|
দেবার্ঘ্য মুখোপাধ্যায়। সপ্তম শ্রেণি, উলুবেড়িয়া হাইস্কুল, হাওড়া |
|
|
আরত্রিকা বসু। সপ্তম শ্রেণি, গড়িয়া হরিমতি দেবী উচ্চ বালিকা বিদ্যালয় |
|
|
আয়ুষী দাস। ষষ্ঠ শ্রেণি, সেন্ট জনস ডায়োসেশন গার্লস এইচ এস স্কুল |
|
|
শৌরিক আঢ্য। অষ্টম শ্রেণি, মহেশতলা হাইস্কুল এইচ এস |
|
|
ছন্দক বেরা। অষ্টম শ্রেণি, মুগবেড়িয়া গঙ্গাধর হাইস্কুল,
পূর্ব মেদিনীপুর |
|
|
শ্রাবন্তী দাস। ষষ্ঠ শ্রেণি, আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, বনহুগলি |
|
|
সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণি, ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয় |
|
জিনিয়াস জিন্দাবাদ |
শীত তো আসছে গুটি গুটি। মানে আবার সেই কমলা লেবু, লেপ-কম্বল, মেলা, আহা! কিন্তু ধরো,
এ বছর শীত আর যাচ্ছেই না। উল্টে দিনকে দিন বেড়েই চলেছে। সবাই শীতের চোটে কোণঠাসা।
এ বার তোমাকে বলা হল, কোনও ভাবে শীত তাড়িয়ে বসন্ত আনতে। অতএব তুমিই রক্ষাকর্তা।
লিখে পাঠাও তো, এ কর্ম তুমি কেমন করে করবে। চাইলে সাহায্য নিতে পারো অন্যদেরও।
মজার কোনও আইডিয়া দিয়ো কিন্তু। পাঠিয়ে দাও ১২ নভেম্বরের মধ্যে।
খামের উপর লেখো নভেম্বরের জিনিয়াস জিন্দাবাদ,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১ |
|