ফাঁদ পেতে একটি উদবিড়ালকে ধরল বন দফতর। শুক্রবার ভোরে হাওড়া জেলার ডোমজুড়ের নারনা পঞ্চায়েতের পিপলাই গ্রামে এক গ্রামবাসীর বাড়ি থেকে সেটিকে ধরা হয়। বিকেলে উদবিড়ালটিকে সল্টলেকে বন্য প্রাণীদের উদ্ধারকেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রের খবর। উদবিড়ালটি গত কয়েকদিন ধরেই গ্রামবাসীদের বাড়িতে ঢুকে মুরগি ধরে খেয়ে ফেলছিল বলে বন দফতরের কাছে অভিযোগ আসে। সেই খবরের ভিত্তিতেই নড়েচড়ে বসে বন দফতর। দফতরের কর্মীরা একজন গ্রামবাসীর বাড়িতে খাঁচা পাতেন। সেই খাঁচাতে ঢুকে মুরগি খেতে গিয়েই ধরা পড়ে প্রাণীটি।
|
বেআইনিভাবে মজুত করে রাখা শাল কাঠ উদ্ধার করল বন দফতর। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের বাঁশডিহা গ্রামের বাসিন্দা এক কাঠ ব্যবসায়ীর বাড়ির পাশ থেকে এই চোরাই কাঠ উদ্ধার করা হয়। বাঁকুড়ার ডিএফও (দক্ষিণ) সুধীরকুমার দাস বলেন, “বাঁশডিহা গ্রামের এক কাঠ ব্যবসায়ীর বাড়ির পাশে প্রায় দুই ট্রাক শাল কাঠ পড়েছিল। খবর পেয়ে দফতরের আধিকারিক ও কর্মীরা গিয়ে ওই কাঠ বাজেয়াপ্ত করেন। সেই সব কাঠ রানিবাঁধের ডিপোতে রাখা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।” ডিএফও জানান, কাঠগুলি কারা মজুত করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কোনও পাচারকারী চক্র এই কাঠ মজুত করে রেখেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
|
পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে পদযাত্রা হল তুলিনে। শুক্রবার তুলিন জয়সিয়ারাম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ওই পদযাত্রায় ছিল। |