টুকরো খবর
ফের জেল হেফাজতে টিঙ্কু
উপ-সংশোধনাগার থেকে পালিয়ে গিয়ে ফিরে আসা বন্দি টিঙ্কু গাইনকে শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হয়। এসিজেএম বিচারক তাকে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। গত বুধবার সকালে কালনা উপ-সংশোধনাগার থেকে পালিয়ে যায় বধূ নির্যাতনের অভিযোগে ধৃত হুগলির কুন্তিঘাটের যুবক টিঙ্কু। বিভিন্ন জায়গায় তল্লাশি করেও কোনও খোঁজ মেলেনি তার। অবশেষে বৃহস্পতিবার রাতে বাড়ির লোকজনের সঙ্গে কালনা থানায় গিয়ে ধরা দেয় সে। এ দিন তাকে আদালতে তোলা হয়। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন টিঙ্কুর জবানবন্দিও রেকর্ড করেন জেল কর্তৃপক্ষ।

নতুন পরিচয়পত্রের প্রক্রিয়া শিল্পাঞ্চলে
ইউআইডি কার্ড (বিশেষ নাগরিকত্ব পরিচিতি কার্ড) তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের দুর্গাপুর, আসানসোল, রানিগঞ্জ ও অন্ডাল মোড় শাখায়। ১৮ অক্টোবর ব্যাঙ্কের দুর্গাপুরের প্রাদেশিক কার্যালয়ের অধিকর্তা প্রদীপ চৌহান ও মুখ্য প্রবন্ধক অনিল শ্রীবাস্তব প্রক্রিয়ার উদ্বোধন করেন। ওই কার্ড পেতে বাসিন্দাদের ছবি-সহ পরিচিতি পত্র এবং বাসস্থানের প্রমাণপত্র নিয়ে যোগাযোগ করতে হবে ব্যাঙ্কে। কার্ডটি ব্যাঙ্কের আমানত খোলা, রেশন কার্ড বানানো, গ্যাস-টেলিফোন সংযোগ নেওয়া প্রভৃতি কাজে ব্যবহার করা যাবে।

বদলির প্রতিবাদে ধর্নায় বসলেন শ্রমিকেরা

পাঁচটি শ্রমিক সংগঠনের সংযুক্ত কমিটির নেতৃত্বে শুক্রবার থেকে জেকে নগর কোলিয়ারি চত্বরে ধর্নায় বসেছেন শ্রমিকেরা। মাসখানেক আগে ভূগর্ভে জল ঢুকে যাওয়ায় কোলিয়ারির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর পরে ১৭ অক্টোবর ১২২ জন কর্মীকে অন্যত্র স্থানান্তরিত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংযুক্ত কমিটির দাবি, ভূগর্ভ থেকে জল বের করে কোলিয়ারির উৎপাদন শুরু করতে হবে। রাজ্যসভার সদস্য এআইটিইউসি নেতা রামচন্দ্র সিংহ ধর্না মঞ্চ থেকে বলেন, “জেসিসি-কে না জানিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন কতৃর্পক্ষ। তার বিরুদ্ধেই এই আন্দোলন।” এ দিন এই বিষয়টি নিয়ে সাঁকতোরিয়ায় কয়লা প্রতিমন্ত্রী প্রতীক প্রকাশ বাপু পাটিলের কাছে প্রতিকারের লিখিত আবেদন জানান এআইসিসি-র সেন্ট্রাল মনিটরিং কমিটির সদস্য শম্পা সরকার। এছাড়াও শম্পাদেবী মন্ত্রীর কাছে অভিযোগ করেন, রানিগঞ্জের নিমচায় আদিবাসীদের জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না করেই কয়লা কেটে নিয়েছে ইসিএল। কিন্তু কোনও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি। মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে শুক্রবার এমএএমসি মাঠের খেলায় ক্লাব ডিএসএমএস ৩-০ গোলে হারায় রবীন্দ্রভবনকে। রাহালা মুর্র্মু দুটি ও শশাঙ্ক রায় একটি গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন পার্থসারথি বন্দ্যোপাধ্যায়, রতন মাইতি, অসীম দে। অন্য দিকে, গ্যামনব্রিজ মাঠে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব ও উখড়া ফুটবল অ্যাকাডেমির খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। কোনও দল গোল করতে পারেনি। ম্যাচটি পরিচালনা করেন অভীক চক্রবর্তী, ওমপ্রকাশ সিংহ ও জিতেন রুইদাস।

নারী পাচার চক্রের পান্ডা গ্রেফতার
আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ একটি আন্তঃরাজ্য নারী পাচার চক্রের হদিস পেয়েছে। বৃহস্পতিবার রাতে কুলটি থানার লছিপুর নিষিদ্ধ পল্লি থেকে ওই নারী পাচার চক্রের এক পান্ডাকে ধরেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, ওই ব্যক্তি গত চার বছর ধরে বাংলাদেশ থেকে মহিলাদের নিয়ে এসে ভারতের বিভিন্ন রাজ্যে পাচার করছেন। ধৃতের নাম মুস্তাইল মোল্লা। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তিন জন মহিলাকে কুলটির লছিপুর নিষিদ্ধ পল্লিতে নিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। ওই তিন জনকেও পুলিশ উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে। কমিশনার জানান, আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুতেও অবৈধ এই কাজে জড়িত মুস্তাইল। অন্য দিকে, অস্ত্র আইনে ধৃত আসানসোলের কয়লা ব্যবসায়ী জয়দেব মণ্ডলের বিষয়ে কলকাতা পুলিশের এসটিএফ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ।

ইউআইডি কার্ড
ইউআইডি কার্ড (বিশেষ নাগরিকত্ব পরিচিতি কার্ড) তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের দুর্গাপুর, আসানসোল, রানিগঞ্জ ও অন্ডাল মোড় শাখায়। ১৮ অক্টোবর ব্যাঙ্কের দুর্গাপুরের প্রাদেশিক কার্যালয়ের অধিকর্তা প্রদীপ চৌহান ও মুখ্য প্রবন্ধক অনিল শ্রীবাস্তব প্রক্রিয়ার উদ্বোধন করেন। বিশেষ ওই কার্ড পেতে বাসিন্দাদের ছবি-সহ পরিচিতি পত্র এবং বাসস্থানের প্রমাণপত্র নিয়ে যোগাযোগ করতে হবে ব্যাঙ্কে। প্রসঙ্গত, একমাত্র ওই ব্যাঙ্কে শাখাগুলিতেই এই বিশেষ কার্ড তৈরি হচ্ছে। কার্ডটি ব্যাঙ্কের আমানত খোলা, রেশন কার্ড বানানো, গ্যাস-টেলিফোন সংযোগ নেওয়া প্রভৃতি কাজে ব্যবহৃত হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.