অবৈধ ট্রান্সফর্মার বসিয়ে সেচের ব্যবসা করছিলেন এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির সিকিউরিটি এন্ড লস প্রিভেনসন উইংস হানা দিয়ে ট্রান্সফর্মারটি আটক করল। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নলহাটি থানার শীতলগ্রামে। বিদ্যুৎ দফতরের সিউড়ির রিজিওনাল ম্যানেজার মানিক পাল বলেন, “এক ব্যক্তি অবৈধভাবে ট্রান্সফর্মারটি বসিয়ে এলাকায় আরও কয়েক জনকে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচের জল তোলার ব্যবসা করছিলেন। গোপন সূত্রে এই খবর পেয়ে আমরা দিয়েছিলাম। ট্রান্সফর্মারটি আটক করে আনা হয়েছে। ওই ব্যবসায়ী পালিয়েছে। নলহাটি থানা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।” তিনি জানান, ট্রান্সফর্মারটি কোথা থেকে আনা হয়েছে তা খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজনর থানা এালাকার গাংমুড়ি গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম দুঃখহরণ বন্দ্যোপাধ্যায়। তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রাজনগর শাখার ম্যানেজার ওই যুবকের বিরুদ্ধে ঋণ পরিশোধ না করার অভিযোগ দায়ের করেছিলেন। তার পর থেকে পুলিশ ওই যুবকের খোঁজ করছিল। শুধু তাই নয় দুঃখহরণের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে প্রচারণা করার অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে সিউড়ি আদালতে হাজির করানো হলে তাকে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
বীরভূম জেলায় সেচ, প্রাণী সম্পদ ও মাছ চাষের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। শুক্রবার বিধানসভার পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জটু লাহিড়ি বোলপুরে এ কথা জানান। তিনি বলেন, “এই জেলার ২০০০ হেক্টর জমি সেচের আওতায় আনা হবে। অজয় নদের উপরে একটি ছোট বাঁধ দেওয়া হচ্ছে। অতিদ্রুত সেই কাজ শেষ করা হবে।” তিনি আরও জানান, একই সঙ্গে বীরভূমের প্রাণী সম্পদ ও মাছ চাষের উন্নতির জন্য আরও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পগুলি রূপায়ণ হলে এলাকার আর্থ-সামাজিক ছবি অনেক বদলে যাবে। এ দিন বোলপুর মহকুমাশাসকের সভাঘরে এই বৈঠক হয়। সেখানে ওই স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা, জেলার বিধায়ক, আধিকারিকেরা এবং প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী নুরে আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
|
কলকাতা হার্ট রিসার্চ সেন্টারের সহযোগিতায় আজ, শনিবার থেকে সিউড়ি সদর হাসপাতালে চালু হচ্ছে সিটি স্ক্যান বিভাগ। এই বিভাগ চালু হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। ওই হাসপাতালের সুপার মানবেন্দ্র ঘোষ বলেন, “বেরকারি উদ্যোগে কলকাতা ছাড়া, দু’একটি জেলায় সিটি স্ক্যান বিভাগ চালু হয়েছে। ওই বিভাগ চালু হলে রোগীদের আর হয়রান হতে হবে না। ২৪ ঘণ্টা পরিষেবা চালু থাকবে। রোগীরা পরিষেবা পাবেন সরকারি নির্ধারিত মূল্যে।”
|
বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্কুল পরিচালন সমিতির ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস-তৃণমূল জোট। বৃহস্পতিবার ছিল নানুরের মাধপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু এ দিন ৬টি আসনে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থীরা ছাড়া কেউ মনোনয়ন জমা দেননি। স্কুল সূত্রে জানা গিয়েছে, এই স্কুলের পরিচালন সমিতির বামেদের দখলে ছিল। |