|
|
|
|
জাল পাসপোর্ট মামলায় বিহার আদালতে আফতাব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাল পাসপোর্ট মামলায় কড়া নিরাপত্তায় সোমবার কলকাতা থেকে বিহারে উড়িয়ে নিয়ে যাওয়া হল আফতাব আনসারিকে। ২০০১ সালে খাদিম-কর্তা অপহরণ এবং ২০০২ সালে আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হানা- এই দুই ঘটনায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে আফতাব। একটি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছে। তাই কড়া নিরাপত্তায় এ দিন নালন্দা আদালতে তাকে হাজির করায় পুলিশ। এ দিন রাতেই আফতাবকে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আফতাব আলিপুর সেন্ট্রাল জেলে সাজা খাটছে।
খাদিম-কর্তাকে অপহরণ এবং আমেরিকান সেন্টারের সামনে হানার ঘটনার আগেই ১৯৯৯ সালে আফতাবের নামে নালন্দা পুলিশ একটি জাল পাসপোর্টের মামলা শুরু করেছিল। পুলিশ জানায়, নালন্দার একটি ভুয়ো ঠিকানা দেখিয়ে আফতাব একটি পাসপোর্ট তৈরি করে। সেই মামলায় ইতিমধ্যেই পুলিশের এক প্রাক্তন সাব-ইনস্পেক্টর, এক মজন নোটারি এবং এক জন আইনজীবীকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। সোমবার সেই মামলার শুনানির প্রথম দিন ছিল। আফতাবের সঙ্গে ওই মামলার অন্যতম অভিযুক্ত এবং আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হানার ঘটনায় আফতাবের সহযোগী জালাউদ্দিন নাসিরকেও এ দিন হাজির করানো হয় নালন্দার ওই আদালতে। নাসির বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটছে। এ দিন ভোরে আফতাব ও নাসিরকে নিয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এর একটি দল কলকাতা বিমানবন্দরে পৌঁছয়। দলে ছিলেন চার জন অফিসার। এসটিএফ প্রধান রাজীব কুমার বলেন, “নিরাপত্তার জন্যই আফতাব ও নাসিরকে বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। ট্রেনে করে পাঠালে আফতাবের সঙ্গে ২০ জন কনস্টেবল পাঠাতে হত। যেতে আসতে চার দিন লেগে যেত।” বিমানবন্দর থেকে আফতাবদের নিয়ে যাওয়া হয় নালন্দা আদালতের বিচারক রঞ্জন কুমার মিশ্রের এজলাসে। বিমানে চাপিয়ে রাতেই নিয়ে আসা হয় কলকাতায়। |
|
|
|
|
|