প্রথম ১৭ দফা এখন

ঘোষণা: সশস্ত্র মাওবাদীদের আত্মসমর্পণে আরও আকর্ষণীয় পুনর্বাসন প্যাকেজ।

• নতুন প্যাকেজে শুধু অস্ত্রের জন্য টাকাই বেশি। তিন মাসে কেউ আত্মসমর্পণ করেনি।

ঘোষণা: ’০৮-এর ৪ নভেম্বর লালগড়ে পুলিশের হাতে নিগৃহীত ছিতামণি মুর্মু, গঙ্গামণি মুর্মু, লক্ষ্মীমণি প্রতিহারকে ক্ষতিপূরণ এক লক্ষ, আহতদের ৫০ হাজার।
• কেউ ক্ষতিপূরণ পাননি।

ঘোষণা: তিন মাসে ১০ হাজার চাকরি এনভিএফ, হোমগার্ড ও বিশেষ কনস্টেবল পদে (এ বার বলেছেন, পুলিশ নিয়োগের প্রক্রিয়া শুরু)।
• এনভিএফ, হোমগার্ডের ৫,০০০ পদের জন্য আবেদন জমা পড়েছে। জুনিয়র কনস্টেবলের ৫,০০০ পদের ফর্ম বিলি।

ঘোষণা: এক মাসের মধ্যে ঝাড়গ্রাম উন্নয়ন পর্ষদের পুনরুজ্জীবন।
• ঝাড়গ্রাম মহকুমার ৮টি ব্লক পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অধীন। তাই ঝাড়গ্রামের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গড়ায় জটিলতা রয়েছে।

ঘোষণা: সাঁওতালি জানা ১,৮০০ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ (এ বার বলেছেন, সাঁওতালি ভাষা ও অলচিকি লিপির প্রসারে বিরসা অ্যাকাডেমি তৈরি করা হবে)।
• ৫০% আদিবাসী পড়ুয়া রয়েছে, এমন স্কুলে নিয়োগ। কিন্তু কোথায় কত শিক্ষক প্রয়োজন, অজানা স্কুল সার্ভিস কমিশনের। তাই নিয়োগের বিজ্ঞাপন বেরোয়নি।

ঘোষণা: নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও শালবনিতে কলেজ (এ বার বলেছেন, লালগড়ে কলেজ)।
• নয়াগ্রাম ও শালবনিতে ৫ একর করে জমি চিহ্নিত।

ঘোষণা: ২৩৫টি স্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা। ৩৩টিতে ছাত্রাবাস (এ বার বলেছেন, ১২৪টি স্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নয়ন)।

• পশ্চিম মেদিনীপুরে ১২৪টির মধ্যে ৫২টি, পুরুলিয়ায় ৫৫টির মধ্যে ৪৭টি স্কুল উচ্চ মাধ্যমিক হয়েছে। বাঁকুড়ায় একটিও হয়নি। ৩ জেলায় ছাত্রাবাসের জমির খোঁজ চলছে।

ঘোষণা: নবম-দ্বাদশ শ্রেণির ছাত্রীদের সাইকেল। পরে ছাত্রদের (এ বার বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে ২০ হাজার ছাত্রীকে সাইকেল)।

• নতুন করে শ’খানেক সাইকেল বিলি পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, পুরুলিয়ায় বিলিই হয়নি। তবে প্রস্তাব রয়েছে।

ঘোষণা: ৩-৪টি ব্লকে একটি করে গাড়ি চালানো বা অন্য বৃত্তি শিক্ষার কেন্দ্র।
• গত ১৫ অক্টোবর পশ্চিম মেদিনীপুরের রামগড়ে পলিটেকনিকের শিলান্যাস। বাঁকুড়ার খাতড়ায় আইটিআইয়ের জন্য জমি দেখা হয়েছে। তবে কোন ব্লকে কী ধরনের কেন্দ্র, সেখানে কী পড়ানো হবে ঠিক হয়নি।

ঘোষণা: বছরে ৪২ হাজার টাকা পর্যন্ত আয়ের আদিবাসী পরিবারকে মাসে ২ কেজি, আয় বছরে ৩৬ হাজারের মধ্যে হলে সাধারণ পরিবারকে সপ্তাহে ২ কেজি করে চাল (এ বার বলেন, সব আদিবাসী পরিবারকে ২ টাকা কেজি দরে চাল, আটা)।
• আদিবাসী ও সাধারণ মিলিয়ে বর্তমানে বিপিএল তালিকাভুক্ত প্রায় সাড়ে ১৩ লক্ষ (বাম-জমানায় আড়াই লক্ষ)। ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন প্রায় ৬ লক্ষ।

ঘোষণা: তিন জেলায় পানীয় জল প্রকল্পে ১১২ কোটি ব্যয় আড়াই বছরে।
• টেন্ডার ও প্রকল্পের বিশদ রিপোর্ট তৈরি হয়েছে।

ঘোষণা: নয়াগ্রামে সুবর্ণরেখা সেতু।
• শিলান্যাস হয়েছে। জায়গা পরিদর্শন পূর্ত দফতরের।

ঘোষণা: ব্লকে ১৫ দিন চিকিৎসা শিবির ও সব ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ শয্যার হাসপাতাল করা।
• যেখানে ব্লক বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই, সেখানে ভ্রাম্যমাণ শিবির হবে সপ্তাহে এক দিন। ১২টি ব্লকের জন্য শিবির করার সংস্থা বাছাই। জঙ্গলমহলের ১৪টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বাম-জমানাতেই ছিল ৩০ শয্যার। ৯টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ শয্যার হাসপাতালে বদলের কাজ বাকি।

ঘোষণা: ঝাড়গ্রাম হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করা (এ বারেও বলেছেন)।
• মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন। প্রথম পর্যায়ের ৪৯ লক্ষ বরাদ্দ। কিন্তু এখনও শয্যা বাড়ানোর অনুমোদন দেয়নি অর্থ দফতর।

ঘোষণা: প্রতি ব্লকে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র।
• ৬টি ব্লকে রয়েছে। বাকিগুলি তৈরি হচ্ছে। তবে ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট পাওয়া দুষ্কর হচ্ছে।

ঘোষণা: ৭৫,২০৫টি পরিবারকে কৃষক পেনশন(ছিল ৮,৮০৯)। কৃষক-বন্ধু প্রকল্পে সাম্মানিক বাড়ানো।
• নতুন করে কাউকে কৃষি পেনশন দেওয়ার নির্দেশ যায়নি জেলায়।

ঘোষণা: যেখানে নেই সেখানে ছ’মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
• নতুন কেন্দ্র হয়নি। জমি দেখা চলছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.