টুকরো খবর
বিধায়ক-এসপি সমস্যা মেটাতে সক্রিয় স্পিকার
জনপ্রতিনিধি এবং পুলিশ-প্রশাসনের কর্তারা যাতে পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে না-পড়েন, তার জন্য দু’পক্ষকেই ‘সতর্ক’ থাকার পরামর্শ দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্তের সঙ্গে ‘দুর্ব্যবহারে’র অভিযোগে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্যকে সোমবার নিজের দফতরে ডেকে পাঠিয়েছিলেন স্পিকার। বিধায়ক মোহিতবাবু এবং কংগ্রেসের পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাবও সেখানে ছিলেন। এসপি-কে স্পিকার আইনের ব্যাখ্যা দিয়ে বোঝান, জনপ্রতিনিধির সঙ্গে এমন ব্যবহার সঙ্গত নয়। আবার জনপ্রতিনিধিরাও যাতে পুলিশ-প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে চলেন, সেই কথাও বলেন স্পিকার। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান এবং বিধায়ক মোহিতবাবুর সঙ্গে গত ১০ অক্টোবর একটি অনুষ্ঠানে এসপি ‘অসদাচরণ’ করেছিলেন বলে কংগ্রেসের অভিযোগ ছিল। ঘটনার পর দিন এসপি বিধায়কের সম্পর্কে ‘অসংসদীয় ও অসম্মানজনক’ ভাষা ব্যবহার করেছিলেন বলে কংগ্রেসের পরিষদীয় দলনেতা সোহরাব স্পিকারের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন। বিধায়ক নিজেও একটি চিঠি দিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গেও কথা বলেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতেই এ দিন স্পিকারের ঘরে উর্দি পরে হাজিরা দিতে হয়েছিল এসপি-কে। পরে সোহরাব বলেন, “কী আচরণ তাঁদের কাছে প্রত্যাশিত, তা পুলিশ সুপারকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন স্পিকার। পুলিশ সুপার এবং জেলাশাসকদের সঙ্গে সদ্ভাব না-থাকলে প্রশাসন ভাল ভাবে চলতে পারে না। তাই জনপ্রতিনিধিদেরও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, পুলিশ-প্রশাসনের কাজে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। রায়গঞ্জের ঘটনা ঘিরে কংগ্রেসের প্রতিবাদ কি পুলিশের কাজে হস্তক্ষেপের সামিল নয়? সোহরাব বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ সকলকেই মেনে চলতে হবে। তবে পুলিশ-প্রশাসনের কেউ জনপ্রতিনিধিদের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়লে মানুষের কাছেই ভুল বার্তা যায়।”

গাছে দেহ, সন্দেহ খুন
নিখোঁজ কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার বালুরঘাটে কাটনা এলাকায় রাস্তার ধারে আকাশমণি গাছের ডাল থেকে দমকল কর্মীদের সাহায্যে পুলিশ দেহটি উদ্ধার করে। দেহটি ওড়নার ফাঁসে ঝুলছিল। পুলিশ জানায়, মৃতার নাম মমি বর্মন (১৭)। বালুরঘাট শহরের কবিতীর্থ হাই স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি বাংলাদেশ সীমান্ত লাগোয়া চকঘটক গ্রামে। বাড়ি থেকে ৭ কিমি দূরে কাটনা এলাকায় গাছের ডালে ঝুলতে দেখেই চাঞ্চল্য ছড়ায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহটি ময়নাতদন্তে পাঠালেও মৃতার আত্মীয়দের তরফে ওই কিশোরীকে খুন করে দেহটি ঝুলিয়ে দেওয়া হয় বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। বালুরঘাটের ডিএসপি হরেকৃষ্ণ হালদার বলেন, “ময়না তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে খুনের মামলা রুজু করে তদন্তে নামা হবে।” চকঘটক গ্রামের বাসিন্দা গোপালবাবুর দুই মেয়ের মধ্যে মমি বড়। ছোট মেয়ের বিয়ে হয়েছে। গোপালবাবু বলেন, “রবিবার তপনে বালাপুরে মমির বিয়ের কথাবার্তা পাকা হয়। হবু জামাইকে আর্শীবাদ করে অনুষ্ঠান সেরে বাড়িতে ফিরতে ৮টা বেজে যায়। রাতে আত্মীয়দের বাড়ি খোঁজাখুঁজি চলে। ও আত্মহত্যা করবে এটা ভাবতেও পারছি না।” দু’টি দেহ উদ্ধার। আলাদা জায়গা থেকে এক কিশোর-সহ দুটি ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার ইসলামপুরে নিউটাউন এবং রামগঞ্জের আদলগছ এলাকা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। ফেদন রায় (৫২)। বাড়ি নিউটাউন এলাকায়। অপর জন কপিল বর্মন (১৪)। বাড়ি আদলগছে। রবিবার রাতে সব্জি ব্যবসায়ী ওই প্রৌঢ় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এ দিন বাড়ি থেকে সামান্য দূরে গাছে তাঁকে ঝুলতে দেখা যায়। ভাইয়ে সঙ্গে খাতা নিয়ে বচসা হয়। পরিবারের লোকেরা বকুনি দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির ছাত্র কপিল।

