টুকরো খবর
বৃষ্টির ভয়ে পুরো ইডেন ঢাকছে সিএবি
শুধু বাইশ গজ এবং উইকেট-সংলগ্ন জায়গাটুকু নয়, বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে ইডেনে আসন্ন ভারত-ইংল্যান্ড ম্যাচে পুরো মাঠই ঢেকে ফেলার ব্যবস্থা করছে সিএবি। আগামী মঙ্গলবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচ খেলতে নামছে ভারত। আর তার আগে সিএবি প্রশাসনকে চিন্তায় ফেলেছে শুক্রবারের বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী যা শনিবারও চলার কথা। এ দিন বিকেলে ইডেনে পিচ প্রস্তুতকারক প্রবীর মুখোপাধ্যায় বলছিলেন, “উইকেট কিংবা তার আশপাশের কিছু অংশ নয়, মাঠ এ বার পুরো ঢাকা থাকবে।” এই ব্যাপারে বেশ কিছু কর্মীকে তালিম দেওয়ার কথাও আছে আজ। তবে ইডেনের যে পুরোপুরি তৈরি তা জানিয়ে দিচ্ছেন পিচ প্রস্তুতকারক। যে পিচে খেলা হবে সেখানে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ বলতে বিশ্বকাপের নেদারল্যান্ডস বনাম আয়ার্ল্যান্ড ম্যাচ। যেখানে দু’ইনিংস মিলিয়ে ছ’শোর উপর রান উঠেছিল। প্রবীর জানাচ্ছেন, উইকেটে রান থাকবে। বলছিলেন, “শক্ত, সমান বাউন্সের উইকেট থাকছে। বোলাররা আবার ল্যটারাল মুভমেন্টও পাবে পিচ থেকে।” ইডেনে ভারত-ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের ঠিক আগের দিন, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধেবেলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দল বেছে নেবেন জাতীয় নির্বাচকরা। কলকাতাতেই। ম্যাচের নিরাপত্তায় আবার বেশ কিছু চমক থাকছে। এ দিন যেমন ইডেনে পরিদর্শনের পর পুলিস-সিএবি বৈঠকের পর ঠিক হল, স্টেডিয়ামের চার দিকে বালির বস্তা ফেলে ‘বাঙ্কার’ তৈরি করা হবে। দর্শকদের উপর নজর রাখবে সাদা পোশাকের পুলিশ। ম্যাচের দিনে দশর্ক তো বটেই, সমস্ত গাড়িকেও ত্রিস্তর নিরাপত্তা মধ্যে দিয়ে যেতে হবে। ওয়াচটাওয়ারের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

ভারতের দর্শক সমঝদার, বলছেন হ্যামিল্টন-বাটন
ভারতীয় গ্রাঁ প্রি নিয়ে দেশের মানুষের উৎসাহ ক্রমশ ছড়িয়ে পড়ছে ছোট-বড় শহরগুলিতে। একই সঙ্গে বুদ্ধ সার্কিট নিয়ে কৌতুহল চেপে রাখতে পারছেন না ফর্মুলা ওয়ানের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। যাদের মধ্যে আছেন ম্যাকলারেন মার্সিডিজের দুই চালক লুই হ্যামিল্টন এবং জেনসন বাটন। নানা প্রচারে আগে ভারতে ঘুরে যাওয়া হ্যামিল্টনের ভারতীয় দর্শকের থেকে প্রত্যাশা আরও বেশি। তিনি মনে করেন ভারতে আগে ফর্মুলা ওয়ানের আসর না-বসলেও দর্শকরা যথেষ্ট খোঁজখবর রাখেন। এবং রেসের দিন তাঁদের উত্তেজনাও উঠবে চরমে। হ্যামিল্টনের কথায়, “বেশ কয়েক বার ভারতে গিয়েছি। শেষ বার তো পাগলের মতো উন্মাদনা দেখেছি। বেঙ্গাসুরুতে ডেমো রানে আসার কথা ছিল পাঁচ হাজার লোকের। এসে হাজির হয়েছিল ৪০ হাজার দর্শক। অবিশ্বাস্য!”
বাটন ও হ্যামিল্টন। বুদ্ধ সার্কিটে নামার অপেক্ষায়।
হ্যামিল্টন আত্মবিশ্বাসী, প্রথম দেখাতেই ফর্মুলা ওয়ানকে কাছে টেনে নেবে ভারতীয় দর্শক। “ভারত খেলা পাগল দেশ। যদিও বেশির ভাগেরই পছন্দ ক্রিকেট। সেটা ক্রিকেটে ভারতের সাফল্যের জন্যই। কিন্তু আমি তাকিয়ে আছি তাদের ফর্মুলা ওয়ানকে আপন করে নেওয়ার দিকে,” বলেন উৎসাহী হ্যামিল্টন। সতীর্থ জেনসন বাটন আবার আগ্রহ দেখাচ্ছেন বুদ্ধ সার্কিটের নতুন ট্র্যাক নিয়ে। বাটন বলেছেন, “ট্র্যাকের কয়েকটা টার্ন এবং কর্নার বেশ গুরুত্বপূর্ণ। আমরা চাই প্রথম বারই ভাল ছাপ রাখতে। আশা করছি অসাধারণ রেস হবে।”

