পুলিশি হেফাজতে জয়দেবের সঙ্গীরাও |
অস্ত্র আইনে ধৃত আসানসোলের কয়লা ব্যবসায়ী জয়দেব মণ্ডলকে জেরা করে বেশ কিছু তথ্য মিলেছে। বৃহস্পতিবার এ কথা জানান কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ডেপুটি কমিশনার বাস্তব বৈদ্য। মঙ্গলবার ধর্মতলার চৌরঙ্গি স্কোয়ার থেকে জয়দেব ও তার গাড়ির চালক রবিশঙ্কর সিংহকে গ্রেফতার করে এসটিএফ। ব্যাঙ্কশাল আদালতের বিচারক তাদের দু’জনকে ন’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বুধবার। অন্ডাল থেকে ধৃত জয়দেবের চার সঙ্গীকে এ দিন দুর্গাপুর আদালতে তোলা হলে তাদেরও চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এসটিএফের ডেপুটি কমিশনার জানান, জয়দেবকে জেরা করে পাওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বুধবার রাতে বর্ধমানের কুলটিতে অভিযান চালিয়ে কয়লা বোঝাই দু’টি লরি আটক করেছে পুলিশ। কয়লা পাচারের অভিযোগে ৩ জনকে ধরাও হয়েছে।
|
আসানসোলে কৃতীদের সংবর্ধনা |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের জন্য পুরস্কৃত করল ইস্টার্ন রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন-র আসানসোল শাখা। সংগঠনের সভানেত্রী অঞ্জনা ঝা জানান, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ১৫ জন ও মাধ্যমিক উত্তীর্ণ ৫৪ জন কৃতীর হাতে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়। বুধবার আসানসোল রেলওয়ে অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠান হয়। এই দুই স্তরের পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর প্রাপকদের পুরস্কৃত করা হয়। দুর্ঘটনা। একটি সরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কায় কমপক্ষে ১০ জন জখম হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে হেতমপুর ও দুবরাজপুরের মাঝে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে।
|
বেতন বৃদ্ধির দাবিতে পাণ্ডবেশ্বরের নাকড়াকোন্দা বেসরকারি প্যাচে ২৮ ঘণ্টা বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি-র নেতৃত্বে শ্রমিকেরা। সংস্থার প্রজেক্ট ম্যানেজার অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ওঁদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তবে এই বন্ধের জেরে তাঁদের প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ইসিএলের ক্ষতির পরিমাণও প্রায় একই। তবে বিক্ষোভকারীদের নেতা নরেন চক্রবর্তী বলেন, “সঙ্গত দাবিতেই আমরা আন্দোলন করছি। কারণ অনেক কম বেতনে আমাদের কাজ করানো হচ্ছে।”
|
রাস্তা সংস্কারের দাবি আসানসোলে |
জি টি রোড সংস্কারের দাবিতে বৃহস্পতিবার পূর্ত দফতরের আসানসোল বিভাগীয় কার্যালয়ে বিক্ষোভ দেখাল যুব ফেডারেশন। সংগঠনের রাজ্য সদস্য দেবানন্দ প্রসাদ জানান, রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় বার বার দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে রাস্তা মেরামত না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছে, দ্রুত মেরামতির কাজ শুরু হবে। |