বিবাদ মেটাতে মাঠে বিমান
কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত এবং উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের বিরোধ মেটাতে হস্তক্ষেপ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার স্পিকার তাঁদের ডেকে পাঠান। মোহিতবাবু বলেন, “স্পিকারের সঙ্গে কথা হয়েছে। তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি।” পুলিশ সুপারের মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। সম্প্রতি একটি শারদ সম্মান অনুষ্ঠানে রায়গঞ্জের বিধায়ক ও পুলিশ সুপারের বচসা বাধে। পুলিশ সুপার মোহিতবাবুকে অপমান করেন বলে অভিযোগ। কংগ্রেসের তরফে এই ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি, আইজি ও মুখ্য সচিবকে অভিযোগ জানানো হয়। এদিন রায়গঞ্জ পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়ে পুলিশ সুপারের শাস্তি দাবি করে পুরসভা কর্মী সমিতি-সহ অন্য কয়েকটি কংগ্রেস প্রভাবিত সংগঠন।

কংগ্রেসের সম্মেলন
তৃণমূলের সঙ্গে সম্মানজনক আসন রফা না হলে আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে দক্ষিণ দিনাজপুরে একা লড়বে কংগ্রেস। সোমবার কুশমন্ডিতে ‘পঞ্চায়েতিরাজ’ শীর্ষক সম্মেলনে প্রদেশ নেতৃত্বের উপস্থিতিতে দলের স্থানীয় নেতা কর্মীদের তরফে ওই বার্তা দেওয়া হয়। কুশমন্ডি হাইস্কুলে ওই সম্মেলনে অঞ্চল এবং ব্লকস্তর থেকে প্রায় ২০০০ কর্মী ছিলেন। হাজির ছিলেন প্রদেশ নেতা তথা বিধায়ক সমর মুখোপাধ্যায়, দেবপ্রসাদ রায় এবং কেশব যোশি। সম্মেলন থেকে সিদ্ধান্ত হয়েছে, ২০ নভেম্বরের মধ্যে জেলার ৮টি ব্লকে সম্মেলন শেষ করে বুথ ভিত্তিক সম্মেলন হবে। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের অভিযোগ, “জোটে লড়ে বিধানসভায় বামফ্রন্টকে হারানো হয়েছে। পরবর্তীতে তৃণমূলের তরফে কংগ্রেসকে অবহেলা করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে কংগ্রেসের শক্ত সংগঠন রয়েছে। বুথভিত্তিক সম্মেলন করে তা প্রমাণ করা হবে।”

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ
বাড়ি থেকে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার কোচবিহারের বক্সিরহাটে ঘটনাটি ঘটেছে। মৃত এএসআইয়ের নাম সঞ্জয় ঘোষ (৪১)। বাড়ি ফাঁসিদেওয়ায়। দু’ বছর ধরে বক্সিরহাট থানায় ছিলেন। কাছেই একটি ভাড়া বাড়িতে স্ত্রী এবং নাবালিকা মেয়েকে নিয়ে থাকতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, সঞ্জয়বাবু আত্মহত্যা করেছেন। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “পারিবারিক অশান্তির কারণে ওই এএসআই ভাড়া বাড়িতেই আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে।”

বিক্ষোভে গেট-মিটিং
নিয়মিত পেনশন চেয়ে গেট মিটিং করে বিক্ষোভ দেখাল এনবিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশ। সোমবার এনবিএসটিসি’র ইসলামপুর ডিপোয় গেট মিটিং করে বিক্ষোভ দেখান নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওই সদস্যরা। সংগঠনের সম্পাদক বিপ্লব রায় চৌধুরী বলেন, “গত বছর থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা গ্র্যাচুইটি, পেনশনের টাকা পাননি। অন্য সুবিধাও পাচ্ছেন না। প্রতিটি ডিপোতে আন্দোলন চলবে।” ইসলামপুর ডিপোর ইনচার্জ স্বজন চক্রবর্তী বলেন, “বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

বালুরঘাটে ডাকাতি
জানলা ভেঙে ঢুকে গয়না এবং নগদ টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে বালুরঘাটের মঙ্গলপুর হিলি মোড়ে এক শিক্ষক দম্পতির বাড়িতে ওই ঘটনা ঘটে। মানবেশ লাহিড়ি এবং তাঁর স্ত্রী মৌমিতাদেবী বলেন, “রায়গঞ্জে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। সোমবার বাড়ি ফিরে দেখি বাড়িতে চুরি হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.