আগামী ১০ দিনের মধ্যে হলদিয়ার বিসি রায় ডেন্টাল কলেজকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিসিআই)।
বিধি ভেঙে হলদিয়ায় ওই বেসরকারি ডেন্টাল কলেজের বাড়িতেই বেসরকারি মেডিক্যাল কলেজ চালানোর অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, একই বাড়িতে ডেন্টাল ও মেডিক্যাল কলেজ চালিয়ে বিধি ভঙ্গ করেছেন কর্তৃপক্ষ। সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ ওই কলেজের পরিচালন কমিটির সভাপতি। ‘আইকেয়ার’ নামে যে স্বেচ্ছাসেবী সংস্থা ওই মেডিক্যাল কলেজটি তৈরি করেছে, সেটির চেয়ারম্যানও লক্ষ্মণবাবু।
অভিযোগ, মেডিক্যাল কলেজের অনুমোদন পাওয়ার জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (এমসিআই) প্রথম পরিদর্শনের আগে ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীদের মূল ভবন থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। ডেন্টাল কলেজের বাড়ি তৈরি শেষ না করেই মূল ভবন ভেঙে অন্য রূপ দেওয়া হয়। পরে এমসিআই ও ডিসিআইয়ের যৌথ পরিদর্শনের পর তারা একই বাড়িতে দুই কলেজ চলার কথা সুপ্রিম কোর্টকে জানায়।
ডিসিআইয়ের সভাপতি দিব্যেন্দু মজুমদার এ দিন বলেন, “আমাদের না-জানিয়েই কলেজ কর্তৃপক্ষ ডেন্টাল কলেজ সরিয়েছেন। কলেজকে আবার আগের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ১০ দিন সময় দিয়েছি। এই কাজ ঠিক ভাবে চলছে কিনা তা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।” দিব্যেন্দুবাবুর বক্তব্য, “কী ভাবে একই ভবনকে ডেন্টাল ও মেডিক্যাল কলেজ হিসাবে দেখানো হল তা-ও রাজ্যকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।”
এ ব্যাপারে রাজ্যের শিক্ষা-স্বাস্থ্য অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “ডিসিআইয়ের নির্দেশের কাগজ পেয়েছি। ১০ দিনের মধ্যে কী ভাবে কলেজকে আগের অবস্থায় ফেরানো যাবে বুঝতে পারছি না। আবার তা না-করলে ডেন্টাল কলেজের অনুমোদন বাতিল হয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সঙ্কটে পড়তে পারে।” তদন্তের বিষয়ে তাঁরা এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা।
ডিসিআইয়ের তরফে এ দিন জানানো হয়েছে, এ বছর যে সব ছাত্রছাত্রী ডেন্টাল কলেজ থেকে পাশ করেছেন তাঁদের বৈধতা দিয়েছে কাউন্সিল। তাঁরা ইন্টার্নশিপ শুরু করতে পারবেন। |