টুকরো খবর
মাওবাদী হানায় বস্তারে হত ছয় জওয়ান
মাওবাদী হানায় নিহত হলেন ছত্তীসগঢ় পুলিশের ছয় জওয়ান। গত রাতে বস্তার জেলার নেতানার গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। বস্তারের এসপি রতনলাল দাঙ্গি এ দিন জানিয়েছেন, নেতানার গ্রামে বন দফতরের একটি বাংলোয় মাওবাদীরা ভাঙচুর চালিয়েছে বলে গত রাতে খবর আসে দরভা থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই গ্রামের দিকে রওনা হয় বিশাল পুলিশ বাহিনী। নেতানার পৌঁছনোর কিছু আগেই প্রথমে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণের মুখে পড়ে দলটি। তার পরে শুরু হয় গুলিবর্ষণ। গুলি-বিস্ফোরণের মুখে ৬ জওয়ান প্রাণ হারান। এই ঘটনার জেরে আহত হয়েছেন আরও তিন পুলিশকর্মী। ওই অঞ্চলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

কাশ্মীরের কিছু এলাকায় উঠছে আফস্পা: ওমর
আগামী কয়েক দিনের মধ্যে কাশ্মীরের কয়েকটি অঞ্চল থেকে প্রত্যাহার করা হবে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) এবং উপদ্রুত অঞ্চল আইন (ডিএএ)। আজ এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রাজ্যবাসীকে তিনি আশ্বস্ত করে জানান, এই পদক্ষেপ জনজীবনের উপরে কোনও বিরূপ প্রভাব ফেলবে না। শ্রীনগরের কাছে জেওয়ানে রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ওমর জানান, এই মুহূর্তে যে সব অঞ্চলে সন্ত্রাসবাদের দাপট কমেছে, সেখান থেকে তুলে নেওয়া হবে আইনগুলি। ধীরে ধীরে তা কার্যকর করা হবে গোটা রাজ্যেই। তবে, আইনগুলি প্রত্যাহার করা হলে পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর দায়িত্ব আরও বাড়বে বলে মন্তব্য করেন ওমর।

কেজরিওয়ালকে নোটিস আয়কর দফতরের
বকেয়া ৯ লক্ষ টাকা মিটিয়ে দিতে অণ্ণা হজারে শিবিরের সদস্য অরবিন্দ কেজরিওয়ালকে ফের নোটিস পাঠাল আয়কর দফতর। অরবিন্দ কেজরিওয়াল প্রাক্তন আইআরএস (ইন্ডিয়াল রেভিনিউ সার্ভিস) অফিসার। নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে তিনি ছুটি নিয়ে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন। আয়কর দফতরের অভিযোগ, তিনি চুক্তি ভঙ্গ করেন। আয়কর দফতরের হিসেবে তিনি এখনও সরকারি অফিসার। কাজে যোগ না দেওয়ায় তাঁকে সুদ সহ দু’বছরের বেতন আয়কর দফতরে জমা দিতে হবে। গত অগস্টেই তাঁকে এই নিয়ে একটি নোটিস পাঠানো হয়েছিল। কেজরিওয়াল জানিয়েছেন, তিনি কোনও চুক্তি ভঙ্গ করেননি। নোটিসের জবাব তিনি যথা সময়ে দেবেন।

শাহরুখকে টাকা জমা দেওয়ার নির্দেশ কোর্টের
কপিরাইট আইন ভাঙার মামলায় শাহরুখ খানকে ১ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। ওই টাকা জমা না দিলে ‘রা ওয়ান’ সিনেমার মুক্তির উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি মোহিত শাহ এবং বিচারপতি রোশন দালভির বেঞ্চ। দেওয়ালিতে মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের সিনেমা ‘রা ওয়ান’-এর। বম্বে হাইকোর্টে এক আবেদনে প্রযোজক যশ পট্টনায়ক জানান, ওই সিনেমার ভাবনা ও বিষয়বস্তুর কপিরাইট প্রকৃতপক্ষে তাঁর। এ ক্ষেত্রে প্রাথমিক ভাবে কপিরাইট আইন ভাঙা হয়েছে বলেই ধারণা হাইকোর্টের। তাই শাহরুখ, প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও ইরোজ এন্টারটেনমেন্টকে ১ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। তবে কপিরাইট আইন ভাঙা নিয়ে এখনও চূড়ান্ত রায় দেয়নি আদালত। বেঞ্চের মতে, সিনেমা তৈরির ক্ষেত্রে অনেকেই অন্যের ভাবনা ব্যবহার করেন। কিন্তু, সে জন্য অন্যকে টাকা বা স্বীকৃতি দিতে চান না। এটা দুর্ভাগ্যজনক।

