টুকরো খবর
তৃণমূলের মিছিল নিয়ে উত্তেজনা
তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় গলসির কুড়মুনা গ্রামে। বৃহস্পতিবার বিকেলের ঘটনা। স্থানীয় কংগ্রেস নেতা সিরাজুল মণ্ডল বলেন, “কয়েক দিন আগে স্থানীয় কিছু সিপিএম ও তৃণমূল সমর্থক আমাদের দলে যোগ দেন। সেই রাগেই তৃণমূলের লোকেরা গ্রামে আমাদের পতাকা ছিঁড়েছে, দলীয় অফিস ভাঙচুর করেছে।” পুলিশ জানিয়েছে, ওই মিছিলে থাকা এক তৃণমূল সমর্থককে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া এক ব্যক্তি মারধর করেন। তাতেই উত্তেজনা দেখা দেয়। কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। গ্রামে পুলিশ টহল চলছে। স্থানীয় তৃণমূল নেতা বাসুদেব চৌধুরী বলেন, “ওই গ্রামে আমাদের মিছিলে সিপিএমের কিছু কর্মী-সমর্থক আক্রমণ করেছিল। তার জেরে গ্রামবাসীরাই কয়েকটি বাড়ি ভাঙচুর করেন। এতে আমাদের দলের কেউ জড়িত নন।” বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সাইদুল হক দাবি করেন, ওই গ্রামে তৃণমূলের হামলায় স্থানীয় সিপিএম নেতা আদর দাস, গ্রাম কমিটির সম্পাদক কায়েম আলি, পঞ্চায়েতের নেতা শেখ রফিকুল-সহ ৫ সিপিএম সমর্থকের বাড়িও ভাঙচুর করা হয়েছে। তাঁরা পুলিশ সুপারের কাছে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। বেতন বৃদ্ধির দাবি। বেতন বৃদ্ধির দাবিতে পাণ্ডবেশ্বরের নাকড়াকোন্দা বেসরকারি প্যাচে আইএনটিটিইউসি-র নেতৃত্বে ২৮ ঘণ্টা বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। সংস্থার প্রজেক্ট ম্যানেজার অভিজিৎ মুখোপাধ্যায় জানান, বন্ধের জেরে তাঁদের প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ইসিএলের ক্ষতির পরিমাণও প্রায় একই।

শুরু হবে খেলা, সিদ্ধান্ত বৈঠকে
প্রায় তিন মাস বন্ধ থাকার পরে খেলাধুলো শুরু হচ্ছে বর্ধমানের। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় জেলাশাসক ওঙ্কার সিংহ মিনার সঙ্গে বৈঠকের পরে জট কেটেছে। উল্লেখ্য, রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র কয়েক মাস আগে জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এই কমিটির নির্বাচন অবৈধ বলে তিনি জানান। তার পরে সংস্থার কর্মকর্তারা এক সঙ্গে পদত্যাগ করেন। তবে জেলাশাসক এই পদত্যাগপত্র গ্রহণ করেননি। বুধবার সন্ধ্যার বৈঠকে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তুষারকান্তি ঘোষ বলেন, “বর্ধমানের সমস্ত খেলাধুলো বন্ধ হয়ে রয়েছে। আমরা চাই অবিলম্বে খেলা শুরু হোক।” বৈঠকে উপস্থিত জেলাশাসক বলেন, “এখনই খেলাধুলো শুরু করতে হবে। তার জন্য যা প্রয়োজন, তার ব্যবস্থা আমরা করব।’’ তিন মাস খেলা বন্ধের জেরে ফুটবল লিগ, ক্রিকেটের দলবদল ও নথিভুক্তিকরণ ছাড়াও ক্রিকেট, ফুটবল ও অ্যাথলেটিক্সের সমস্ত রকম প্রশিক্ষণকেন্দ্র বন্ধ হয়ে রয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পীরদাস মণ্ডল বলেন, “আমরা দু’এক দিনের মধ্যে সমস্ত সাব-কমিটির বৈঠক ডাকছি। ক্লাবগুলিকেও ডাকা হবে। যত দ্রুত সম্ভব খেলা শুরু হবে।” খেলা পরিচালনা করতে ১৬ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে বলে জানান জেলাশাসক।

বন্দি নিখোঁজের জেরে ‘শো-কজ’ দুই রক্ষীকে
বন্দি নিখোঁজের ঘটনায় ‘শো-কজ’ করা হল কালনা উপ-সংশোধনাগারের দুই রক্ষীকে। বৃহস্পতিবার এই ‘শো-কজের’ চিঠি পাঠান মহকুমাশাসক সুমিতা বাগচি। পাশাপাশি, ঘটনাটি নিয়ে মহকুমাশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এ দিন ঘটনার তদন্তে উপ-সংশোধনাগারে আসেন ডিআইজি (কারা)। মহকুমাশাসক বলেন, “বিষয়টি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। দুই রক্ষীকে শো-কজ করা হয়েছে।” গত ১৬ সেপ্টেম্বর বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয় হুগলির কুন্তিঘাট এলাকার বাসিন্দা টিঙ্কু গাইনকে। তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বুধবার সকালে উপ-সংশোধনাগার থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তার কোনও খোঁজ মেলেনি। জেল থেকে কী ভাবে সে নিখোঁজ হল, তার কোনও সদুত্তরও দিতে পারেননি জেল কর্তৃপক্ষ। ওই দিন টিঙ্কু সকালের খাবার খায়। সকাল সাড়ে ৮টা নাগাদও তাকে জেলের ভিতরে দেখা গিয়েছে। উপ-সংশোধনাগারের সুপার তথা কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও কী ভাবে ওই বন্দি পালিয়ে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।”

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
চুক্তিভিত্তিক শ্রমিকদের বকেয়া বেতন, বদলি নিয়ে পুনর্বিবেচনা-সহ বিভিন্ন দাবিতে বর্ধমান-বীরভূমের জোনাল ম্যানেজার স্বপন দে-কে প্রায় সাড়ে তিন ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন। সংস্থার সম্পাদক চিত্ত সিংহরায় বলেন, “জোনাল ম্যানেজারকে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” জোনাল ম্যানেজার অবশ্য এই দাবিগুলি বিবেচনার জন্য কিছু দিন সময় চেয়ে নিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.