আগামী বছর থেকে জয়েন্ট এন্ট্রান্সের অনলাইন কাউন্সেলিং
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনলাইনে কাউন্সেলিং করে ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র ভর্তির সিদ্ধান্ত নিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংকে কেন্দ্র করে প্রায় প্রত্যেক বছরই ছোট-বড় গোলমাল বাধে। এ বার জুলাই মাসে কাউন্সেলিংয়ের প্রথম দিনেই সেন্ট্রাল সিলেকশন কমিটির সঙ্গে প্রার্থীদের গণ্ডগোল হয়। ওই দিন ‘টিউশন ফি মকুব’ প্রকল্পের অন্তর্গত ১৫০০ আসনে ছাত্র ভর্তির জন্য কাউন্সেলিং হওয়ার কথা ছিল। এ জন্য হাজার পাঁচেক প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকলেও অনেক বেশি ছাত্রছাত্রী চলে আসেন। এতে কাউন্সেলিংয়ে প্রচুর সময় লাগে। কমিটির সঙ্গে গোলমাল বাধে ছাত্রছাত্রীদের। ওই দিন রাতে সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর করা হয়, পথ অবরোধও চলে দীর্ঘক্ষণ। সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র ভর্তির জন্য অনলাইন কাউন্সেলিং করার কথা বলেছিলেন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত বৃহস্পতিবার জানান, আগামী বছর থেকে অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ছাত্র ভর্তি হবে। তিনি বলেন, “এতে ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে এবং দূরদূরান্ত থেকে মানুষকে কলকাতায় এসে কাউন্সেলিংয়ে যোগ দিতে হবে না। তবে কোন পদ্ধতিতে অনলাইন কাউন্সেলিং হবে, তা এখনও ঠিক হয়নি।” পরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ১৫ এপ্রিল। আগামী বছর অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেডিক্যালে ছাত্র ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে ভাস্করবাবু বলেন, “কেন্দ্র এ ব্যাপারে বোর্ডকে এখনও কিছু জানায়নি। তাই আগামী বছর ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিক্যালের পরীক্ষা নিতেও প্রস্তুতি নিচ্ছি আমরা।”
|
অস্ত্রোপচারের সরঞ্জাম চুরি মেডিক্যালে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পুলিশের অনুমান, বাতানুকূল যন্ত্র ভেঙেই ঢুকেছিল চোর। নিজস্ব চিত্র। |
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইনডোরে বুধবার গভীর রাতে অস্ত্রোপচারের নানা সরঞ্জাম চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। হাসপাতালের ডেপুটি সুপার তাপস ঘোষ জানান, চুরি যাওয়া যন্ত্রপাতির মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। হাসপাতালের নজরদারি ব্যবস্থার উন্নতির জন্যও স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানানো হয়েছে। বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও চুরির কিনারা হয়নি।
|
চিকিৎসককে ঘিরে বিক্ষোভ স্বাস্থ্যকেন্দ্রে
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
আহত রোগীর চিকিৎসা না করার অভিযোগে দাঁতন ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক মহিলা চিকিৎসককে আটকে বিক্ষোভ দেখালেন এলাকার লোকজন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দাঁতন থানার বড়া গ্রামের বাসিন্দা সুজয় মহাপাত্রের উপরে হামলা চালান গ্রামেরই কয়েকজন। আহত সুজয়বাবুকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসক নমিতা জানা চিকিৎসা করতে রাজি হননি বলে অভিযোগ। নমিতাদেবীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
পরিষেবার দাবি, বিক্ষোভ স্বাস্থ্যকেন্দ্রে
নিজস্ব সংবাদদাতা • পাড়ুই |
পরিষেবার দাবিতে বৃহস্পতিবার সাত্তোর-কসবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখাল তৃণমূল। পরে তারা ১২ দফা দাবিতে স্মারকলিপি দেয়। ওই স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক নীলাদ্রী রায় বলেন, “তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তৃমমূলের সাত্তোর অঞ্চল সম্পাদক শেখ মুস্তাফার অভিযোগ, “এই স্বাস্থ্যকেন্দ্রে মাত্র দু’জন চিকিৎসক আছেন। কিন্তু রোগীরা পরিষেবা পান না। হাসপাতালের কর্মীদের জন্য থাকার জায়গা থাকলেও সেখানে তাঁরা থাকেন না। ফলে ২৪ ঘণ্টা পরিষেবাও মেলে না।”
|
ক্যানসারের ওষুধে নিষেধাজ্ঞা কেন্দ্রের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ক্যানসারের ওষুধ ‘লেট্রোজোল’-এর উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করেছে কেন্দ্র। এই ওষুধটি মেনোপজের পর মহিলাদের স্তনের ক্যানসারের ক্ষেত্রে ব্যবহার হয়। এ দেশে সন্তানহীনা মহিলাদের গর্ভধারণের ক্ষেত্রেও ‘লেট্রোজোল’-এর ব্যবহার বহুল প্রচলিত। সে ক্ষেত্রে দেখা গিয়েছে, হাড় ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে জন্ম হচ্ছে শিশুর। |