কলকাতার সবুজ এলাকায় (গ্রিন জোন) হোর্ডিং লাগানো যাবে না। সরাতে হবে বেআইনি হোর্ডিংও। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা সৌন্দর্যায়ন প্রকল্প বিষয়ক কমিটি। এ দিন মিলেনিয়াম পার্কে ওই কমিটির বৈঠকে বেআইনি হোর্ডিং চিহ্নিত করার জন্য পুলিশ, পূর্ত দফতর, কেএমডিএ ও কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে কমিটি তৈরি হয়। বৈঠকে ঠিক হয়, কমিটির সদস্যেরা শহরের বেআইনি হোর্ডিংগুলি চিহ্নিত করবেন। তাঁদের সঙ্গে থাকবে ওই কমিটির নিজস্ব অনুমতিপত্র। এর আগে কেএমডিএ-র দেওয়া অনুমতিপত্র নিয়ে কলকাতা পুর-এলাকায় ও পুর-অনুমতি নিয়ে কেএমডিএ এলাকায় বা পূর্ত দফতরের জায়গায় হোর্ডিং বসিয়ে দিয়েছেন অনেকে। সেগুলি চিহ্নিত করে খোলা হবে বলে জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরমন্ত্রী আরও জানান, বেশ কিছু হোর্ডিং ব্যবসায়ী ব্যানার ও পোস্টার নিয়ে এ দিন মিলেনিয়াম পার্কে বিক্ষোভ দেখান। তাঁদের জানানো হয়েছে, আগে বেআইনি হোর্ডিংমুক্ত করতে হবে শহরকে। পরে তাঁদের ব্যবসার কথা চিন্তা করা হবে। বেআইনি হোর্ডিং চিহ্নিত করতে তাঁদের কমিটির সঙ্গে কথা বলতে বলা হয়েছে। পুরমন্ত্রী বলেন, “প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নের জন্য কিছু নির্মাণের অনুমতি মিলেছে। সৌন্দর্যায়নের কাজ অবিলম্বে শুরু করা হচ্ছে।”
|
সেপটিক ট্যাঙ্কে মিলল বাবা-ছেলের দেহ। শুক্রবার, পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে নির্মীয়মাণ একটি বাড়িতে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে কালীপদ সাহু (৪৫) ও তাঁর ছেলে আনন্দ (২১) নিখোঁজ ছিলেন। কালীপদর এক ভাই বৃহস্পতিবার নিখোঁজ ডায়েরিও করেন। ওই বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন তাঁরা। সেখানে অন্য কোনও মিস্ত্রি ছিল না। পুলিশ জেনেছে, শুক্রবার কালীপদর ভাই ওই বাড়িতে ঢুকে দাদাকে মোবাইলে ফোন করলে সেপটিক ট্যাঙ্ক থেকে আওয়াজ পান। তার পরেই দেখেন দেহগুলি। পুলিশের অনুমান, ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়েই এই মৃত্যু। পুলিশ জানায়, দেহ দু’টিতে আঘাতের চিহ্ন ছিল না।
|
দেওয়াল ভেঙে স্কুলে ঢুকে পড়ল সরকারি বাস। শুক্রবার, হরিদেবপুরের ঋতম বিদ্যাপীঠে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টা নাগাদ এস-৩১ রুটের বাসটি স্কুলের গেট ও দেওয়াল ভেঙে ঢুকে পড়ে, তিনটি দেবদারু গাছে ধাক্কা মেরে থামে। পুলিশ জানায়, চালক পলাতক। যাত্রীরা আহত হননি। পুজোর ছুটি চলায় এ দিন স্কুলে ছাত্র-শিক্ষকেরা ছিলেন না। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সুব্রত মণ্ডল বলেন, “বাসটি যেখানে ঢুকেছিল, সেখানেই ১০টা ৩৫ পর্যন্ত ছাত্ররা দাঁড়ায়। স্কুল খোলা থাকলে বড় দুর্ঘটনা হত।”
|
নিউ টাউনেও তৈরি হবে ‘টাচ স্ক্রিন ইনফরমেশন কিয়স্ক’। সেখানকার অফিসগুলিতে যাতায়াতকারীদের নির্দিষ্ট গন্তব্যের হদিশ দিতেই হবে এই ব্যবস্থা। শুক্রবার নবদিগন্তের উদ্যোগে নিকোপার্ক, এসডিএফ, কলেজ মোড় ও টেকনোপলিস মোড়ে ওই বিশেষ কিয়স্ক চালু হল। এ দিন সেক্টর ফাইভে তার উদ্বোধন করে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “শিল্পতালুককে সব দিক থেকেই বিশ্বমানের করে গড়া হবে।”। |