গদ্দাফির হত্যা রাবণ বধের সমান: ক্যামেরন
নিজস্ব সংবাদদাতা • লন্ডন |
মুয়ম্মর গদ্দাফির হত্যাকে ‘রাবণ বধের’ সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তখন ১০ ডাউনিং স্ট্রিটে দেওয়ালির অনুষ্ঠান চলছিল। আয়োজক স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন শিখ ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন। তাঁদের সঙ্গে কথা বলার সময়ই সকলকে অবাক করে দিয়ে রামায়ণ থেকে রাবণ বধের তুলনা টেনে ক্যামেরন গদ্দাফির মৃত্যুকে ‘শয়তানের মৃত্যু’ বলে বর্ণনা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথায়, “দেওয়ালি হল অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের এবং শয়তানের মৃত্যু উদ্যাপনের উৎসব।” |
কারাদণ্ড বহাল, ছবি করতে পারবেন না ইরানের পরিচালক
সংবাদসংস্থা • তেহরান |
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক জাফর পানাহিকে ৬ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে তেহরানের একটি আদালত। পাশাপাশি, আদালতের নির্দেশ, এই চিত্রপরিচালককে ২০ বছর কোনও ছবি পরিচালনা করতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না অন্য কোনও দেশে। তবে, সপ্তাহ দু’য়েক আগে আদালতের এই রায় পানাহিকে জানানো হলেও এখনও তা কার্যকর করা হয়নি বলে পানাহির পরিবার সূত্রে জানা গিয়েছে। পানাহির আইনজীবী অবশ্য বলেছেন, “এই রায়ের কথা সরকারি ভাবে তাঁদের জানানো হয়নি।” প্রসঙ্গত, ২০১০-এর ডিসেম্বর মাসে পানাহিকে প্রথম তাঁর ছবির জন্য দোষী সাব্যস্ত করে ইরানের একটি আদালত। তিনি এই রায়ের বিরুদ্ধে আবেদন করেছিলেন। ইরানের সরকারি সংবাদপত্রে পানাহিকে ফের দোষী সাব্যস্ত করার খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের পরিপন্থী ছবি পরিচালনা করার জন্যই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’ ৫১ বছরের এই চিত্র পরিচালক তাঁর ছবির জন্য বহু পুরস্কার পেয়েছেন। কিন্তু তাঁর বেশিরভাগ ছবিই ইরানে দেখানোর ছাড়পত্র পায়নি। সম্প্রতি, তিনি একটি তথ্যচিত্র পরিচালনা করেছিলেন। তথ্যচিত্রটির নাম ‘দিস ইজ নট আ ফিল্ম’। সেখানে দেখা গিয়েছে, পরিচালক সারা দিন ধরে আদালতে রায় শোনার জন্য অপেক্ষা করছেন। ছবিটি এ বার কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। পাশাপাশি, ইরানের সরকারি ওই খবরের কাগজে জানানো হয়েছে, ইরানেরই অন্য এক চিত্র পরিচালককে ৬ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল আদালত। কিন্তু তিনি এর বিরুদ্ধে আবেদন করলে, আদালত সেই রায় পুনর্বিবেচনা করে ১ বছর করেছে। |
ইরাক যুদ্ধ শেষ: ওবামা
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
প্রায় ৯ বছর পর ইরাক যুদ্ধ শেষ হতে চলেছে বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার তিনি জানিয়েছেন, প্রতিশ্রুতি মতো এ বছরের মধ্যেই ইরাক থেকে সমস্ত সেনা সরিয়ে নেবে আমেরিকা। ওবামার কথায়, “বলা যায়, ইরাক যুদ্ধ শেষ।” ওবামার পূর্বসূরি জর্জ বুশের আমলে এক চুক্তির মাধ্যমে ঠিক হয়, ২০১১ সালের মধ্যে ইরাক থেকে সেনা সরিয়ে নেবে আমেরিকা। তবে সেই প্রতিশ্রুতি আমেরিকা রক্ষা করবে কি না তা নিয়ে জল্পনা চলছিল। ওবামার আজকের মন্তব্য সে জল্পনায় ইতি টানবে বলেই মনে করা হচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী নুরি অল মালিকির সঙ্গে এক ভিডিও বৈঠকের পর যুদ্ধ শেষ করার কথা জানান ওবামা। |