শর্ত সাপেক্ষে ফর্মুলা ওয়ান রেসকে ছাড়পত্র
শর্ত সাপেক্ষে ফর্মুলা ওয়ান রেসকে ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দুই বিচারপতি ডি কে জৈন এবং এ আর দাভের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের টিকিট বিক্রির ২৫ শতাংশ টাকা ব্যাঙ্কে একটি আলাদা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। এবং রেসকে প্রমোদ ও বিলাস কর ছাড় দেওয়ার মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই টাকা খরচ করা যাবে না। আগামী ৩০ অক্টোবর গ্রেটার নয়ডায় ভারতের প্রথম ফমুর্লা ওয়ান রেস অনুষ্ঠিত হবে। এই রেসকে প্রমোদ ও বিলাস কর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার। সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার এবং রেসের আয়োজক সংস্থাকে নোটিস পাঠিয়েছিল। এ দিন শুনানি চলাকালীন আয়োজক সংস্থা জেপি গ্রুপের আইনজীবী মুকুল রোহতগি যুক্তি দেন, শীর্ষ আদালতের নির্দেশ এই রেস সম্পর্কে আন্তর্জাতিক মহলে ভুল বার্তা দেবে। তা ছাড়া এখান থেকে জেপি গ্রুপের কোনও আর্থিক লাভ হচ্ছে না। তবে এই যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সরকারের তরফে আজ আদালতে দাঁড়িয়েছিলেন প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রহ্মণ্যম। তিনি যুক্তি দেন, এই ফর্মুলা ওয়ান রেস রাজ্যের বিশেষ উন্নয়ন অঞ্চল প্রকল্পের অঙ্গ। শীর্ষ আদালত এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চেয়েছে।

বেটনে নেই কোনও পাক দল
হকি ইন্ডিয়ার অসহযোগিতায় পাকিস্তানের কোনও ক্লাবকে আনতে পারেননি রাজ্য হকি সংস্থার কর্তারা। তাদের দাবি, বিদেশি দল আনতে গেলে এক লাখ টাকা দাবি করছে সর্বভারতীয় হকি সংস্থা। ভরত ছেত্রী, অর্জুন হলাপ্পা, রাজপাল সিংহরা ব্যস্ত সিডনিতে দেশের হয়ে খেলতে। জাতীয় জুনিয়র হকির শিবিরও শুরু হয়েছে। এই অবস্থায় দেশের অন্যতম পুরনো টুর্নামেন্ট বেটন কাপে তারকারা খেলতে পারবেন কি না তা নিয়েও চূড়ান্ত সংশয় তৈরি হয়েছে। সচিব গুরবক্স সিংহ শুক্রবার সাংবাদিক সম্মেলনে বললেন, “দুটো জাতীয় দলই ব্যস্ত। তারকারা কে আসতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়।”তা সত্ত্বেও দেশের সেরা দলগুলিকে নিয়ে ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে কোল ইন্ডিয়া বেটন কাপ। দেশের অন্যতম পুরানো টুর্নামেন্টের ফাইনাল ১১ নভেম্বর। তারকারা আসতে না পারলেও তাদের খেলা ক্লাবগুলি অবশ্য আসছে। গতবারের চ্যাম্পিয়ন এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল, ও এন জি সি, পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, অল ইন্ডিয়া কাস্টমস-সহ মোট ১৩ টি ভিনরাজ্যের দল-সহ মোট ২৫টি দল খেলবে এ বারের বেটনে। সব খেলাই হবে সল্টলেক সাইয়ের অ্যাস্ট্রোটার্ফে। প্রতিদিন গড়ে দুটি করে খেলা হবে। মোট আর্থিক পুরস্কার তিন লাখ টাকা। ফাইনালে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনের। সাইয়ে খেলা হলেও সেখানে দর্শকদের খেলা দেখার কোনও ব্যবস্থা নেই। প্রধান গেট পেরিয়ে মাঠে ঢুকতে গেলেও নানা সমস্যার মধ্যে পড়তে হয়। বি এইচ এ সচিব বললেন, “যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন চার একর জায়গা রাজ্য সংস্থাকে দিয়েছে সরকার। সেখানে অ্যাস্ট্রোটার্ফ বসানো হবে। বেটনের পরই কাজ শুরু হবে আশা করছি।”

