ঘোষণা: সশস্ত্র মাওবাদীদের আত্মসমর্পণে আরও আকর্ষণীয় পুনর্বাসন প্যাকেজ।
• নতুন প্যাকেজে শুধু অস্ত্রের জন্য টাকাই বেশি। তিন মাসে কেউ আত্মসমর্পণ করেনি।
ঘোষণা: ’০৮-এর ৪ নভেম্বর লালগড়ে পুলিশের হাতে নিগৃহীত ছিতামণি মুর্মু, গঙ্গামণি মুর্মু, লক্ষ্মীমণি প্রতিহারকে ক্ষতিপূরণ এক লক্ষ, আহতদের ৫০ হাজার।
• কেউ ক্ষতিপূরণ পাননি।
ঘোষণা: তিন মাসে ১০ হাজার চাকরি এনভিএফ, হোমগার্ড ও বিশেষ কনস্টেবল পদে (এ বার বলেছেন, পুলিশ নিয়োগের প্রক্রিয়া শুরু)।
• এনভিএফ, হোমগার্ডের ৫,০০০ পদের জন্য আবেদন জমা পড়েছে। জুনিয়র কনস্টেবলের ৫,০০০ পদের ফর্ম বিলি।
ঘোষণা: এক মাসের মধ্যে ঝাড়গ্রাম উন্নয়ন পর্ষদের পুনরুজ্জীবন।
• ঝাড়গ্রাম মহকুমার ৮টি ব্লক পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অধীন। তাই ঝাড়গ্রামের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গড়ায় জটিলতা রয়েছে।
ঘোষণা: সাঁওতালি জানা ১,৮০০ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ (এ বার বলেছেন, সাঁওতালি ভাষা ও অলচিকি লিপির প্রসারে বিরসা অ্যাকাডেমি তৈরি করা হবে)।
• ৫০% আদিবাসী পড়ুয়া রয়েছে, এমন স্কুলে নিয়োগ। কিন্তু কোথায় কত শিক্ষক প্রয়োজন, অজানা স্কুল সার্ভিস কমিশনের। তাই নিয়োগের বিজ্ঞাপন বেরোয়নি।
ঘোষণা: নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও শালবনিতে কলেজ (এ বার বলেছেন, লালগড়ে কলেজ)।
• নয়াগ্রাম ও শালবনিতে ৫ একর করে জমি চিহ্নিত।
ঘোষণা: ২৩৫টি স্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা। ৩৩টিতে ছাত্রাবাস (এ বার বলেছেন, ১২৪টি স্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নয়ন)।
• পশ্চিম মেদিনীপুরে ১২৪টির মধ্যে ৫২টি, পুরুলিয়ায় ৫৫টির মধ্যে ৪৭টি স্কুল উচ্চ মাধ্যমিক হয়েছে। বাঁকুড়ায় একটিও হয়নি। ৩ জেলায় ছাত্রাবাসের জমির খোঁজ চলছে।
ঘোষণা: নবম-দ্বাদশ শ্রেণির ছাত্রীদের সাইকেল। পরে ছাত্রদের (এ বার বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে ২০ হাজার ছাত্রীকে সাইকেল)।
• নতুন করে শ’খানেক সাইকেল বিলি পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, পুরুলিয়ায় বিলিই হয়নি। তবে প্রস্তাব রয়েছে।
ঘোষণা: ৩-৪টি ব্লকে একটি করে গাড়ি চালানো বা অন্য বৃত্তি শিক্ষার কেন্দ্র।
• গত ১৫ অক্টোবর পশ্চিম মেদিনীপুরের রামগড়ে পলিটেকনিকের শিলান্যাস। বাঁকুড়ার খাতড়ায় আইটিআইয়ের জন্য জমি দেখা হয়েছে। তবে কোন ব্লকে কী ধরনের কেন্দ্র, সেখানে কী পড়ানো হবে ঠিক হয়নি।
ঘোষণা: বছরে ৪২ হাজার টাকা পর্যন্ত আয়ের আদিবাসী পরিবারকে মাসে ২ কেজি, আয় বছরে ৩৬ হাজারের মধ্যে হলে সাধারণ পরিবারকে সপ্তাহে ২ কেজি করে চাল (এ বার বলেন, সব আদিবাসী পরিবারকে ২ টাকা কেজি দরে চাল, আটা)।
• আদিবাসী ও সাধারণ মিলিয়ে বর্তমানে বিপিএল তালিকাভুক্ত প্রায় সাড়ে ১৩ লক্ষ (বাম-জমানায় আড়াই লক্ষ)। ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন প্রায় ৬ লক্ষ।
ঘোষণা: তিন জেলায় পানীয় জল প্রকল্পে ১১২ কোটি ব্যয় আড়াই বছরে।
• টেন্ডার ও প্রকল্পের বিশদ রিপোর্ট তৈরি হয়েছে।
ঘোষণা: নয়াগ্রামে সুবর্ণরেখা সেতু।
• শিলান্যাস হয়েছে। জায়গা পরিদর্শন পূর্ত দফতরের।
ঘোষণা: ব্লকে ১৫ দিন চিকিৎসা শিবির ও সব ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ শয্যার হাসপাতাল করা।
• যেখানে ব্লক বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই, সেখানে ভ্রাম্যমাণ শিবির হবে সপ্তাহে এক দিন। ১২টি ব্লকের জন্য শিবির করার সংস্থা বাছাই। জঙ্গলমহলের ১৪টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বাম-জমানাতেই ছিল ৩০ শয্যার। ৯টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ শয্যার হাসপাতালে বদলের কাজ বাকি।
ঘোষণা: ঝাড়গ্রাম হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করা (এ বারেও বলেছেন)।
• মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন। প্রথম পর্যায়ের ৪৯ লক্ষ বরাদ্দ। কিন্তু এখনও শয্যা বাড়ানোর অনুমোদন দেয়নি অর্থ দফতর।
ঘোষণা: প্রতি ব্লকে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র।
• ৬টি ব্লকে রয়েছে। বাকিগুলি তৈরি হচ্ছে। তবে ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট পাওয়া দুষ্কর হচ্ছে।
ঘোষণা: ৭৫,২০৫টি পরিবারকে কৃষক পেনশন(ছিল ৮,৮০৯)। কৃষক-বন্ধু প্রকল্পে সাম্মানিক বাড়ানো।
• নতুন করে কাউকে কৃষি পেনশন দেওয়ার নির্দেশ যায়নি জেলায়।
ঘোষণা: যেখানে নেই সেখানে ছ’মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
• নতুন কেন্দ্র হয়নি। জমি দেখা চলছে। |