টুকরো খবর
মঙ্গলাহাটের হকারদের পুনর্বাসন দিতে বৈঠক
হাওড়ার বঙ্কিম সেতু থেকে তুলে দেওয়া হকারদের পুনর্বাসনে কয়েকটি জায়গা প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার এই কথা জানিয়েছেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। দিন কয়েক আগে বঙ্কিম সেতু থেকে হকারদের হটিয়ে দেয় পুলিশ। উচ্ছেদ হওয়া হকারেরা ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে স্মারকপত্র দেন। কৃষি বিপণনমন্ত্রী জানান, তাঁকে এবং রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুকে সে দিনই হকারদের জন্য বিকল্প জায়গা ঠিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো শুক্রবার মহাকরণে শ্রমমন্ত্রী এবং কৃষি বিপণনমন্ত্রী ও হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে, হাওড়ার ডিসি (ট্রাফিক), ডিসি (সদর)-সহ অন্য পুলিশ-কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। পরে কৃষি বিপণমন্ত্রী জানান, দ্বিতীয় হুগলি সেতুর তলায় অথবা টিকিয়াপাড়ায় ইস্ট-ওয়েস্ট রোডের ধারে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে। এ নিয়ে আজ, শনিবার হাওড়ার পুলিশ সুপারের ঘরে বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন হকার প্রতিনিধিরাও। হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে শনিবার হকার প্রতিনিধিদের ডাকার কথা বলা হলেও হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতির সিটুর পক্ষের দায়িত্বপ্রাপ্ত তথা মধ্য হাওড়ার প্রাক্তন বিধায়ক অরূপ রায় জানান, এ রকম কোনও বৈঠকের কথা তিনি জানেন না। তিনি বলেন, “হকারদের পুনর্বাসনের জন্য বঙ্কিম সেতুর কাছেই অনেক জায়গা আছে। সেখানে পথ চলতি মানুষের অসুবিধা না করে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেত।”

হাওড়ায় পৌঁছল চার দেহ
জম্মুতে পথ-দুর্ঘটনায় মৃত হাওড়ার চার জনের দেহ শুক্রবার সকালে হাওড়ায় পৌঁছল। এ দিন সকাল ১০টা নাগাদ রাজ্য সরকারের সহযোগিতায় শ্রীয়া দাস (১৩), স্নেহা মাইতি (১৩), রুবি খামরুই (৩৫) ও মীরা খামরুইয়ের (৬৫) দেহ দমদম বিমানবন্দরে এসে নামে। রাজ্যের মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের নেতৃত্বে কফিনবন্দি মৃতদেহগুলি হাওড়ায় আনা হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমে কদমতলায় পৌঁছয় শ্রীয়ার মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, এক বছর আগে শ্রীয়ার বাবা কান্তি দাস মারা গিয়েছেন। মা অনিতাদেবী ছুটিতে মেয়েকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন। দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। এর পরে রুবি ও মীরাদেবীর মৃতদেহ একে একে পৌঁছয় কাসুন্দিয়া শিবতলা ও বাজে শিবপুরে। অরূপবাবু জানান, নবমীর দিন হাওড়া থেকে ৭ জনের একটি দল জম্মু-কাশ্মীর যায়। ১৭ অক্টোবরের দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন মারা যান। পরে হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন কাসুন্দিয়া শিবতলার বাসিন্দা তপন মাইতি ও রত্না মাইতি। কিন্তু মৃত্যু হয়েছে মেয়ে স্নেহার (১৩)। আজ, শনিবার আহতদের হাওড়ায় আনা হবে। অরূপবাবু বলেন, “পিজি-তে আহতদের চিকিৎসা হবে। অনিতাদেবীর দেহও শনিবার হাওড়ায় আসবে।”

চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা
নিজস্ব চিত্র।
চিত্রশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা হয়ে গেল বাউড়িয়া। অর্পিতম কলামন্দির সংস্থার উদ্যোগে এর আয়োজন হয়েছিল বুড়িখালি গার্লস হাইস্কুল মাঠে। গত ১৫ অক্টোবর সংস্থার খুদে শিল্পীদের আঁকা হাজার খানেক ছবি নিয়ে শুরু হয় প্রদর্শনী। তিন দিনের প্রদর্শনীতে বহু মানুষ এসেছিলেন। ১৬ অক্টোবর চারটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। শেষ দিন পুরষ্কার বিতরণ হয়। সংস্থার অধ্যক্ষ গৌতম দাস জানান, এই উদ্যোগ এ বছরই প্রথম। আগামী দিনেও এ ধরনের আয়োজনের ইচ্ছা আছে তাঁদের।

বিদ্যুৎস্পৃষ্ট মহিলার মৃত্যু
মাঠে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে খন্যানের হরিদাসপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম সরমবালা বাউল দাস (৪৪)। এ দিন বিকেল ৩টে নাগাদ বাড়ির কাছে মাঠে ঘাস কাটছিলেন তিনি। উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী একটি তার ছিঁড়ে মাঠে পড়েছিল। ওই তারে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সরমবালার। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দেহ ময়না-তদন্তে পাঠায় পুলিশ।

শক্তিসঙ্ঘের অনুষ্ঠান
ভদ্রকালী শক্তি সঙ্ঘের ৫৮ তম শারদোৎসব উপলক্ষে ২৮ তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গত ৭ অক্টোবর। সঙ্ঘের পুজোমণ্ডপ সংলগ্ন মঞ্চে ওই অনুষ্ঠান হয়। হুগলি ছাড়াও হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলা থেকে শতাধিক প্রতিযোগী নাচ, গান, আবৃত্তি, গল্প বলা প্রতিযোগিতায় যোগ দেয়। এর আগে, গত ১ অক্টোবর অঙ্কন প্রতিযোগিতা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনা করেন শ্যামল চট্টোপাধ্যায়। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

পদ্মের নৃত্যানুষ্ঠান উত্তরপাড়ায়
নিজস্ব চিত্র।
ভদ্রকালীর পদম্ নৃত্য শিক্ষায়তনের ৭ম বার্ষিক মিলনোৎসব সম্প্রতি অনুষ্ঠিত হল। উত্তরপাড়া গণভবনে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার সম্পাদিকা, নৃত্যশিক্ষিকা কাকলি চক্রবর্তী। ‘জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিনী’, ‘আমাদের ছুটি ছুটি’-সহ বিভিন্ন অঙ্গের নৃত্য পরিবেশিত হয়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.