চিতাবাঘের জোড়া দেহ
বৃহস্পতিবার সকালে গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া কালীপুরে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করল বন দফতর। সামান্য দূরত্বের ব্যবধানে একটি স্ত্রী ও একটি পুরুষ চিতাবাঘের মৃতদেহ পাওয়া যাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। বনকর্মীদের একাংশ জানিয়েছেন, এদিন সকালে যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছে তার আশপাশে আরও একটি চিতাবাঘকে ক্ষিপ্রতার সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। বেলা বাড়ার পরে তৃতীয় এই চিতাবাঘটি জঙ্গলে ফিরে যায়। মৃত দুই চিতাবাঘের শরীরে অসংখ্য জখমের চিহ্ন পাওয়া গিয়েছে। দুটির দেহেই নখের আচড়, কামড়ের দাগ পাওয়া গিয়েছে। একটি চিতাবাঘের পেটও ফুটো হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গল লাগোয়া মেদলা নজরমিনারের পাশেই যে এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে সেখানে মাটিতেও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনা হল, মেদলা ও কালীপুরের কর্তব্যরত বনকর্মীরা বুধবার রাতে চিতাবাঘের গর্জনও শুনতে পান বলে বনাধিকারিকদের জানিয়েছেন। সব মিলিয়ে বন দফতরের ধারণা, নিজেদের মধ্যে মারামারির কারণেই দুটি চিতাবাঘের মৃত্যু হয়েছে।
একটি দেহ। কালীপুরে ছবিটি তুলেছেন সন্দীপ পাল।
জলপাইগুড়ির বন্যপ্রাণ বিভাগের ডিএফও সুমিতা ঘটক বলেন, “মৃতদেহগুলির ময়নাতদন্ত হয়েছে। শরীরে অসংখ্য জখম পাওয়া গিয়েছে। বিভিন্ন অংশে ফুটোও হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, লড়াইয়ের কারণে মৃত্যু হতে পারে।” বুধবার গভীর রাতেই বনকর্মীরা একটি চিতাবাঘের মৃতদেহ খুঁজে পান। বৃহস্পতিবার ভোরে তার অদূরেই আরও একটি চিতাবাঘের দেহ মেলে। তৃতীয় চিতাবাঘটিকে এদিন সকাল পর্যন্ত এলাকায় ঘুরতে দেখে বন কর্মীদের ধারণা, বুধবার রাতে তিনটি চিতাবাঘের মধ্যেই লড়াই শুরু হয়। মৃত দুটি চিতাবাঘ স্ত্রী ও পুরুষ হওয়ায় ও আরও একটি চিতাবাঘের উপস্থিতির প্রমাণ মেলায়, সঙ্গী দখলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে লড়াই হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সঙ্গী বা সঙ্গিনী দখলকে কেন্দ্র করে গরুমারা জাতীয় উদ্যানে এর আগে গন্ডারের মধ্যে লড়াইয়ের ঘটনা ঘটেছে। সেই সব ঘটনাতেও মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে সঙ্গিনী দখলকে কেন্দ্র করে তিন লেপার্ডের মধ্যে লড়াই এবং একই সঙ্গে স্ত্রী ও পুরুষ চিতাবাঘের মৃত্যু নজিরবিহীন। এ দিন মৃত দুটি প্রাণির ময়নাতদন্ত রিপোর্টেও ‘স্বজাতির লড়াইয়ের’ কথা বলা হয়েছে। অন্য চিতাবাঘটিকে বৃহস্পতিবার সকালে এলাকায় ঘুরতে দেখা গিয়েছে তার শরীরে চোট রয়েছে কি না খতিয়ে দেখতে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে বন দফতর সুত্রে জানা গিয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.