম বেড়েছে। বেহাল রাস্তায় প্রতিদিন বাসের যন্ত্রাংশ ভাঙছে। বাস-কর্মীরা এ সব শুনতে নারাজ। ওঁরা কোনও আলোচনা না করেই বাস চালানো বন্ধ করে দিয়েছেন।”
বাসকর্মীদের দাবি, তাঁরা কোনও অন্যায্য দাবি তোলেননি। গত বছরও বাসপিছু ১১ হাজার ৬০০ টাকা করে বোনাস দিয়েছিলেন মালিকেরা। কিন্তু এ বার তাঁরা বেঁকে বসেছেন। প্রসঙ্গত, গত বছর বাসকর্মীদের সংগঠনটি ছিল সিটু সমর্থিত। সংগঠনটি বর্তমানে পরিচালনা করে আইএনটিটিইউসি। বাস-মালিকদের অভিযোগ, গত বছর জোর করে ১১ হাজার ৬০০ টাকা করে বাসপিছু বোনাস নেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূলের হাতে যাওয়ার পরেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।
বাসকর্মীদের ওই সংগঠনের সম্পাদক গয়ারাম পাল বলেন, “গত বছরে আমরা বোনাস হিসাবে যে টাকা পেয়েছি, সেই টাকাই চেয়েছি। সংগঠনের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে দাবি-দাওয়ার কী সম্পর্ক! দাবি না মেটা পর্যন্ত কোনও মতেই বাস চালানো হবে না।”
আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “কোনও পক্ষ থেকেই আমাকে বিষয়টি জানানো হয়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” |