জোড়া সমস্যায় বাংলা
এক দিকে বৃষ্টির চোখরাঙানি। অন্য দিকে, হোটেল-বিভ্রাট। জাতীয় টি টোয়েন্টিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামার ২৪ ঘণ্টা আগে এই দুই সমস্যা সামলাতে হল বাংলাকে। আজ, শনিবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচ। কিন্তু গত আটচল্লিশ ঘণ্টা ধরে অঝোরে বর্ষণ চলছে জামশেদপুরে। এমনকী বৃষ্টির চোটে শুক্রবার সকালে ওড়িশা বনাম অসম ম্যাচ ভেস্তে যায়। প্র্যাক্টিসেও নামা সম্ভব হয়নি বাংলার ক্রিকেটারদের পক্ষে। অথচ গ্রুপের সবচেয়ে কঠিন দল হিসাবে ধরা হচ্ছে ঝাড়খণ্ডকে। সৌরভ তিওয়ারি, ইশাঙ্ক জাগ্গিরা আছেন টিমে। একে প্র্যাক্টিস করা যায়নি। তার উপর হোটেল বিভ্রাটেও এ দিন ভুগতে হল বাংলাকে। বাংলা টিমকে এত দিন যে হোটেলে রাখা হয়েছিল তা শহর থেকে দূরে। এ দিন তাঁদের অন্য হোটেলে স্থানান্তরিত করা হয়। সিএবি-র উচ্চপদস্থ কর্তাদের দাবি, জামশেদপুরে একটি বহুজাতিক সংস্থার কর্মকাণ্ডের জন্য সেখানে কোনও হোটেলেই টানা বুকিং পাওয়া যায়নি। কিন্তু সিএবি-র আর একটা মহল মনে করছে ম্যাচের আগের দিন এ জিনিস একেবারেই বাঞ্ছনীয় নয়। তাঁদের বক্তব্য, এমন কর্মকাণ্ডের কথা তো আগেভাগেই জানা ছিল। বাংলার ম্যানেজার অতনু ঘোষ ফোনে বললেন, “হোটেল বুকিং সংস্থার পক্ষ থেকে করা হয়েছে। টানা বুকিং পাওয়া যায়নি বলেই হয়তো এমন ব্যবস্থা।”

ডার্বি রাজনীতিক: টুটু
বৃহস্পতিবারের ঝোড়ো ই মেল এসেছিল ভিয়েতনাম থেকে। পাল্টা এল শুক্রবার। এ বার দু’বাই থেকে। যার নিট ফল, আই লিগ খেলতে নামার আটচল্লিশ ঘণ্টা আগেও সুব্রত ভট্টাচার্যের বাগানে স্বস্তি ফেরেনি। চলছে চাপান-উতোর। ক্লাবের সদ্য পদত্যাগী কোচ স্টিভ ডার্বির ই মেলের উত্তর ওই দিনই দিয়েছিলেন ক্লাব সচিব অঞ্জন মিত্র। এ দিন উত্তর দিলেন প্রেসিডেন্ট টুটু বসু। সুরটা মোটামুটি একই রকম। অনেক কথা আগেও বলেছেন। দুবাই থেকে মোহনবাগান প্রেসিডেন্ট লিখেছেন, “ডার্বি কোচ নন, আসলে রাজনীতিক।” মোহনবাগানের প্রাক্তন কোচের ‘ই মেল বোমা’ ছিল দীর্ঘ এবং শ্লেষে ভরা। টুটুবাবুর মেল তুলনায় অনেক ছোট এবং চাঁচাছোলা ভাষায় লেখা। ডার্বি প্রশ্ন তুলেছিলেন মোহনবাগানের পরিকাঠামো নিয়ে। টুটু বলেছেন, “যদি আমাদের ক্লাবের পরিকাঠামো এত খারাপই হয় তা হলে সেটা দেখার পর উনি দায়িত্ব ছেড়ে চলে গেলেন না।” সঙ্গে যোগ করেছেন, “ক্লাবের ফুটবল টিমের যে কোনও সিদ্ধান্ত আমরা সবাই একসঙ্গেই নিয়ে থাকি।”ডার্বিকে উদ্দেশ করে টুটুবাবু লিখেছেন, “আমরা সর্বসম্মত ভাবে আপনাকে জানাচ্ছি, নিজের ব্যর্থতা এবং দুর্বলতা ঢাকতে এ বার কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন।”

