|
|
|
|
ডিএসপি-র পার্কে ছটপুজো |
প্রশাসনের মধ্যস্থতায় কাটল জট |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অবশেষে মহকুমা প্রশাসনের মধ্যস্থতায় ডিএসপি-র কুমারমঙ্গলম পার্কের পুকুরে পুজো করার অনুমতি পেল দুর্গাপুর ইস্পাত নগরী মহা ছটপুজো সেবা সমিতি। বুধবার এই সমিতির সদস্য, পার্কের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার প্রতিনিধি ও ডিএসপি-র প্রতিনিধিদের নিয়ে মহকুমাশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়। সেখানেই বিষয়টির নিষ্পত্তি হয়। পুজো কমিটির সাধারণ সম্পাদক রাকেশ কুমার বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ছটপুজোয় পার্কের পুকুরের ঘাট ব্যবহার করি। এ বারও সেই সুযোগ পাওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
কুমারমঙ্গলম ডিএসপি-র নিজস্ব পার্ক। কয়েক বছর আগে পার্কের দায়িত্ব পায় একটি বেসরকারি সংস্থা। তার পরেই ওই সংস্থার তরফে জানানো হয়, ছট পুজোয় বাইরের লোকজন ঢুকে গাছপালা নষ্ট করেন। ঘাট অপরিষ্কার হয়। তাই পার্কের ভিতরে পুজোয় আপত্তি তোলে তারা। গত বারও এ নিয়ে জট তৈরি হয়। সে বার মহকুমাশাসক মৌমিতা বসুর মধ্যস্থতায় সমস্যা মেটে।
রাকেশবাবু জানান, এ বারও একই পরিস্থিতি তৈরি হওয়ায় মহকুমাশাসকের দ্বারস্থ হন তাঁরা। মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, বাসিন্দারা পার্কের পুকুরে ছটপুজো করতে পারবেন। তবে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ সুরক্ষিত রাখতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। পার্ক কর্তৃপক্ষ আলো ও জলের ব্যবস্থা করবেন। পার্ক কর্তৃপক্ষ প্রবেশপত্র দেবেন পুজো কমিটিকে। তা ভক্তদের বিলি করবে কমিটি। পার্ক ও পুকুরের কোনও ক্ষতি যাতে কেউ না করেন, তা দেখবে কমিটি। বিষয়টি নজরদারির জন্য দু’পক্ষকে নিয়ে একটি কমিটি গড়া হবে। মহকুমাশাসক জানান, “সমস্যা মিটে গিয়েছে। |
|
|
|
|
|