নভেম্বরের মধ্যে শৌচাগার তৈরির নির্দেশ
দেশের সমস্ত সরকারি স্কুলে নভেম্বরের মধ্যে শৌচাগার তৈরি করে ফেলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মূলত ছাত্রীদের কথা মাথায় রেখেই এই নির্দেশ। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সর্বোচ্চ আদালত বলেছে, ৩০ নভেম্বরের মধ্যে শৌচাগার তৈরির কাজ শেষ করে তাদের রিপোর্ট জমা দিতে হবে। বিচারপতি ডি কে জৈনের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, “অনেক বাবা-মা স্কুলে শৌচাগার না থাকলে মেয়েকে স্কুলে পাঠাবেন না। ৩০ নভেম্বরের মধ্যে এই পরিষেবা দেওয়ার কাজ যাতে সম্পূর্ণ হয়, তার নির্দেশ দেওয়া হল। কোনও কারণে কাজ শেষ করা না গেলে স্কুলে অন্তত অস্থায়ী শৌচাগার বানাতে হবে। তবে স্থায়ী শৌচাগার তৈরি করে ফেলতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।” স্কুলে পানীয় জল ও শৌচাগারের বন্দোবস্ত করতে সরকারকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। তার প্রেক্ষিতে এই নির্দেশ দেন বিচারপতিরা।

অনুদান বৃদ্ধির দাবি শিশিরের
জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে কেন্দ্রের অনুদান বৃদ্ধি করার জন্য দাবি জানিয়ে যোজনা কমিশনের দ্বারস্থ হল রাজ্য। বর্তমানে কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে ওই পরিকল্পনায় বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাহায্য দিয়ে থাকে। পশ্চিমবঙ্গের ১৮,১৩,১৪০ জন ব্যক্তি পিছু কেন্দ্র ওই আর্থিক অনুদান দেয়। কিন্তু বর্তমানে আর্থিক সাহায্যপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে প্রায় সাড়ে ২৩ লক্ষ। ওই বাড়তি পাঁচ লক্ষ ব্যক্তিও যাতে কেন্দ্রীয় অনুদানের আওতায় আসেন তার জন্য আজ যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার দ্বারস্থ হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, “কেন্দ্র গোটা রাজ্যের জনসংখ্যার আট শতাংশের বেশি মানুষকে ওই সাহায্য দিতে নারাজ। বিপিএল তালিকার ভিত্তিতে কেন্দ্র সাহায্য করুক এই আবেদন করা হয়েছে।” গোটা বিষয়টি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত জানাননি মন্টেক। শিশিরবাবুর দাবি, মন্টেক গোটা বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।

অণ্ণা-গোষ্ঠীর উপর হামলার ছক ব্যর্থ
মেরঠে অণ্ণা হজারে শিবিরের সদস্যদের উপরে হামলার ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে পুলিশ। এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে অখণ্ড হিন্দুস্থান মোর্চা সংগঠনের নেতা সতীতানন্দ সরস্বতী সহ চার জনকে আটক করেছে পুলিশ। মেরঠের জিমখানা ময়দানে অণ্ণা শিবিরের একটি অনুষ্ঠান হওয়ার কথা। ওই ময়দান থেকেই সতীতানন্দ ও তাঁর সহযোগীদের আটক করা হয়েছে। দিল্লিতে অণ্ণা শিবিরের সদস্যদের উপরে হামলার ঘটনায় অখণ্ড হিন্দুস্থান মোর্চার সদস্যরা জড়িত ছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.