নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগ শুরুর মুখে মামলায় জেরবার এ আই এফ এফ। কাল, শনিবার ইস্টবেঙ্গল বনাম চার্চিল ম্যাচ দিয়ে আই লিগের উদ্বোধন। আর আজ, শুক্রবার গোয়ায় ফেডারেশন বনাম ভাস্কো মামলার অন্তর্বর্তী কালীন রায় বেরোনর কথা।
বেআইনি ফুটবলার খেলিয়ে লাজং আই লিগে উঠেছে, এই অভিযোগ ভাস্কোর। লিগের সব ম্যাচে স্থগিতাদেশ আসবে, না, শুধু লাজংয়ের ম্যাচগুলিতে? এ নিয়ে জল্পনা চলছে জাতীয় ফুটবল মহলে।
ইস্টবেঙ্গলে যেমন তীব্র জল্পনা চলছিল, চার বিদেশিকেই কি নথিবদ্ধ করা হবে? অ্যালান গাওয়ের জন্য কি টোলগে ওজবের ভাগ্য কি খারাপ দাঁড়াবে? গাওয়ের দিকে ছিলেন কোচ। গাওকে নিয়ে প্রশ্ন ছিল অনেক কর্তার। শেষ পর্যন্ত সচিব কল্যাণ মজুমদার ও ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য দু’জনেই জানিয়ে দিলেন, “চার জনকেই নথিবদ্ধ করানো হবে।” |
ইস্টবেঙ্গলের বড় খবর হল, প্রধান দুই গোলকিপার সন্দীপ নন্দী ও অভ্র মণ্ডলকে আই লিগের প্রথম ম্যাচে খেলানো হবে না। প্রথম দুই হিসেবে গুরপ্রীত সিংহ ও জয়ন্ত পাল থাকছেন। গুরপ্রীতকেই শনিবার চার্চিল ম্যাচে প্রথম দলে খেলানো হবে। তবে মেহতাব হোসেন ও রাজু গায়কোয়াড়কে প্রথম দুটি ম্যাচে পাওয়া কঠিন। বেটোর চার্চিল অবশ্য পূর্ণ শক্তি নিয়ে নামছে।
বৃহস্পতিবার সকালে অনুশীলনের পর টোলগে ওজবের মুখেও শোনা গেল বেটোদের প্রশংসা। “চার্চিল বেশ শক্ত দল। ওদের বিদেশিরাও খুব ভাল।” চলতি মরসুমে হঠাৎই দ্বিতীয় দলে চলে যাওয়া টোলগে জানালেন, ৬০ মিনিট পর মাঠে নামলেও মনোসংযোগে কোনও ব্যাঘাত ঘটছে না। তবে অ্যালান গাওয়ের প্রথম দলে খেলা নিয়ে প্রশ্ন করলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।
লিয়েন্ডার অন্য ভূমিকায়: সলমন খানকে জাতীয় ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কথা ঘোষণা হলেও তিনি কিছু করেননি। মাঠে এসেছিলেন এক দিন। সেই জায়গায় লিয়েন্ডার পেজকে আনা হচ্ছে রীতিমতো চুক্তি করে। লিয়েন্ডার এই ব্যাপারে অনেক সিরিয়াস। শনিবার আই লিগের উদ্বোধনী ম্যাচে থাকবেন লিয়েন্ডার। সেখানেই এটা ঘোষণা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে পঞ্চাশ জন ঢাকি। ম্যাচের আগে গান গাইবেন নচিকেতা ও ব্যান্ডেজ ব্যান্ড। |