ফার্গুসন মাস্টারমশাই বলছেন মানচিনি
রবিবার সন্ধ্যায় ইপিএলে এ বারের সব চেয়ে আলোচিত ম্যাচ। তার ৪৮ ঘণ্টা আগে এক কোচ প্রশংসায় ভরিয়ে দিলেন বিপক্ষ দলের কোচকে। শুধু তাই নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসনকে নিজের গুরু হিসাবে মানতেও দ্বিধা নেই লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির কোচ রবের্তো মানচিনির। তিনি বলেন, “ফার্গুসন হলেন মাস্টারমশাই। ওঁর থেকে আমার নয়, সব ম্যানেজারেরই অনেক কিছু শেখার আছে।” এ দিকে রবিবার আর্থিক শাস্তির মুখে দাঁড়ানো তেভেস খেলতে পারবেন না তাঁর পুরনো দল ম্যান ইউয়ের বিরুদ্ধে। মানচিনি অবশ্য মারিও বালোতেল্লিকে নিয়েই ঘুঁটি সাজাচ্ছেন। সঙ্গে সের্জিও আগেরো আর এদিন জেকো।

তেভেজের বিরুদ্ধে অভিযোগ উঠে যাচ্ছে
কার্লোস তেভেজের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখ ম্যাচ খেলতে না চাওয়ার অভিযোগ তুলে নিচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি। আর্জেন্তিনীয় ভুল বোঝাবুঝি হয়েছিল বলে যে দাবি করে আসছিলেন, ক্লাব সেটাই মেনে নিল। শুক্রবার শৃঙ্খলারক্ষা কমিটি তেভেজের বক্তব্য শোনার পর অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তেভেজের বিরুদ্ধে দ্বিতীয় বার ওয়ার্ম আপ করতে অস্বীকার করার নতুন অভিযোগ উঠেছে। যা অপরাধ হিসাবে অনেক লঘু। এ দিকে, রবিবার ইপিএলে এ বারের সব চেয়ে আলোচিত ম্যাচের আগে এক কোচ প্রশংসায় ভরিয়ে দিলেন বিপক্ষ দলের কোচকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসনকে নিজের গুরু মানতেও দ্বিধা নেই লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির কোচ রবের্তো মানচিনির। “ফার্গুসন হলেন মাস্টারমশাই। সব ম্যানেজারেরই ওঁর থেকে অনেক কিছু শেখার আছে।” মানচিনি মারিও বালোতেল্লিকে নিয়েই ঘুঁটি সাজাচ্ছেন। সঙ্গে সের্জিও আগেরো ও এদিন জেকো।

ফাইনালে বোপান্নারা
স্টকহোম ওপেনে পুরুষদের ডাবলস ফাইনালে উঠে গেলেন রোহন বোপান্না এবং আইসাম কুরেশি। শুক্রবার সেমিফাইনালের কঠিন লড়াইয়ে মার্কোস বাঘদাতিস এবং জুয়ান মার্টিন দেল পোত্রো জুটিকে হারালেন শীর্ষ বাছাই ইন্দো-পাক জুটি। এক ঘণ্টা আট মিনিটের লড়াই বোপান্না-কুরেশি জিতে নিলেন ২-৬, ৬-২, ১০-৮।

শৈলেন মান্না অসুস্থ
কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্না আবার অসুস্থ। বৃহস্পতিবার মধ্যরাতে খাট থেকে পড়ে হাড় ভেঙে গিয়েছে। শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.